বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২৯ জুলাই ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

৮৮. কোন গ্রহের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক?

ক. মঙ্গল খ. শনি

গ. বৃহস্পতি ঘ. বুধ

উত্তর:ক. মঙ্গল

৮৯. কোন গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান?

ক. বৃহস্পতি খ. মঙ্গল

গ. শুক্র ঘ. শনি

উত্তর:খ. মঙ্গল

৯০. কোন গ্রহে এসিড বৃষ্টি হয়?

ক. শুক্র খ. বুধ

গ. মঙ্গল ঘ. ইউরেনাস

উত্তর:ক. শুক্র

৯১. শুক্র গ্রহের ব্যাস কত?

ক. ১২,১০৪ কি.মি খ. ১২,১০৫ কি.মি

গ. ১২,২০৪ কি.মি ঘ. ১২,২০৫ কি.মি

উত্তর:ক. ১২,১০৪ কি.মি

৯২. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে শুক্র'র কত সময় লাগে?

ক. ২২০ দিন খ. ২২২ দিন

গ. ২২৫ দিন ঘ. ২৩০ দিন

উত্তর:গ. ২২৫ দিন

৯৩. সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব কত কিলোমিটার?

ক. ১২.৮ কোটি কিলোমিটার

খ. ১০.৮ কোটি কিলোমিটার

গ. ৯.৮ কোটি কিলোমিটার

ঘ. ৫.৮ কোটি কিলোমিটার

উত্তর:খ. ১০.৮ কোটি কিলোমিটার

৯৪. সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ কোনটি?

ক. পৃথিবী খ. নেপচুন

গ. বুধ ঘ. শনি

উত্তর:ক. পৃথিবী

৯৫. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?

ক. টাইটান খ. টপস্টার

গ. স্কাইলেট ঘ. চাঁদ

উত্তর:ঘ. চাঁদ

৯৬. কী কী উপাদানের কারণে সৌরজগতে পৃথিবীকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়?

ক. অক্সিজেন, নাইট্রোজেন এবং তাপ

খ. অক্সিজেন, হাইড্রোজেন এবং তাপ

গ. অক্সিজেন, হাইড্রোজেন এবং হিলিয়াম

ঘ. অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন

উত্তর:ক. অক্সিজেন, নাইট্রোজেন এবং তাপ

৯৭. সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ কোনটি?

ক. নেপচুন খ. শনি

গ. পৃথিবী ঘ. মঙ্গল

উত্তর: গ. পৃথিবী

৯৮. পৃথিবীর ব্যাস কত?

ক. ১২,৬৬৭ কি.মি খ. ১২,৭৬৫ কি.মি

গ. ১৩,১২৭ কি.মি ঘ. ১৪,৬৪৭ কি.মি

উত্তর:ক. ১২,৬৬৭ কি.মি

৯৯. সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?

ক. টাইটান খ. চাঁদ

গ. ডিমোস ঘ. ফোবোস

উত্তর:খ. চাঁদ

১০০. চাঁদ কোন গ্রহের উপগ্রহ?

ক. শুক্র খ. বুধ

গ. পৃথিবী ঘ. মঙ্গল

উত্তর:গ. পৃথিবী

১০১. বৃহস্পতি আয়তনে পৃথিবীর চেয়ে কত গুণ বড়?

ক. ১,০০০ গুণ খ. ১,২০০ গুণ

গ. ১৩০০ গুণ ঘ. ১,৫০০ গুণ

উত্তর:গ. ১৩০০ গুণ

১০২. বৃহস্পতি গ্রহ সূর্য থেকে কত দূরত্বে রয়েছে?

ক. প্রায় ৭৭.৮ কোটি কি.মি

খ. প্রায় ৮.৭৭ কোটি কি.মি

গ. প্রায় ৬৬.৮ কোটি কি.মি

ঘ. প্রায় ৯.৭৭ কোটি কি.মি

উত্তর: ক. প্রায় ৭৭.৮ কোটি কি.মি

১০৩. কোন গ্রহের বায়ুমন্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম?

ক. মঙ্গল গ্রহের খ. বৃহস্পতি গ্রহের

গ. শুক্র গ্রহের ঘ. শনি গ্রহের

উত্তর:খ. বৃহস্পতি গ্রহের

১০৪. বৃহস্পতির বায়ুমন্ডলের উপরিভাগের তাপমাত্রা-

ক. খুবই কম খ. খুবই বেশি

গ. সমভাবাপন্ন ঘ. চরমভাবাপন্ন

উত্তর: ক. খুবই কম

১০৫. বৃহস্পতি গ্রহের গড় উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস?

ক. ২২৫ক্ক সেলসিয়াস খ. ১২৫ক্ক সেলসিয়াস

গ. ৩২৫ক্ক সেলসিয়াস ঘ. ৪২৫ক্ক সেলসিয়াস

উত্তর:খ. ১২৫ক্ক সেলসিয়াস

১০৬. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বৃহস্পতির কত সময় লাগে?

ক. ১০ বছর খ. ১১ বছর

গ. ১২ বছর ঘ. ১৩ বছর

উত্তর:গ. ১২ বছর

১০৭. বৃহস্পতি গ্রহের কয়টি উপগ্রহ রয়েছে?

ক. ১০টি খ. ১১টি

গ. ৬৭টি ঘ. ১৮টি

উত্তর:গ. ৬৭টি

১০৮. ইউরোপা কোন গ্রহের উপগ্রহ?

ক. শনি খ. পৃথিবী

গ. ইউরেনাস ঘ. বৃহস্পতি

উত্তর:ঘ. বৃহস্পতি

১০৯. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?

ক. বুধ খ. শনি

গ. বৃহস্পতি ঘ. নেপচুন

উত্তর: গ. বৃহস্পতি

১১০. গ্রহরাজ কোন গ্রহকে বলা হয়?

ক. শনি খ. বুধ

গ. বৃহস্পতি ঘ. বুধ

উত্তর:গ. বৃহস্পতি

১১১. কোনটি সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ?

ক. শনি খ. পৃথিবী

গ. শুক্র ঘ. বৃহস্পতি

উত্তর: ক. শনি

১১২. শনি গ্রহের আয়তন পৃথিবীর কত গুণ বেশি?

ক. ৭৬০ গুণ খ. ৭৭৫ গুণ

গ. ৭৮০ গুণ ঘ. ৭৮৫ গুণ

উত্তর:ক. ৭৬০ গুণ

পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে