বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ২৮ জুলাই ২০২৪, ০০:০০
জাতীয় সংসদ

প্রশ্ন : বাংলাদেশের আইন সভা কী?

উত্তর : বাংলাদেশের আইন সভা হচ্ছে জাতীয় সংসদ।

প্রশ্ন : স্থানীয় সময় কী?

উত্তর : স্থানীয় সময় হচ্ছে গ্রিনিস মান সময় ৬+ ঘণ্টা।

প্রশ্ন : জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণে স্থান কত?

উত্তর : জাতিসংঘ শান্তি মিশনে সৈন্য প্রেরণের স্থান ২য়।

প্রশ্ন : বাংলাদেশে উপজাতি কয়টি?

উত্তর : বাংলাদেশে মোট উপজাতি ৪৮টি।

প্রশ্ন : বাংলাদেশে সংসদের মোট আসন কতটি?

উত্তর : বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন : ৩৫০টি (নির্বাচিত ৩০০টি এবং সংরক্ষিত মহিলা আসন ৫০টি)

প্রশ্ন : বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কতবার?

উত্তর : জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১১ বার।

প্রশ্ন : বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র কয়টি?

উত্তর : বাংলাদেশে আবহাওয়া কেন্দ্র ৪টি।

প্রশ্ন : বাংলাদেশে আবহাওয়া স্টেশন কয়টি?

উত্তর : বাংলাদেশে আবহাওয়া স্টেশন ৩৫টি।

প্রশ্ন : এভারেস্ট জয়ে বাংলাদেশ কততম?

উত্তর : এভারেস্ট জয়ে বাংলাদেশ ৬৭তম।

প্রশ্ন : ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যে বাংলাদেশের কয়টি স্থান রয়েছে ও কী কী?

উত্তর : ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বাংলাদেশের ৩টি স্থান রয়েছে, ১। ষাট গম্বুজ মসজিদ, ২। পাহাড়পুর বৌদ্ধ বিহার ও ৩। সুন্দরবন।

প্রশ্ন : বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি ও কী কী?

উত্তর : বাংলাদেশের প্রশাসনিক বিভাগ ৮টি। যথা :

১। ঢাকা ২। চট্টগ্রাম ৩। বরিশাল ৪। সিলেট ৫। রংপুর ৬। রাজশাহী ৭। খুলনা ৮। ময়মনসিংহ

প্রশ্ন : বাংলাদেশের সিটি করপোরেশন কয়টি?

উত্তর : বাংলাদেশে সিটি করপোরেশন ১২টি।

প্রশ্ন : বাংলাদেশে পৌরসভা কয়টি?

উত্তর : বাংলাদেশে মোট পৌরসভা ৩২৮টি।

প্রশ্ন : বাংলাদেশে উপজেলা কয়টি?

উত্তর : বাংলাদেশের মোট উপজেলা ৪৯২টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে