একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ২৯ জুলাই ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
তাহারেই পড়ে মনে ২৭। 'অলখের পাথার বাহিয়া/তরী তার এসেছে কী?' কোন কবিতার চরণ? ক. ঐকতান খ. তাহারেই পড়ে মনে গ. সাম্যবাদী ঘ. সেই অস্ত্র সঠিক উত্তর :খ. তাহারেই পড়ে মনে ২৮। 'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী- গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে!' কোন প্রসঙ্গে বলা হয়েছে? ক. কবিচিত্তের বসন্ত উদাসীনতা খ. হৃদয়ে বেদনার কারণ উন্মোচন গ. কবি হৃদয়ের দুঃখকাতরতা ঘ. বসন্ত প্রকৃতির বর্ণনা সঠিক উত্তর :খ. হৃদয়ে বেদনার কারণ উন্মোচন ২৯। বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে যেসব বিষয়ের আগমন ঘটে- র. কোকিলের গান রর. শোকাচ্ছন্ন মন ররর. প্রকৃতির শ্যামলিমা নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ৩০। 'এমন উন্মনা তুমি?' এটি কার উক্তি? ক. কবির খ. কবিভক্তের গ. কবির স্বামীর ঘ. কবির ছেলের সঠিক উত্তর :খ. কবিভক্তের ৩১। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ঋতুর উলেস্নখ আছে? ক. বসন্ত ও শীত খ. গ্রীষ্ম ও বসন্ত গ. গ্রীষ্ম ও শীত ঘ. শীত ও বর্ষা সঠিক উত্তর :ক. বসন্ত ও শীত ৩২। 'চাহিয়া' শব্দটি কী ধরনের শব্দ? ক. সাধু খ. চলিত গ. অতৎসম ঘ. দেশি সঠিক উত্তর : ক. সাধু ৩৩। 'তবুও সময় হলো শেষ, তবু হায় যেতে দিতে হলো।' উক্ত চরণ দুটির সঙ্গে ভাব সাদৃশ্য আছে কোন কবিতার? ক. তাহারেই পড়ে মনে খ. সেই অস্ত্র গ. সাম্যবাদী ঘ. লোক-লোকান্তর সঠিক উত্তর :ক. তাহারেই পড়ে মনে ৩৪। কবি যেসব কারণে বসন্তকে গানের মাধ্যমে বরণ করছেন না- র. শোকাচ্ছন্ন রর. স্বামী বিয়োগ ররর. বসন্ত ঋতুর প্রতি বিরাগভাজন নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর :ক. র ও রর ৩৫। 'তরী তার এসেছে কী?' চরণটি কোন কবিতার অন্তর্গত? ক. সোনার তরী খ. তাহারেই পড়ে মনে গ. পাঞ্জেরী ঘ. জীবন-বন্দনা সঠিক উত্তর :খ. তাহারেই পড়ে মনে ৩৬। 'লভেনি' শব্দের শিষ্ট চলিত রূপ হবে- র. লোভে পড়েনি রর. লাভ করেনি ররর. লোভ করেনি নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর ৩৭। 'মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা আমি দাঁড়ায়ে রহিনু এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা' -এই উদ্দীপকের ভাবের সঙ্গে কবির ভাবের মিল কোথায়? ক. ওগো কবি, অভিমান করেছ কি তাই? খ. তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। গ. নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় ঘ. বসন্ত-বন্দনা তব কণ্ঠে শুনি- এ মোর মিনতি সঠিক উত্তর : খ. তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোনো মতে। ৩৮। কবি শীত ঋতুকে কী বলে অভিহিত করেছেন? ক. আরামের সময় খ. শীত হচ্ছে আনন্দে ভরা গ. বাতাবি নেবুর ফুল ঘ. মাঘের সন্ন্যাসী সঠিক উত্তর : ঘ. মাঘের সন্ন্যাসী নিচের উদ্দীপকটি পড়ে ৩৯ নম্বর প্রশ্নের উত্তর দাও : বনের আগুন পুড়েছে এই দু'চোখ মনে পড়ে যায় তারে উত্থলে উঠে শোক। ৩৯। উদ্দীপকের 'বনের আগুন'- 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন ঋতুর রূপক? ক. শরৎ খ. হেমন্ত গ. শীত ঘ. বসন্ত সঠিক উত্তর : ঘ. বসন্ত ৪০। কবিভক্ত কবির কাছে গান শোনার আকুতি প্রকাশ করার কারণ ছিল- র. মনের অভিনবত্ব রর. বসন্তের সূচনা ররর. আনন্দঘন পরিবেশ নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর :ঘ. র, রর ও ররর সোনার তরী ১। রবীন্দ্রনাথ ঠাকুর মৃতু্যবরণ করেন- ক. ২৫ বৈশাখ, ১৩৪৮ খ. ২২ শ্রাবণ, ১৩৪৮ গ. ১৩ চৈত্র ১৩৪৮ ঘ. ২২ পৌষ, ১৩৪৮ উত্তর : খ. ২২ শ্রাবণ, ১৩৪৮ ২। তীরে বসে কৃষক কী করছিল? ক. খেলা করছিল খ. গান করছিল গ. অপেক্ষা করছিল ঘ. দুশ্চিন্তা করছিল উত্তর :গ. অপেক্ষা করছিল ৩। তরী বেয়ে আসার সময় মাঝি কী করছিল? ক. গান গাইছিল খ. দাঁড় টানছিল গ. নিশ্চুপ ছিল ঘ. গুন টানছিল উত্তর :ক. গান গাইছিল ৪। শূন্য নদীর তীরে রহিনু পড়ি- কথাটি দিয়ে কী বোঝানো হয়েছে? ক. মৃতু্য অনিবার্যতা খ. কালের প্রবহমানতা গ. কৃষকের অসহায়ত্ব ঘ. অপ্রাপ্তির বেদনা উত্তর :ঘ. অপ্রাপ্তির বেদনা পরবর্তী অংশ আগামী সংখ্যায়