বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

৬২. কোন গ্রহটি ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে পরিচিত?

ক. বুধ খ. শুক্র

গ. শনি ঘ. বৃহস্পতি

উত্তর: খ. শুক্র

৬৩. কোন গ্রহের উপরিভাগ থেকে সূর্যকে কখনই দেখা যায় না?

ক. বুধ খ. শুক্র

গ. শনি ঘ. বৃহস্পতি

উত্তর: খ. শুক্র

৬৪. শুক্র গ্রহের ঘন মেঘ প্রধানত কোন উপাদান দ্বারা গঠিত?

ক. জলীয়বাষ্প খ. নাইট্রোজেন

গ. কার্বন ডাইঅক্সাইড ঘ. হাইড্রোজেন

উত্তর: গ. কার্বন ডাইঅক্সাইড

৬৫. কোন গ্রহটি ঘনমেঘে ঢাকা?

ক. শুক্র খ. বুধ

গ. নেপচুন ঘ. শনি

উত্তর: ক. শুক্র

৬৬. কোনটি শুক্র গ্রহে এসিড বৃষ্টি হওয়ার কারণ?

ক. কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘ

খ. বায়ুমন্ডলে হাইড্রোজেন ও হিলিয়ামের মিশ্রণ

গ. অধিক মিথেন ও অ্যামোনিয়া গ্যাস

ঘ. নাইট্রোজেন গ্যাসের আধিক্য

উত্তর: ক. কার্বন ডাইঅক্সাইডের ঘন মেঘ

৬৭. সূর্য এবং এর গ্রহ, উপগ্রহ, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু ও উল্কা নিয়ে একত্রে গঠিত-

ক. বিশ্বজগৎ খ. সৌরজগৎ

গ. জ্যোতিষ্কমন্ডলী ঘ. নক্ষত্রমন্ডলী

উত্তর: খ. সৌরজগৎ

৬৮. কাকে ভিত্তি করে সৌরজগতের যাবতীয় কাজকর্ম চলে?

ক. পৃথিবী খ. মহাকাশ

গ. নক্ষত্রমন্ডল ঘ. সূর্য

উত্তর: ঘ. সূর্য

৬৯. সৌরজগতের সকল গ্রহ ও উপগ্রহের নিয়ন্ত্রক হলো-

ক. নক্ষত্র খ. নীহারিকা

গ. সূর্য ঘ. গ্যালাক্সি

উত্তর: গ. সূর্য

৭০. কোনটি একটি নক্ষত্র?

ক. চন্দ্র খ. সূর্য

গ. শুক্র ঘ. পৃথিবী

উত্তর: খ. সূর্য

৭১. সূর্যের রং কী?

ক. লাল খ. নীল

গ. কমলা ঘ. হলুদ

উত্তর: ঘ. হলুদ

৭২. সূর্যের ব্যাস কত?

ক. প্রায় ১৩.৮৪ লক্ষ কি.মি.

খ. প্রায় ১২.৪০ লক্ষ কি.মি.

গ. প্রায় ১৪.৫৪ লক্ষ কি.মি.

ঘ. প্রায় ১৫.২০ লক্ষ কি.মি.

উত্তর: ক. প্রায় ১৩.৮৪ লক্ষ কি.মি.

৭৩. সূর্যের ভর কত?

ক. প্রায় ৯৯০ ১০১১ কিলোগ্রাম

খ. প্রায় ১.৯৯০ ১০১৩ কিলোগ্রাম

গ. প্রায় ১১.৯৯০ ১০১২ কিলোগ্রাম

ঘ. প্রায় ২১.৯৯০ ১০১৪ কিলোগ্রাম

উত্তর: খ. প্রায় ১.৯৯০ ১০১৩ কিলোগ্রাম

৭৪. সৌরজগতের সমস্ত জ্যোতিষ্কের মধ্যে সূর্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এর কারণ কোনটি?

ক. সূর্য সমস্ত আলো ও তাপের উৎস

খ. সূর্য সর্বাপেক্ষা বড় জ্যোতিষ্ক

গ. সূর্য সমস্ত গ্রহ থেকে দেখা যায়

ঘ. সূর্যের কারণেই দিন ও রাত হয়

উত্তর: ক. সূর্য সমস্ত আলো ও তাপের উৎস

৭৫. সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে?

ক. ৯টি খ. ১১টি

গ. ৮টি ঘ. ১০টি

উত্তর: গ. ৮টি

৭৬. সৌরজগতের কোন গ্রহে প্রাণীর অস্তিত্ব রয়েছে?

ক. পৃথিবী খ. বুধ

গ. বৃহস্পতি ঘ. মঙ্গল

উত্তর: ক. পৃথিবী

৭৭. মঙ্গল গ্রহের ব্যাস কত?

ক. ৬,৭৮৭ কি.মি খ. ৬,৫৮৭ কি.মি

গ. ৬,৮৮৭ কি.মি ঘ. ৬,৯৮৭ কি.মি

উত্তর: ক. ৬,৭৮৭ কি.মি

৭৮. সূর্য ও মঙ্গল গ্রহের মধ্যকার দূরত্ব কত কিলোমিটার?

ক. ৭.৭ কোটি কি.মি. খ. ৬.৭ কোটি কি.মি.

গ. ২২.৮ কোটি কি.মি. ঘ. ৭.৬ কোটি কি.মি.

উত্তর: গ. ২২.৮ কোটি কি.মি.

৭৯. পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব কত?

ক. ৮.৭ কোটি কিলোমিটার খ. ৭.৭ কোটি কিলোমিটার

গ. ৭.৮ কোটি কিলোমিটার ঘ. ৬.৮ কোটি কিলোমিটার

উত্তর: খ. ৭.৭ কোটি কিলোমিটার

৮০. মঙ্গল গ্রহের একটি উপগ্রহ হলো-

ক. মিরিন্ডা খ. ডিমোস

গ. টাইটান ঘ. নেরাইড

উত্তর: খ. ডিমোস

৮১. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে মঙ্গলের কত দিন সময় লাগে?

ক. ৩৬৫ দিন খ. ৬৮৭ দিন

গ. ৮০৫ দিন ঘ. ২২৫ দিন

উত্তর: খ. ৬৮৭ দিন

৮২. কোন গ্রহের ২২টি উপগ্রহ আছে?

ক. মঙ্গল খ. বৃহস্পতি

গ. শনি ঘ. ইউরেনাস

উত্তর: গ. শনি

৮৩. পৃথিবী ছাড়া কোন গ্রহে গিরিখাত ও আগ্নেয়গিরি দেখা যায়?

ক. মঙ্গল খ. নেপচুন

গ. বুধ ঘ. বৃহস্পতি

উত্তর: ক. মঙ্গল

৮৪. কোন গ্রহে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি?

ক. পৃথিবী খ. বুধ

গ. মঙ্গল ঘ. ইউরেনাস

উত্তর: গ. মঙ্গল

৮৫. মঙ্গল গ্রহ বসবাসের অনুপযোগী; কারণ-

ক. কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি

খ. সূর্যের আলো পড়ে না

গ. মোটেই পানি নেই

ঘ. অক্সিজেন নেই

উত্তর: ক. কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যন্ত বেশি

৮৬. কোন গ্রহ লালচে দেখায়?

ক. শনি খ. মঙ্গল

গ. নেপচুন ঘ. বুধ

উত্তর: খ. মঙ্গল

৮৭. মঙ্গল গ্রহের রং কী রূপ?

ক. গোলাপি খ. নীলাভ

গ. লালচে ঘ. সবুজ

উত্তর: গ. লালচে

\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে