একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ২৭ জুলাই ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
গৃহ ৮৭. রমা কোনটি বেশ জানে? ক. কী করে আপনকে পর করতে হয় খ. কী করে পরকে আপন করতে হয় গ. কী করে নিজেকে আড়াল করতে হয় ঘ. কী করে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে হয় উত্তর:খ. কী করে পরকে আপন করতে হয় ৮৮. রমা কেবল কোনটি জানে না? ক. কোন্দল খ. পরকে আপন করতে গ. প্রতিশোধ নিতে ঘ. প্রতিবাদ উত্তর:ক. কোন্দল ৮৯. কোনটি রমার কপালের দোষ? ক. বিধবা হওয়া খ. সন্তান-সন্ততি না থাকা গ. সম্পত্তি ধরে রাখতে না পারা ঘ. দেবরের বাড়ি থাকতে না পারা উত্তর:ঘ. দেবরের বাড়ি থাকতে না পারা ৯০. 'গৃহ' প্রবন্ধের লেখিকা কী দেখতে গিয়েছিলেন? ক. একটি রাজবাড়ি খ. একটি সুবিশাল প্রাচীর গ. একটি প্রাচীন বাড়ি ঘ. একটি সুরম্য অট্টালিকা উত্তর: ক. একটি রাজবাড়ি ৯১. 'গৃহ' প্রবন্ধের রাজবাড়িটি কবি-বর্ণিত কীসের ন্যায় মনোহর? ক. আত্মার খ. তটিনীর গ. বারিধির ঘ. অমরাবতীর উত্তর: ঘ. অমরাবতীর ৯২. 'গৃহ' প্রবন্ধের রাজবাড়িটির বৈঠকখানা কিসে ঝলমল করছে? ক. মূল্যবান সাজসজ্জায় খ. সূর্যের আলোর প্রতিফলনে গ. বিবিধ কাচের সামগ্রীতে ঘ. নানান রকম ঝিলিক বাতিতে উত্তর: ক. মূল্যবান সাজসজ্জায় ৯৩. রাজবাড়িটির বৈঠকখানায় কয়টি রজত আসন ছিল? ক. ৫/৬টি খ. ৫/৭টি গ. ৬/৭টি ঘ. ৭/৮টি উত্তর: খ. ৫/৭টি ৯৪. রাজবাড়িতে রানির ঘরে কী কী সাজসজ্জা আছে? ক. টেবিল, টিপাই, খাট খ. টেবিল, টিপাই, চেয়ার গ. টেবিল, সোফা, চেয়ার ঘ. টেবিল, দোলনা উত্তর: খ. টেবিল, টিপাই, চেয়ার ৯৫. রাজা কোনো কালে রানির কক্ষগুলোতে পদার্পণ করেছেন বলে চেয়ার ও বোধ হয়নি কেন? ক. কক্ষগুলো অগোছালো ছিল বলে খ. সেখানে দামি সাজ-সরঞ্জাম ছিল না বলে গ. কক্ষগুলোতে মাকড়সা জাল বুনেছিল বলে ঘ. কক্ষের সাজসজ্জায় ধুলোর স্তর পড়েছে বলে উত্তর: ঘ. কক্ষের সাজসজ্জায় ধুলোর স্তর পড়েছে বলে ৯৬. কাকে দেখে লেখক হতাশ হয়েছিলেন? ক. রাজাকে খ. উজিরকে গ. রানিকে ঘ. নাজিরকে উত্তর: গ. রানিকে ৯৭. 'গৃহ' প্রবন্ধে রানি দেখতে কেমন ছিলেন? ক. শ্যামবর্ণ খ. স্থূলকায় গ. পরমা সুন্দরী ঘ. বয়স্ক উত্তর: গ. পরমা সুন্দরী ৯৮. পরমা সুন্দরী রানি কোন বয়সি ছিল? ক. বালিকা খ. কিশোরী গ. যুবতী ঘ. মধ্যবয়সি উত্তর: ক. বালিকা ৯৯. রানির পরিধানের লালপেড়ে ধুতিটি কোথাকার ছিল? ক. তুর্কি খ. বিলাতি গ. পারস্য ঘ. রোমান উত্তর: খ. বিলাতি ১০০. 'গৃহ' প্রবন্ধে রানির মাথার কেশ কেমন ছিল? ক. দীর্ঘকায় খ. যৎসামান্য গ. ঘন কালো ঘ. রুক্ষ ও জটা উত্তর: ঘ. রুক্ষ ও জটা তাহারেই পড়ে মনে ১। নিচের কোন বানানটি শুদ্ধ? ক. ভুষন খ. ভূশন গ. ভুশন ঘ. ভূষণ সঠিক উত্তর : ঘ. ভূষণ ২। 'কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি-ক্ষীণ দুয়ার গেছে খুলি?' কবির এ উক্তির কারণ কী? ক. অলসতা খ. নিস্পৃহতা গ. উদাসীনতা ঘ. অনাসক্ততা সঠিক উত্তর : গ. উদাসীনতা ৩। 'কেয়ার কাঁটা' সুফিয়া কামালের কোন ধরনের রচনা? ক. উপন্যাস খ. কাব্য গ. ভ্রমণকাহিনী ঘ. স্মৃতিকথা সঠিক উত্তর : খ. কাব্য ৪। 'মাঘের সন্ন্যাসী' বলতে কাকে বোঝানো হয়েছে? ক. শীতকালকে খ. বসন্তকালকে গ. কবি হৃদয়কে ঘ. কবিভক্ত হৃদয়কে সঠিক উত্তর : ক. শীতকালকে নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও : বর্ষাকাল প্রকৃতিতে এক অনিন্দ্য সুন্দর পরিবেশ তৈরি করে। চারদিকে পানির মৃদু আওয়াজ, জলের স্রোতে ময়লা-আবর্জনার পরিবেশ হয় নির্মল, মানুষের মাঝে শৌখিনতা বিরাজ করে। ৫। উদ্দীপকে বর্ণিত 'বর্ষাকাল' 'তাহারেই পড়ে মনে' কবিতার কোন ঋতুর প্রতিনিধিত্ব করেছে? ক. হেমন্তকাল খ. বসন্তকাল গ. শীতকাল ঘ. বর্ষাকাল সঠিক উত্তর : খ. বসন্তকাল ৬। বর্ষাকালের সঙ্গে বসন্তকালের মিল খুঁজে পাওয়া যায় যেভাবে- র. আনন্দ প্রদানে রর. মানুষের মনে সিক্ততার প্রভাবে ররর. বিরহবোধে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : ক. র ও রর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়