একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
তাহারেই পড়ে মনে
৭। 'বিরচন' শব্দটি বাংলা ব্যাকরণের কোন নিয়মে সাধিত হয়েছে?
ক. সমাস খ. কারক
গ. অনুসর্গ ঘ. উপসর্গ
সঠিক উত্তর : ঘ. উপসর্গ
৮। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার আগমনের কথা বলা হয়েছে?
ক. শীত খ. মাঘ
গ. ফাগুন ঘ. চৈত্র
সঠিক উত্তর : গ. ফাগুন
৯। 'হে কবি, নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়'- চরণটিতে বর্ণিত 'ফাগুন' দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. আগুন খ. দ্বিগুণ
গ. রং ঘ. বসন্ত
সঠিক উত্তর : ঘ. বসন্ত
১০। 'অর্ঘ্য বিরচন' বলতে কী বোঝানো হয়েছে?
ক. বাসন্তিলতা বা তার ফুলকে বোঝানো হয়েছে
খ. প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্তবরণ করেছে
গ. কবি তার ব্যথাতুর হৃদয় নিয়ে বসন্তবরণ করেছেন
ঘ. কবি ভক্তরা পুষ্পের অর্ঘ্য দিয়ে বসন্ত ঋতুকে বরণ করেছে
সঠিক উত্তর : খ. প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্তবরণ করেছে
১১। নিচের কোন শব্দটি ভিন্নার্থক?
ক. পাথার খ. সমুদ্র
গ. বারিধি ঘ. বারি
সঠিক উত্তর : ঘ. বারি
১২। যখন কবি সুফিয়া কামালের জন্ম হয়, তখন বাঙালি রমণীরা কীভাবে দিন কাটাত?
ক. স্কুল-কলেজে পড়ে খ. কর্মক্ষেত্রে
গ. স্বাধীনভাবে ঘ. গৃহবন্দি অবস্থায়
সঠিক উত্তর : ঘ. গৃহবন্দি অবস্থায়
১৩। কবিতায় বর্ণিত কিসের আগমনী গানের কথা বলা হয়েছে?
ক. কাজের খ. কোকিলের
গ. বসন্তের ঘ. দিনের
সঠিক উত্তর : গ. বসন্তের
১৪। 'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' - এখানে কবির অনুভূতি-
ক. শীতের রিক্ততায় উদ্ভাসিত হয়েছে
খ. সন্ন্যাসীর মতো চলে গেছে
গ. প্রকৃতির সৌন্দর্য নিয়ে আবির্ভূত হয়েছে
ঘ. প্রকৃতির প্রতি বিরূপতার জন্ম নিয়েছে
সঠিক উত্তর : ক. শীতের রিক্ততায় উদ্ভাসিত হয়েছে
১৫। 'তাহারেই পড়ে মনে' কবিতায় নিচের যে বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়-
র. সংলাপধর্মিতা রর. নাটকীয়তা ররর. কাহিনীধর্মিতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
১৬। 'স্মরিয়া' শব্দটির অর্থ কী?
ক. স্মরণ করা খ. স্মরণ করে
গ. সরে যাওয়া ঘ. সরে পড়া
সঠিক উত্তর : খ. স্মরণ করে
১৭। মাঘ মাসকে 'সন্ন্যাসী' বলা হয়েছে কেন?
ক. রিক্ততার জন্য খ. কুয়াশার জন্য
গ. মাঘ মাস আগমনের জন্য ঘ. মাঘের শেষে বসন্ত আসে সে জন্য
সঠিক উত্তর : ঘ. মাঘের শেষে বসন্ত আসে সে জন্য
১৮। সুফিয়া কামাল কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
ক. ঢাকায় খ. চট্টগ্রামে
গ. খুলনায় ঘ. সিলেটে
সঠিক উত্তর : ক. ঢাকায়
১৯। সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কী?
ক. সৈয়দ নেহার হোসেন
খ. সৈয়দ নেয়ামত হোসেন
গ. সৈয়দ কামাল হোসেন
ঘ. সৈয়দ নেহাল রহমান
সঠিক উত্তর : ঘ. সৈয়দ নেহাল রহমান
২০। 'কুহেলি' শব্দের প্রতিশব্দগুলো হলো-
র. কুয়াশা
রর. নির্দ্বিধায় বলা
ররর. শিশির নিমজ্জিত এলাকা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : খ. র ও ররর
২১। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির কার কথা মনে পড়ে?
ক. বিগত দিনের খ. পিতার স্মৃতি
গ. প্রথম স্বামীর ঘ. কর্মজীবনের স্মৃতি
সঠিক উত্তর : গ. প্রথম স্বামীর
২২। 'রচিয়া লহ না আজ গীতি' চরণটি বর্ণিত 'রচিয়া' শব্দটি দ্বারা বোঝানো হয়েছে-
র. রচনা করা রর. সৃষ্টি করা ররর. মুক্ত করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
নিচের উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
বাংলা গানের জনপ্রিয় শিল্পী মনছুর, যিনি মানুষকে গান শুনিয়ে মুগ্ধ করতেন। কিন্তু হঠাৎ একমাত্র কন্যা আফসানার মৃতু্যতে তার গানের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়।
২৩। উদ্দীপকে বর্ণিত আফসানার মৃতু্য কোন কবিতার ভাবকে উলেস্নখ করেছে?
ক. সাম্যবাদী খ. ঐকতান
গ. তাহারেই পড়ে মনে ঘ. আঠারো বছর বয়স
সঠিক উত্তর : গ. তাহারেই পড়ে মনে
২৪। উদ্দীপক ও 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রধান হয়ে উঠেছে-
র. শোকানল রর. কষ্টানুভব ররর. আশাহীনতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
২৫। কবির ঋতুরাজকে উপেক্ষার কারণ-
ক. প্রিয়জনের মৃতু্য
খ. মানসিক ভারসাম্যহীনতা
গ. প্রিয়জনের প্রতি অভিমান
ঘ. সৌন্দর্যের প্রতি বিতৃষ্ণাবোধ
সঠিক উত্তর : ক. প্রিয়জনের মৃতু্য
২৬। 'দখিনা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল?' চরণটিতে বর্ণিত 'সমীর' শব্দ দ্বারা বোঝানো হয়েছে-
র. বাতাস রর. বায়ু ররর. নাদ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
পরবর্তী অংশ আগামী সংখ্যায়