পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ২৭ জুলাই ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
১। যে সংখ্যাটি দ্বারা অন্য সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর : গুণক ২। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কী পাওয়া যায়? উত্তর : গুণফল ৩। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কী বলে? উত্তর : গুণ্য ৪। কী করলে দুইটি রাশির গুণফলের পরিবর্তন হয় না? উত্তর : গুণ্য ও গুণক পরস্পর স্থান বিনিময় করলে ৫। কোনো সংখ্যাকে '০' (শূন্য) দ্বারা গুণ করলে গুণফল কী হবে? উত্তর : শূন্য (০) ৬। গুণফল নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর :গুণফল = গুণ্য ী গুণক ৭। গুণ্য নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর :গুণফল / গুণক ৮। গুণক নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর :গুণফল / গুণ্য ৯। ৪৩৭ কে ২৩৫ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উত্তর :১০২৬৯৫ ১০।গুণ্য ৭ এবং গুণফল ২১ হলে গুণক কত? উত্তর : ৩ ১১। গুণক ৩ এবং গুণফল ২৪ হলে গুণ্য কত? উত্তর :৮ ১২।কোন সংখ্যাকে কত দ্বারা গুণ করলে গুণফল একই থাকে? উত্তর :১ দ্বারা ১৩।১টি বইয়ের দাম ৪০ টাকা হলে, ৫টি বইয়ের দাম কী করে বের করতে হবে? উত্তর : গুণ করে ১৪।তিন অঙ্কবিশিষ্ট গুণক দ্বারা কয়টি ধাপে গুণ করতে হয়? উত্তর : ৩টি ধাপে ১৫।এমন তিনটি সংখ্যা বের করো যাদের গুণফল ও যোগফল সমান। উত্তর :১, ২ ও ৩ ১৬।৫০ কে ০ (শূন্য) দ্বারা গুণ করে গুণফলের সাথে ১০ যোগ করলে যোগফল কত হবে? উত্তর :১০ ১৭।১১১২ কে ৯৯ দ্বারা গুণ করলে গুণফল কত হবে? উত্তর : ১১০০৮৮ ১৮।৯৯৯৯ ী ৪০০ কে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য সঠিক প্রকাশ কী? উত্তর :(১০০০০ - ১) ী৪০০ ১৯। ৪৩৭ ী২৩৫ = ১০২৬৯৫ হলে, গুণ্য কোনটি? উত্তর : ৪৩৭ ২০। ২৪৫৬ ী২৯৩ = ৭১৯৬০৮ হলে, গুণফল কোনটি? উত্তর :৭১৯৬০৮ ২১। ৩৬৫ী২১৬ = ৭৮৮৪০ হলে, গুণক কোনটি? উত্তর :২১৬ ২২। একটি বইয়ে ১৪৪টি পৃষ্ঠা আছে। এরূপ ২৫টি বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? উত্তর : ৩৬০০ ২৩।গুণ্য ৭০ এবং গুণক ১০ হলে, গুণফল কত? উত্তর :৭০০ ২৪। গুণ্য তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত? উত্তর : ৯৯৯০০ ২৫। এক রিমে ৫০০ তা কাগজ আছে। ৩০০টি রিমে কত তা কাগজ থাকবে? উত্তর : ১৫০০০০ তা কাগজ ২৬।নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর :ভাজ্য = (ভাজক ী ভাগফল) + ভাগশেষ ২৭।ভাজ্য কাকে বলে? উত্তর :যে সংখ্যাকে ভাগ করা হয়, তাকে ভাজ্য বলে। ২৮। যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়, তাকে কী বলে? উত্তর :ভাজক ২৯। নিঃশেষে বিভাজ্য না হলে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ভাজক = (ভাজ্য ভাগশেষ) ভাগফল ৩০। নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ভাগফল = (ভাজ্য ভাগশেষ) ভাজক ৩১। নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজক নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর :ভাজক = ভাজ্য ভাগফল ৩২।নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ভাগফল = ভাজ্য ভাজক ৩৩।নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লেখো। উত্তর : ভাজ্য = ভাজক ভাগফল ৩৪।ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়? উত্তর : ভাগফল ৩৫।ভাগশেষ কত হলে নিঃশেষে বিভাজ্য হয়? উত্তর :০ (শূন্য) হলে ৩৬।কোনো ভাগ অঙ্কে ভাজক ৫, ভাগফল ৯, ভাগশেষ ৪ হলে, ভাজ্য কত? উত্তর : ৪৯ ৩৭।পাঁচ অঙ্কেও ক্ষুদ্রতম সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? উত্তর :২০০০ ৩৮।৯০৯০ কে ১০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? উত্তর :৯০৯ ৩৯।৮৩০৯০ কে কত দিয়ে ভাগ করলে ভাগশেষ ৯০ হবে? উত্তর :২০ ৪০।একটি সংখ্যার তিনগুণ ৩০ হলে, সংখ্যাটি কত? উত্তর :১০ ৪১। কোনো সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? উত্তর :১ ৪২। ভাজক ভাগশেষের দ্বিগুণ, ভাগশেষ ৮ হলে ভাজক = কত? উত্তর :১৬ ৪৩। ভাজক ১০, ভাগফল ১০ এবং ভাগশেষ ১ হলে ভাজ্য কত? উত্তর :১০১ ৪৪।দুইটি সংখ্যার গুণফল ৯২১৬। একটি সংখ্যা ৭২ হলে, অপর সংখ্যাটি কত? উত্তর : ১২৮ ৪৫। নির্দিষ্ট অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে দশমিক বিন্দু কত বামে সরবে? উত্তর :ক্ষুদ্রতম সংখ্যাটিতে যতটি অঙ্ক থাকে ৪৬।৮৩৬৮ কে ১৬ দ্বারা ভাগ করলে ভাগফল নিচের কোনটি? উত্তর :৫২৩ ৪৭।দুইটি সংখ্যার গুণফল ও এদের একটি সংখ্যা জানা থাকলে অপরটি কীভাবে পাওয়া যাবে? উত্তর :ভাগ প্রক্রিয়ায় ৪৮।দুইটি সংখ্যার গুণফল ৮৯২০০। একটি সংখ্যা ১০০ হলে, অপরটি কত? উত্তর :৮৯২ ৪৯। দুইটি সংখ্যার গুণফল ২৫৬, একটি সংখ্যার ৪ গুণ ১৬ হলে, অপরটি কত? উত্তর : ৬৪ ৫০। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য লেখো। উত্তর :১ ৫১।১ ডজন = কতটি? উত্তর :১২টি হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়