জানার আছে অনেক কিছু

প্রকাশ | ২৭ জুলাই ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন: জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের সদর দপ্তরের ঠিকানা হলো- উত্তর: ৭৬০ টহরঃবফ ঘধঃরড়হং চষধুধ, ঘবি ণড়ৎশ ঈরঃু, ঘণ ১০০১৭, টঝঅ প্রশ্ন: জাতিসংঘের ওয়েবসাইট- উত্তর: যঃঃঢ়://িি.িঁহ.ড়ৎম/ প্রশ্ন : বাংলাদেশের আয়তন কত? উত্তর : আয়তন : ১,৪৭,৫৭০ বর্গ কিমি প্রশ্ন : বাংলাদেশের নামকরণ কত তারিখে হয়? উত্তর : বাংলাদেশ নামকরণ করা হয় ১৯৬৯ সালের ৫ ডিসেম্বর প্রশ্ন : বাংলাদেশের রাষ্ট্রীয় নাম কী? উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (ঞযব ঢ়বড়ঢ়ষব'ং জবঢ়ঁনষরপ ড়ভ ইধহমষধফবংয). প্রশ্ন : বাংলাদেশে কত তারিখে বিজয় লাভ করে? উত্তর : বাংলাদেশে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস লাভ করে। প্রশ্ন : বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করা হয় কত তারিখে? উত্তর : বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করা হয় ২৬ মার্চ ১৯৭১ সালে। প্রশ্ন : বাংলাদেশ কোন দেশের সাথে স্বাধীনতা লাভ করে? উত্তর : বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাকিস্তানের কাছ থেকে। প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে কত তারিখে? উত্তর : বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর (২৯তম অধিবেশনে)। প্রশ্ন : বাংলাদেশের রাজধানীর নাম কী? উত্তর : বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। প্রশ্ন : বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম কী? উত্তর : বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর নাম চট্টগ্রাম। প্রশ্ন : বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম কী? উত্তর : বাংলাদেশের রাষ্ট্রভাষার নাম : বাংলা (৯৮ শতাংশ)। প্রশ্ন : বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও অন্যান্য ধর্মের হার কত? উত্তর : সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় : মুসলিম (৯০.৩৯%), হিন্দু (৮.৫৪%), বৌদ্ধ (০.৬২%), খ্রিষ্টান (০.৩১%) ও অন্যান্য (০.১৪%)। প্রশ্ন : বাংলাদেশের সরকার পদ্ধতি কী? উত্তর : সরকার পদ্ধতি হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার।