দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
২১. কোন জ্যোতিষ্কের মহাকর্ষ বল অত্যন্ত বেশি? ক. নীহারিকা খ. পালসার গ. কৃষ্ণবামন ঘ. ধূমকেতু উত্তর:গ. কৃষ্ণবামন ২২. কৃষ্ণবামনের মহাকর্ষ বল অত্যন্ত বেশি হওয়ার কারণ কী? ক. ঘনত্ব খুব বেশি খ. ঘনত্ব কম গ. চৌম্বকত্ব বেশি ঘ. মাধ্যাকর্ষণ শক্তি বেশি উত্তর:ক. ঘনত্ব খুব বেশি ২৩. চন্দ্রকে নক্ষত্র বলা যায় না কেন? ক. এর নিজস্ব আলো না থাকায় খ. এটি ক্ষুদ্রাকৃতির হওয়ায় গ. এটি নিজস্ব কক্ষপথে ঘুরার কারণে ঘ. এর নিজস্ব অক্ষে আবর্তনের জন্য উত্তর:ক. এর নিজস্ব আলো না থাকায় ২৪. পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্ব কোন এককে মাপা হয়? ক. কিলোমিটারে খ. মিটারে গ. আলোকবর্ষে ঘ. আলোক সেকেন্ডে উত্তর:গ. আলোকবর্ষে ২৫. প্যাটার্ন বা আকৃতিতে নক্ষত্রদলকে বলা হয়- ক. নক্ষত্র খ. জ্যোতিষ্ক গ. নক্ষত্রমন্ডলী ঘ. গ্রহাণুপুঞ্জ উত্তর:গ. নক্ষত্রমন্ডলী ২৬. ঙৎরড়হ শব্দের বাংলা অর্থ কী? ক. ক্যাসিওপিয়া খ. কালপুরুষ গ. লঘুসপ্তর্ষি ঘ. এরিডানাস উত্তর: খ. কালপুরুষ ২৭. বৃহৎ কুক্কুরমন্ডল একটি- ক. গ্যালাক্সি খ. নক্ষত্রমন্ডলী গ. ছায়াপথ ঘ. গ্রহাণুপুঞ্জ উত্তর:খ. নক্ষত্রমন্ডলী ২৮. মহাকাশে কোটি কোটি নক্ষত্র, ধূলিকণা এবং বিশাল বাষ্পকুন্ড নিয়ে যে জ্যোতিষ্ক মন্ডলীর দল সৃষ্টি হয়েছে তাকে কী বলে? ক. গ্যালাক্সি খ. লঘুসপ্তর্ষি গ. উল্কাপিন্ড ঘ. ছায়াপথ উত্তর:ক. গ্যালাক্সি ২৯. ধূমকেতুকে ইংরেজিতে কী বলা হয়? ক. গবঃবড়ৎ খ. ঙৎরড়হ গ. ঈড়সবঃ ঘ. ঝঃধৎ উত্তর:গ. ঈড়সবঃ ৩০. 'কমেট' কোন শব্দ? ক. ল্যাটিন শব্দ খ. গ্রিক শব্দ গ. ইংরেজি শব্দ ঘ. রাশিয়ান শব্দ উত্তর:খ. গ্রিক শব্দ ৩১. কিসের একটি মাথা ও একটি লেজ আছে? ক. উল্কার খ. ছায়াপথের গ. ধূমকেতুর ঘ. গ্যালাক্সির উত্তর:গ. ধূমকেতুর ৩২. মহাকর্ষ বলের প্রভাবে মহাকাশে কতকগুলো জ্যোতিষ্ক সূর্যের চারদিকে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথে পরিভ্রমণ করে। এদের নিজেদের কোনো আলো ও তাপ নেই। এগুলোকে কী বলে? ক. জ্যোতিষ্ক খ. গ্রহ গ. উপগ্রহ ঘ. নক্ষত্র উত্তর:খ. গ্রহ ৩৩. কিসের প্রভাবে গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়? ক. অভিকর্ষ বল খ. আকর্ষণ বল গ. মহাকর্ষ বল ঘ. সূর্যের আকর্ষণ বল উত্তর:গ. মহাকর্ষ বল ৩৪. মহাকর্ষ বলের প্রভাবে গ্রহগুলো কাকে ঘিরে আবর্তিত হয়? ক. পৃথিবী খ. চন্দ্র গ. জ্যোতিষ্ক ঘ. সূর্য উত্তর:ঘ. সূর্য ৩৫. ছায়াপথকে বিজ্ঞানীরা কেমন অনুমান করেন? ক. উপবৃত্তাকার মন্ডল খ. সর্পিলাকার মন্ডল গ. সরলরৈখিক মন্ডল ঘ. চক্রকার মন্ডল উত্তর:ঘ. চক্রকার মন্ডল ৩৬. সৌরজগৎ কিসের অন্তর্ভুক্ত? ক. ছায়াপথের খ. কালপুরুষের গ. পৃথিবীর ঘ. গ্যালাক্সির উত্তর:ক. ছায়াপথের ৩৭. মহাশূন্যে জড় পিন্ডগুলো মাধ্যাকর্ষণ বলের আকর্ষণে প্রচন্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে- একে কী বলে? ক. ছায়াপথ খ. নীহারিকা গ. উল্কা ঘ. ধূমকেতু উত্তর:গ. উল্কা ৩৮. আকাশে উল্কাপিন্ড প্রজ্বলিত হওয়ার কারণ কী? ক. বায়ুর সাথে সংঘর্ষ খ. গ্রহের সাথে সংঘর্ষ গ. তারার সাথে সংঘর্ষ ঘ. উপগ্রহের সাথে সংঘর্ষ উত্তর:ক. বায়ুর সাথে সংঘর্ষ ৩৯. উল্কাকে ইংরেজিতে কী বলে? ক. ঙৎরড়হ খ. ঈধংংরড়ঢ়বরধ গ. গবঃবড়ৎ ঘ. ঈড়সবঃ উত্তর:গ. গবঃবড়ৎ ৪০. রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় নক্ষত্র খসে পড়তে দেখা যায়। এগুলো আসলে কী? ক. উল্কা খ. ছায়াপথ গ. নীহারিকা ঘ. তারকা উত্তর:ক. উল্কা ৪১. যে জ্যোতিষ্ক কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায় তাকে কী বলে? ক. ছায়াপথ খ. উল্কা গ. কালপুরুষ ঘ. ধূমকেতু উত্তর:ঘ. ধূমকেতু ৪২. ধূমকেতু কী? ক. জ্যোতিষ্ক খ. সৌরজগৎ গ. গ্রহ ঘ. নক্ষত্র উত্তর:ক. জ্যোতিষ্ক ৪৩. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি? ক. চাঁদ খ. ক্যাসিওপিয়া গ. টাইটান ঘ. লঘুসপ্তর্ষি উত্তর:ক. চাঁদ ৪৪. কোন গ্রহের উপগ্রহের সংখ্যা বেশি? ক. বৃহস্পতি খ. শনির গ. মঙ্গল ঘ. ইউরেনাস উত্তর:ক. বৃহস্পতি ৪৫. কোন দু'টি গ্রহের উপগ্রহ নেই? ক. বুধ ও শুক্র খ. শুক্র ও শনি গ. বুধ ও বৃহস্পতি ঘ. শুক্র ও ইউরেনাস উত্তর:ক. বুধ ও শুক্র ৪৬. সৌরজগতে গ্রহ কয়টি? ক. ৮টি খ. ১০টি গ. ১১টি ঘ. ১২টি উত্তর:ক. ৮টি ৪৭. মহাকর্ষ বলের প্রভাবে কিছু কিছু জ্যোতিষ্ক গ্রহকে ঘিরে আবর্তিত হয়, এদের কী বলে? ক. ধূমকেতু খ. উপগ্রহ গ. নীহারিকা ঘ. গ্যালাক্সি উত্তর:খ. উপগ্রহ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়