৯৬। সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত?
উত্তর : ২
৯৭। কোন সংখ্যা যে কোনো সংখ্যারই গুণনীয়ক?
উত্তর : ১
৯৮। ২৪-এর উৎপাদক কয়টি?
উত্তর :৮টি
৯৯। একাধিক সংখ্যার কোনো মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু. কত?
উত্তর : ১
১০০। ৩ ও ৫ এর গ. সা. গু. কত?
উত্তর :১
১০১। দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে কী বলে?
উত্তর : ল.সা.গু.
১০২। ৭-এর প্রথম চারটি গুণিতক লেখো।
উত্তর : ৭, ১৪, ২১, ২৮
১০৩। ১৮, ২৪ ও ৩৬-এর ল. সা. গু. কত?
উত্তর : ৭২
১০৪। একাধিক সংখ্যার সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফলকে কী বলে?
উত্তর : ল. সা. গু.
১০৫। ২৪ ও ৩৬-এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক কত?
উত্তর :৭২
১০৬। একাধিক সংখ্যার কোন সাধারণ মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গ. সা. গু. কত হবে?
উত্তর :১
১০৭। মৌলিক সংখ্যার উৎপাদকের সংখ্যা কতটি?
উত্তর :২টি
১০৮।দুইটি মৌলিক সংখ্যার সর্বোচ্চ গুণফল কত?
উত্তর : সংখ্যা দুটির গুণফল
১০৯।২৪ ও ৩০-এর মৌলিক গুণনীয়কের মধ্যে সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল কত?
উত্তর :৬
১১০।৬০-এর মৌলিক গুণনীয়কে প্রকাশ নিচের কোনটি?
উত্তর :২ দ্ধ২ দ্ধ৩ দ্ধ৫
১১১।ভাগ প্রক্রিয়ায় একটি প্রয়োগে কয়টি সংখ্যার গ. সা. গু. নির্ণয় করা যায়?
উত্তর :২টি
১১২।কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১২,
১৮, ২৪-কে নিঃশেষে ভাগ করা যায়?
উত্তর : ৬
১১৩। ২৪-এর গুণিতক কতটি?
উত্তর : অসংখ্য
১১৪।১৫-এর মৌলিক উৎপাদক কয়টি?
উত্তর : ২টি
১১৫।২, ৩, ৫ ও ৭ এর গ.সা. গু. কত?
উত্তর : ১
১১৬।১৮-এর তিনটি গুণিতক লেখো।
উত্তর : ৩৬, ৫৪ ও ৭২
১১৭। যেসব ভগ্নাংশের হর একই তাদের কী বলে?
উত্তর : সমহরবিশিষ্ট ভগ্নাংশ
১১৮।যেসব ভগ্নাংশের লব একই তাদের কী বলে?
উত্তর : সমলববিশিষ্ট ভগ্নাংশ
১১৯। দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে, তাকে কী ধরনের ভগ্নাংশ বলে?
উত্তর : সমতুল ভগ্নাংশ
১২০।ছোট থেকে বড় ক্রমে ভগ্নাংশগুলো পরপর লিখে সাজানোকে কী বলে?
উত্তর : ঊর্ধ্বক্রমে সাজানো
১২১।বড় থেকে ছোট ক্রমে ভগ্নাংশগুলো পরপর লিখে সাজানোকে কী বলে?
উত্তর : অধঃক্রমে সাজানো
১২২। হর একই হলে, কোন ভগ্নাংশটি বড়?
উত্তর : যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়।
১২৩। লব একই হলে, কোন ভগ্নাংশটি বড়?
উত্তর : যে ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটি বড়।
১২৪। কোনো ভগ্নাংশের হর ও লবের ১ ব্যতীত অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকলে তাকে কী বলে?
উত্তর : ভগ্নাংশের লঘিষ্ঠ আকার
১২৫। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে।
১২৬। প্রকৃত ভগ্নাংশের মান কত থেকে ছোট?
উত্তর : ১ থেকে
১২৭। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
১২৮। যেসব ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেগুলোকে কী বলে?
উত্তর : মিশ্র ভগ্নাংশ
১২৯। মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কী পড়া হয়?
উত্তর : সমস্ত
১৩০। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে ভগ্নাংশটির লব ও হরের সাধারণ উৎপাদক কত?
উত্তর :১
১৩১। যে ভগ্নাংশের মান ১ থেকে ছোট, সেটি কী ধরনের ভগ্নাংশ?
উত্তর : দশমিক ভগ্নাংশ
১৩২। কোন ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে?
উত্তর : মিশ্র ভগ্নাংশ
১৩৩। কোন ভগ্নাংশ ঐ ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ = কত?
উত্তর : ১
১৩৪। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট?
উত্তর : প্রকৃত ভগ্নাংশ
১৩৫। দশমিক ভগ্নাংশকে কী ধরনের সংখ্যা দিয়ে গুণ করা সুবিধাজনক?
উত্তর : ডানে শূন্য আছে এমন সংখ্যা দিয়ে
১৩৬। .১ দ্ধ ০.০১ দ্ধ ০.০০১ = কত?
উত্তর : ০.০০০০০১
১৩৭। ৬.১২৩ দ্ধ ১০ = কত?
উত্তর : ৬১.২৩
১৩৮। ০.২ দ্ধ ২.২ দ্ধ ২.২২ = কত?
উত্তর : ০.৯৭৬৮
১৩৯। একটি বাঁশের ০.৩৯ অংশ মাটির নিচে এবং বাকি অংশ উপরে আছে। উপরে কত অংশ আছে?
উত্তর : ০.৬১ অংশ
১৪০। মিলি এক কুড়ি লিচুর ০.৬ অংশ নিল। মিলি কতটি লিচু পেল?
উত্তর : ১২টি
১৪১। ৫৭.৫ দ্ধ ০.২৩ = কত?
উত্তর : ২৫০
১৪২। ১৭৮০৭ গু ১০০ = কত?
উত্তর : ১৭৮.০৭
১৪৩। ৫৫.৩৬ দ্ধ ১০ = কত?
উত্তর : ৫.৫৩৬
১৪৪। ৬.৪৩দ্ধ১০ = কত?
উত্তর : ৬৪.৩
পরবর্তী অংশ আগামী সংখ্যায়