পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ২৮ জুলাই ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
৫২। ১ হালি = কতটি? উত্তর :৪টি ৫৩। এক ডজন কলমের দাম ৬০ টাকা হলে, এক জোড়া কলমের দাম কত? উত্তর :১০ টাকা ৫৪। ১ হালি ডিমের দাম ৩২ টাকা হলে, ৯টি ডিমের দাম কত? উত্তর :৭২ টাকা ৫৫। ১০টি কলমের দাম ৪০ টাকা হলে, এরূপ ১৫টি কলমের দাম কত? উত্তর :৬০ টাকা ৫৬। ১ ডজন কলার দাম ৩০ টাকা হলে, ৩ ডজন কলার দাম কত? উত্তর :৯০ টাকা ৫৭। ৩০ জন ছাত্র ১৫.৭৫ টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা হবে? উত্তর :৪৭২.৫ টাকা ৫৮। একটি কলমের দাম ৫ টাকা হলে, ৬৫ টাকায় কতটি কলম পাওয়া যাবে? উত্তর :১৩টি ৫৯। কোন সংখ্যার সাথে ২ যোগ করলে যোগফল ৮ ও ৯ দ্বারা বিভাজ্য হবে? উত্তর : ৭০ ৬০। দুইটি সংখ্যার গুণফল এবং একটি সংখ্যা দেওয়া থাকলে, অপর সংখ্যা নির্ণয়ের সূত্র কী? উত্তর : অপর সংখ্যা = দুইটি সংখ্যার গুণফল একটি সংখ্যা ৬১। তুহিন ১টি খাতা ১৬ টাকা দিয়ে ক্রয় করল। এক ডজন খাতা ক্রয় করতে কত টাকা লাগবে? উত্তর :১৯২ টাকা ৬২। প্রতিজনকে ১৪০ টাকা করে দিলে ১০৫০০ টাকা কতজনকে দেওয়া যাবে? উত্তর :৭৫ জনকে ৬৩। প্রথমে একটির দাম বের করে সমস্যার সমাধান করার পদ্ধতিকে কী বলে? উত্তর : ঐকিক নিয়ম ৬৪। ঐকিক নিয়মে যে রাশিটি বের করতে হবে সে রাশিটি অঙ্ক সাজানোর সময় প্রথম লাইনের কোন দিকে রাখতে হবে? উত্তর : ডানদিকে ৬৫। দুই অঙ্কের বৃহত্তম সংখ্যাকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে কত হবে? উত্তর : ৯৯০০ ৬৬। একশ লিচুর দাম ৩০০ টাকা হলে, ৭৫টি লিচুর দাম কত? উত্তর : ২২৫ টাকা ৬৭। এক ব্যক্তির দৈনিক আয় ৩৫০ টাকা, তার বার্ষিক আয় কত? উত্তর : ১২৭৭৫০ টাকা ৬৮। এক ব্যক্তির ১ দিনের আয় ১২৫ টাকা হলে, তার সাপ্তাহিক আয় কত? উত্তর : ৮৭৫ টাকা ৬৯। ঐকিক নিয়মে প্রথমে কয়টি জিনিসের দাম বের করতে হয়? উত্তর : ১টি ৭০। ১ ডজন খাতার মূল্য অপেক্ষা ১ ডজন কলমের মূল্য ১২ টাকা বেশি। একটি খাতার মূল্য ১৫ টাকা হলে, একটি কলমের মূল্য কত? উত্তর : ১৬ টাকা ৭১। ৬টি খাতার মূল্য ২৪ টাকা হলে ৩টি খাতার মূল্য বের করতে হলে প্রথমে কয়টি খাতার দাম বের করতে হবে? উত্তর :১টি ৭২। ৮টি কলার দাম ৩২ টাকা হলে, ১ হালি ২টি কলার দাম কত? উত্তর : ২৪ টাকা ৭৩। ১২ ডজন খাতার দাম ২৩০৪ টাকা। ১টি খাতার দাম কত? উত্তর : ১৬ টাকা ৭৪। মনিরের কাছে ৫৫ টাকা আছে। নয়নের কাছে মনিরের ১০ গুণ আছে। নয়নের কাছে কত টাকা আছে? উত্তর : ৫৫০ টাকা ৭৫। পুত্রের বয়সের ৫ গুণ ৮০ বছর হলে পুত্রের বয়স কত? উত্তর : ১৬ বছর ৭৬। তামিমার ৪৬২০৫১ টাকা আছে। নাসরিনের ৪০১২৬৫ টাকা আছে। কার বেশি টাকা আছে বের করতে হলে কী করতে হবে? উত্তর : তামিমার টাকা থেকে নাসরিনের টাকা বিয়োগ করতে হবে ৭৭। মীনা ও তার বন্ধুদের বয়সের সমষ্টি ৬০ বছর। তাদের বয়সের গড় ১২ বছর। মীনাসহ তার বন্ধুর সংখ্যা কতজন? উত্তর : ৫ জন ৭৮। ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত? উত্তর : ৫০ টাকা ৭৯। সংখ্যা প্রতীক কয়টি ও কী কী? উত্তর : ১০টি। যথা : ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০ ৮০। প্রক্রিয়া প্রতীক কয়টি ও কী কী? উত্তর : ৪টি। যথা : যোগ, বিয়োগ, গুণ ও ভাগ ৮১। সম্পর্ক প্রতীক কয়টি? উত্তর : ৮টি ৮২। অজানা সংখ্যা নির্দেশ করতে কোন প্রতীক ব্যবহার করা হয়? উত্তর : অক্ষর প্রতীক ৮৩। বন্ধনী প্রতীকগুলো লেখো। উত্তর : (), {}, [ ] ৮৪। বিশেষ প্রতীক বা অক্ষর প্রতীক সংবলিত গাণিতিক বাক্যকে কী বলে? উত্তর : খোলা বাক্য ৮৫। গণিতবিষয়ক এমন কোনো উক্তি যা সুনির্দিষ্ট করে সত্য না মিথ্যা বলা যায় তাকে কী বলে? উত্তর : গাণিতিক বাক্য ৮৬। কঢ৮ + ২০ - ৮ = ১০৮ এখানে 'ক'-এর মান কত? উত্তর : ১২ ৮৭। তোমার মামাবাড়ির তিনটি আমগাছ হতে ১০টি করে আম পেড়ে তোমাদের ৬ ভাই-বোনের মধ্যে সমান ভাগে ভাগ করে নিল। এর সমাধান প্রক্রিয়া কী হবে? উত্তর : (৩ঢ১০) গু ৬ ৮৮। তিনটি আমগাছের প্রত্যেকটি থেকে ৮টি করে আম পেড়ে ৪ বন্ধু সমানভাবে ভাগ করে নিল। প্রত্যেকে কয়টি করে আম পাবে - তা বের করার জন্য সমাধান প্রক্রিয়া কী হবে? উত্তর : (৩ঢ৮) গু ৪ ৮৯। (কঢ৫) ঢ ৪ = ৮০ + (৫ঢ৪) খোলা বাক্যটিতে 'ক'-এর মান কত? উত্তর : ৫ ৯০। অজানা সংখ্যা ক থেকে ১৮ বিয়োগ করলে ১২ হয়। এর সঠিক প্রকাশ কী হবে? উত্তর : ক - ১৮ = ১২ ৯১। ৩ঢক + ২ = ১৪ হলে ক-এর মান কত? উত্তর : ৪ ৯২। গ.সা.গু.-এর পূর্ণরূপ লেখো। উত্তর : গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ৯৩। ল. সা. গু. -এর পূর্ণরূপ লেখো। উত্তর : লঘিষ্ঠ সাধারণ গুণিতক ৯৪। গুণনীয়কের অপর নাম কী? উত্তর : উৎপাদক ৯৫। একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড়টিকে কী বলা হয়? উত্তর : গ.সা.গু. পরবর্তী অংশ আগামী সংখ্যায়