শিক্ষার্থীদের কাছে গণিত বরাবরই একটি জটিল বিষয়। গণিতে কিভাবে ভালো করা যায় তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ভয় এবং চিন্তা লক্ষ্য করা যায়। তবে
গণিতকে ভয় না পেয়ে সঠিক ভেবে অনুশীলন করার মাধ্যমে ভালো
ফলাফল করা সম্ভব।
-গণিতে ভালো করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষযয়টি হলো এর বেসিক সম্পর্কে জানা এবং বোঝা। গণিতের বিভিন্ন মৌলিক ধারণা, যেমন- যোগ, বিয়োগ, গুন, ভাগ, সরল, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড়সংখ্যা, বিজোড় সংখ্যা ইত্যাদির মতো বেসিক বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে এবং এই বেসিক বিষয়গুলো বুঝতে কোনো সমস্যা নেই তা নিশ্চিত করতে হবে।
- গণিতের বিভিন্ন সমস্যাগুলো নিয়মিত চৎধপঃরপব করা অত্যন্ত জরুরি। গণিত বোঝা বা এর সমস্যাগুলোর সমাধান করা হলো এক ধরনের দক্ষতা যা নিয়মিত অনুশীলন করার মাধ্যমে উন্নত হয়।
- গণিত যত বেশি অনুশীলন করা যায়, সমস্যাগুলো সমাধান করার দক্ষতা ততই বৃদ্ধি পায়। এর ফলে পরবর্তীতে যেকোনো ধরনের জটিল সমস্যারও সমাধান করা সহজ হয়।
-গণিতে ভালো করার জন্য স্কুল, কলেজ বা শিক্ষকের দেওয়া ঐড়সবড়িৎশ ও অংংরমহসবহঃ গুলো করতে হবে এবং নিয়মিত তা অনুশীলনও করতে হবে।
এই ঐড়সবড়িৎশ ও অংংরমহসবহঃ গুলো দক্ষতা যাচাইয়ের জন্যই দেওয়া হয়ে থাকে। হোমওয়ার্ক ও অ্যাসাইনমেন্ট করার মাধ্যমে গনিতের দক্ষতা বা যা যা শিখানো হয়েছে তা প্রয়োগ করতে পারা যায়।
-কোনো ধরনের সমস্যা থাকলে ক্লাসে শিক্ষককে তা জিজ্ঞাসা করা খুবই গুরুত্বপূর্ণ।
কারণ সমস্যা বা প্রশ্ন থাকলে তা শিক্ষককে জিজ্ঞাসা না করলে কোনো সঠিক সমাধান পাওয়া যাবে না। এর ফলে আপনার দক্ষতায় ঘাটতি থেকে যাবে যা পরবর্তীতে গনিতে ভালো ফলাফল করার পথে অন্তরায় হবে।
-গণিতে শেখার পরিপূরক হিসেবে পাঠ্য পুস্তকের পাশাপাশি বিভিন্ন অনলাইন পস্নাটফর্ম ব্যবহার করা যায়। বর্তমান যুগে ইন্টারনেটের বদৌলতে বিভিন্ন অনলাইন পস্নাটফর্ম গড়ে উঠেছে যেখান থেকে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তকের বাইরেও শিক্ষা অর্জন করতে পারছে।
-গণিত অনুশীলনের জন্য প্রতিদিনের একটি ধারাবাহিক রুটিন তৈরি করা দরকার। যেকোনো কাজেই পূর্বপরিকল্পনা করলে বা রুটিন তৈরি করে নিলে ধারাবাহিকভাবে কাজটি শেষ করা যায় এবং এর ফলাফলও ভালো হয়।
-এৎড়ঁঢ় ঝঃঁফু করা গণিতে ভালো করার জন্য একটি ভালো উপায়। এৎড়ঁঢ় ঝঃঁফু করার মাধ্যমে আপনি গণিতের বিভিন্ন বিষয় সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারবেন এবং এর ফলে নতুন নতুন ধারণারও উদ্ভব হবে।
-ভুলগুলো খুঁজে বের করা এবং সেগুলো সংশোধন করা গণিতে ভালো করার জন্য একটি অন্যতম উপায়। গণিত অনুশীলন করার সময় আপনি যখন ভুল করবেন তখন আপনি কোথায় ভুল করেছেন, কেন ভুল হয়েছে বা কোথায় আপনার বুঝতে সমস্যা হচ্ছে এই সকল বিষয়গুলোর পর্যালোচনা করলে সমাধান করা সহজ হবে।
-গণিতে দক্ষতা বৃদ্ধির মানসিকতা ও বিভিন্ন জটিল সমস্যা সমাধানের জন্য ইতিবাচক মনোভাব রাখা খুবই গুরুত্বপূর্ণ। এই ইতিবাচক থাকাটা আপনার সাফল্যকে উলেস্নখ্যযোগ্য ভাবে প্রভাবিত করতে সহায়তা করবে।
-গণিতের ফর্মুলা অনুসরণ করে ঘরে বসেই ধারাবাহিক ভাবে সমস্যাগুলো সমাধান করতে হবে এবং এর ফলে পরীক্ষার সময় লিখার গতি বৃদ্ধি পাবে ও নির্ভুলভাবে কাজটি করা যাবে।