প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য গণিত থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
ষষ্ঠ অধ্যায়
১১। কোনো ভগ্নাংশের হর ও লবের ১ ব্যতীত অন্য কোন সাধারণ উৎপাদক না থাকলে তাকে কী বলে?
উত্তর : ভগ্নাংশের লঘিষ্ঠ আকার
১২। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা ছোট সেগুলোকে প্রকৃত ভগ্নাংশ বলে।
১৩। প্রকৃত ভগ্নাংশের মান কত থেকে ছোট?
উত্তর : ১ থেকে
১৪। অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে?
উত্তর : যেসব ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় সেগুলোকে অপ্রকৃত ভগ্নাংশ বলে।
১৫। যেসব ভগ্নাংশে পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে সেগুলোকে কী বলে?
উত্তর : মিশ্র ভগ্নাংশ
১৬। প্রকৃত ভগ্নাংশের ১ টি উদাহরণ দাও।
উত্তর :
১৭। মিশ্র ভগ্নাংশের পূর্ণ অংশকে কী পড়া হয়?
উত্তর : সমস্ত
১৮। অপ্রকৃত ভগ্নাংশের ১ টি উদাহরণ দাও।
উত্তর :
১৯। মিশ্র ভগ্নাংশের ১টি উদাহরণ দাও।
উত্তর :
২০। ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে ভগ্নাংশটির লব ও হরের সাধারণ উৎপাদক কত?
উত্তর : ১
২১। যে ভগ্নাংশের মান ১ থেকে ছোট, সেটি কী ধরনের ভগ্নাংশ?
উত্তর : দশমিক ভগ্নাংশ
২২। কোন ভগ্নাংশের পূর্ণ সংখ্যার সঙ্গে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে?
উত্তর : মিশ্র ভগ্নাংশ
২৩। কোন ভগ্নাংশ ক্ম ঐ ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ = কত?
উত্তর : ১
২৪। কে বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল কত হবে?
উত্তর : ১
২৫। এর বিপরীত ভগ্নাংশ কত?
উত্তর :
২৬। নাসরিনের স্কুল বাড়ি থেকে কিলোমিটার দূরে হলে, প্রতিদিন সে কত কিলোমিটার যাতায়াত করে?
উত্তর :
২৭। ৩ এর বিপরীত ভগ্নাংশ লিখ।
উত্তর :
২৮। একটি রুটিকে ভাগ করে আনিকা অংশ ও আয়রা অংশ নিল। কে বেশি রুটি নিল?
উত্তর : আয়রা
২৯। এর দুইটি সমতুল ভগ্নাংশ লিখ।
উত্তর : ও
৩০। ৫টি কলম থেকে ২টি কলম নেয়া হলো। মোট কলমের কত অংশ নেয়া হলো?
উত্তর : অংশ
৩১। প্রকৃত ও অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট?
উত্তর : প্রকৃত ভগ্নাংশ
সপ্তম অধ্যায়
৩২। দশমিক ভগ্নাংশকে কী ধরনের সংখ্যা দিয়ে গুণ করা সুবিধাজনক?
উত্তর : ডানে শূন্য আছে এমন সংখ্যা দিয়ে
৩৩। ০.১ ক্ম ০.০১ ক্ম ০.০০১ = কত?
উত্তর : ০.০০০০০১
৩৪। ৬.১২৩ ক্ম ১০ = কত?
উত্তর : ৬১.২৩
৩৫। ০.২ ক্ম ২.২ ক্ম ২.২২ = কত?
উত্তর : ০.৯৭৬৮
৩৬। একটি বাঁশের ০.৩৯ অংশ মাটির নিচে এবং বাকি অংশ উপরে আছে। উপরে কত অংশ আছে?
উত্তর : ০.৬১ অংশ
৩৭। মিলি এক কুড়ি লিচুর ০.৬ অংশ নিল। মিলি কতটি লিচু পেল?
উত্তর : ১২টি
৩৮। ৫৭.৫ গু ০.২৩ = কত?
উত্তর : ২৫০
৩৯। ১৭৮০৭ গু ১০০ = কত?
উত্তর : ১৭৮.০৭
৪০। ৫৫.৩৬ গু ১০ = কত?
উত্তর : ৫.৫৩৬
৪১। ৬.৪৩ ক্ম ১০ = কত?
উত্তর : ৬৪.৩
অষ্টম অধ্যায়
১। গড় নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : গড় = রাশিগুলোর যোগফল গু রাশিগুলোর সংখ্যা
২। গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কীরূপ হতে হয়?
উত্তর : রাশিগুলো একই জাতীয় বা সমজাতীয় হতে হয়
৩। গড় হতে রাশিগুলোর যোগফল নির্ণয়ের সূত্র কী?
উত্তর : রাশিগুলোর যোগফল = গড় ক্ম রাশিগুলোর সংখ্যা
৪। ১০, ১১, ১২, ১৩ ও ১৪ এর গড় কত?
উত্তর : ১২
৫। তিনটি সংখ্যার যোগফল ১৮০ হলে সংখ্যা তিনটির গড় কত?
উত্তর : ৬০
৬। সাতটি সংখ্যার গড় ১৭২। সংখ্যাগুলোর মোট মান কত?
উত্তর : ১২০৪
৭। ৫টি গ্রামের মোট জনসংখ্যা ১২৬০ হলে ঐ গ্রামগুলোর গড় জনসংখ্যা কত?
উত্তর : ২৫২