রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২৭ জুলাই ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

৪৮. উপগ্রহগুলো কোথা থেকে আলো ও তাপ পায়?

ক. গ্রহ থেকে খ. সূর্য থেকে

গ. নীহারিকা থেকে ঘ. ধূমকেতু থেকে

উত্তর:খ. সূর্য থেকে

৪৯. নিজস্ব আলো ও তাপশক্তি নেই-

র. নক্ষত্রগুলোর

রর. গ্রহগুলোর

ররর. উপগ্রহগুলোর

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: গ. রর ও ররর

৫০. গ্রহ রাত্রিবেলা তারার মতো মিটমিট করে জ্বলে না কেন?

র. সূর্য রাত্রিবেলা আলো দেয় না বলে

রর. নিজস্ব আলো নেই বলে

ররর. সূর্যের আলো দ্বারা আলোকিত

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: গ. রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড় এবং ৫১ ও ৫২নং প্রশ্নের উত্তর দাও:

রাতের আকাশে জুয়েল সাহেব তার সন্তানকে মিটমিট করে আলোকিত তারাগুলোকে দেখিয়ে বললেন, এগুলো হলো নক্ষত্র। এক একটি নক্ষত্র কোটি কোটি কি.মি দূরে অবস্থিত।

৫১. জুয়েল সাহেবের সন্তানকে দেখানো নক্ষত্রগুলো দিনের বেলায় চোখে পড়ে না কেন?

ক. সূর্যের চেয়ে এগুলোর আলো কম

খ. এগুলো সূর্যের চেয়ে অনেক ছোট তাই

গ. অনেক দূরবর্তী এবং সূর্যের প্রখর আলোর কারণে এদের দেখা যায় না

ঘ. দিনের বেলায় এরা অস্ত যায়

উত্তর: গ. অনেক দূরবর্তী এবং সূর্যের প্রখর আলোর কারণে এদের দেখা যায় না

৫২. আধুনিক বিজ্ঞানিগণ মহাবিশ্বে কতকগুলো নক্ষত্রের সন্ধান পেয়েছেন?

ক. ১০০ কোটিরও অধিক

খ. ২০০ কোটিরও অধিক

গ. ৩০০ কোটি

ঘ. ১০০ মিলিয়ন

উত্তর: ক. ১০০ কোটিরও অধিক

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৩ ও ৫৪ নং প্রশ্নের উত্তর দাও:

কেয়া সৌরজগৎ পড়তে গিয়ে এক বিস্ময়কর যোতিষ্কের কথা জানতে পারল। এদের একটি মাথা ও একটি লেজ আছে।

৫৩. কেয়া কোন জ্যোতিষ্কের কথা জানতে পারল?

ক. উল্কা

খ. নীহারিকা

গ. ছায়াপথ

ঘ. ধূমকেতু

উত্তর: ঘ. ধূমকেতু

৫৪. উক্ত জ্যোতিষ্কের লেজ কখন লম্বা হতে থাকে?

ক. সূর্যের কাছাকাছি আসতে থাকলে

খ. সূর্যের চারিদিকে পরিক্রমের সময়

গ. সূর্য থেকে যত দূরে যায়

ঘ. পৃথিবীর কাছাকাছি পৌঁছালে

উত্তর: ক. সূর্যের কাছাকাছি আসতে থাকলে

৫৫. সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?

ক. ৫.৫ কোটি কি.মি

খ. ৫.৬ কোটি কি.মি

গ. ৫.৭ কোটি কি.মি

ঘ. ৫.৮ কোটি কি.মি

উত্তর: ঘ. ৫.৮ কোটি কি.মি

৫৬. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধ গ্রহের কত সময় লাগে?

ক. ৫৮ দিন

খ. ৭৮ দিন

গ. ৯০ দিন

ঘ. ৮৮ দিন

উত্তর: ঘ. ৮৮ দিন

৫৭. ইউরেনাস ও নেপচুন দূরবীক্ষণ ছাড়া দেখা যায় না কেন?

ক. কম উজ্জ্বল

খ. খুব ছোট

গ. দূরত্ব বেশি

ঘ. আলো নেই

উত্তর: ক. কম উজ্জ্বল

৫৮. কোন গ্রহে বায়ুমন্ডল নেই?

ক. শনি

খ. বুধ

গ. মঙ্গল

ঘ. নেপচুন

উত্তর: খ. বুধ

৫৯. মার্কিন মহাশূন্যযান মেরিনার-১০ কত সালে বুধের ছবি পাঠায়?

ক. ১৮৭৪ সালে

খ. ১৮৯০ সালে

গ. ১৯৫৪ সালে

ঘ. ১৯৭৪ সালে

উত্তর: ঘ. ১৯৭৪ সালে

৬০. বুধের বছর কত দিনে?

ক. ৮৮ দিনের

খ. ২২৫ দিনের

গ. ৩৬৫ দিনের

ঘ. ৩৬৬ দিনে

উত্তর: ক. ৮৮ দিনের

৬১. কোন গ্রহের উপগ্রহ নেই?

ক. পৃথিবী

খ. শনি

গ. বুধ

ঘ. বৃহস্পতি

উত্তর: গ. বুধ

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে