একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ২৬ জুলাই ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
গৃহ ৬২. পরিবারের প্রধান পুরুষটি পরিবারের অন্যান্য লোকদের কী মনে করেন? ক. চাকর খ. আশ্রিতা গ. কর্মচারী ঘ. সহযোগী উত্তর:খ. আশ্রিতা ৬৩. মালদহে লেখক যে বাড়িতে যাতায়াত করেছেন তার গৃহস্বামী কে ছিলেন? ক. কলিম খ. শরাফত গ. হাশেম ঘ. মতিউর উত্তর: ক. কলিম ৬৪. কলিমের স্ত্রীকে প্রাবন্ধিক কখনো কেমন দেখেননি? ক. বিষণ্নমুখী খ. চিন্তাক্লিষ্ট গ. প্রফুলস্নমুখী ঘ. গোমড়ামুখো উত্তর:গ. প্রফুলস্নমুখী ৬৫. 'গৃহ' প্রবন্ধে কলিমের স্ত্রীর মুখখানি কেমন ছিল? ক. ম্স্নান খ. প্রফুলস্ন গ. উজ্জ্বল ঘ. চিন্তাক্লিষ্ট উত্তর:ক. ম্স্নান ৬৬. কার ম্স্নান মুখ দেখে লেখকের মনে সহানুভূতি জাগধত হতো? ক. খদিজার খ. কলিমের স্ত্রীর গ. জমিলার ঘ. শরাফতের স্ত্রীর উত্তর:খ. কলিমের স্ত্রীর ৬৭. জায়গা জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ থাকলেও রহমান মিয়া বিপদে প্রতিবেশীর বাড়িতে ছুটে যান। নিচের কোন চরিত্রটি রহমান মিয়া চরিত্রের বিপরীত? ক. জমিলা খ. খদিজা গ. কলিম ঘ. রামসুন্দরী উত্তর:গ. কলিম ৬৮. কলিমের পত্নী কার সঙ্গে দেখা করতে পারেন না? ক. মাতা খ. শ্বশুর গ. পুত্রবধূ ঘ. ভগ্নী উত্তর:ঘ. ভগ্নী ৬৯. কলিমের স্ত্রী আপন বোনের সাথে দেখা করতে পারে না কেন? ক. বোনের সঙ্গে সাক্ষাতে অনাগ্রহ খ. স্বামীর কঠোর নিষেধ থাকায় গ. স্বামীর বিরাগভাজন হওয়ার ভয়ে ঘ. বোনের সঙ্গে সম্পর্ক খারাপ থাকায় উত্তর: গ. স্বামীর বিরাগভাজন হওয়ার ভয়ে ৭০. 'হায়! বাটী যে কলিমের! তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না!' -কলিমের এই বৈশিষ্ট্যে কীরূপ মনোভাব প্রকাশ পেয়েছে? ক. উদারতার প্রকাশ খ. হিংসাত্মক মনোভাব গ. আধিপত্য প্রতিষ্ঠা ঘ. ক্রোধের বহিঃপ্রকাশ উত্তর: গ. আধিপত্য প্রতিষ্ঠা ৭১. কার বাড়িতে কলিম পত্নীর প্রবেশ নিষেধ? ক. হাশেমের খ. সলিমের গ. শ্বশুরের ঘ. শরাফতের উত্তর:খ. সলিমের ৭২. কলিমের স্ত্রীর কীসের অভাব নেই? ক. সুখের খ. ফার্নিচারের গ. চাহিদার ঘ. অলংকারের উত্তর:ঘ. অলংকারের ৭৩. 'গৃহ' প্রবন্ধে পিতৃমাতৃহীনা ছিল কার স্ত্রী? ক. কলিমের খ. আলমের গ. হাশেমের ঘ. শরাফতের উত্তর: ক. কলিমের ৭৪. কলিমের স্ত্রীর বোন কয়জন? ক. এক খ. দুই গ. তিন ঘ. চার উত্তর:ক. এক ৭৫. অলংকার কলিমের পিতৃমাতৃহীনা স্ত্রীর কীসের যন্ত্রণা ভোলাতে পারে না? ক. সন্তান বিচ্ছেদ খ. পিতামাতার বিচ্ছেদ গ. স্বামীর নির্যাতন ঘ. একমাত্র ভগ্নীর বিচ্ছেদ উত্তর:ঘ. একমাত্র ভগ্নীর বিচ্ছেদ ৭৬. 'অলংকার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে?' -লেখিকার এমন প্রশ্নের কারণ কী? ক. নারীর প্রতি সহানুভূতি খ. পুরুষের প্রতি প্রবল ঘৃণা গ. নারীকে বিদ্রোহী করে তোলা ঘ. পুরুষের আধিপত্য নির্মূল করা উত্তর:ক. নারীর প্রতি সহানুভূতি ৭৭. 'গৃহ' প্রবন্ধে কার সতিন ছিল বলে শোনা যায়? ক. খদিজার খ. হসিনার গ. কলিমের স্ত্রীর ঘ. সলিমের স্ত্রীর উত্তর:গ. কলিমের স্ত্রীর ৭৮. কলিমের স্ত্রীর অন্ন, বস্ত্র বা অলংকার থাকার পরেও তার নিকট গৃহ শান্তি-নিকেতন বোধ হতে পারে না কেন? ক. সহনশীলতার অভাব খ. পারিপার্শ্বিক পরিবেশের প্রভাব গ. প্রত্যাশা ও প্রাপ্তির অসামঞ্জস্যতা ঘ. স্বামীর আধিপত্যবাদ ও স্বীয়স্বাধীনতা খর্ব উত্তর:ঘ. স্বামীর আধিপত্যবাদ ও স্বীয়স্বাধীনতা খর্ব ৭৯. 'গৃহ' প্রবন্ধে বিধবা ছিলেন কে? ক. জমিলা খ. খদিজা গ. হসিনা ঘ. রামসুন্দরী উত্তর:ঘ. রামসুন্দরী ৮০. 'গৃহ' প্রবন্ধে প্রভূত সম্পত্তি আছে কার? ক. জমিলার স্বামীর খ. রমাসুন্দরীর স্বামীর গ. শরাফত উকিলের ঘ. কলিমের ভায়রা ভাইয়ের উত্তর: খ. রমাসুন্দরীর স্বামীর ৮১. রমাসুন্দরীর স্বামীর প্রভূত সম্পত্তি ছাড়া আরও কী আছে? ক. বিশাল পুকুর খ. চারটি তেলের মিল গ. দুই চারটি পাকা বাড়ি ঘ. দুইটি পাটকল উত্তর: গ. দুই চারটি পাকা বাড়ি ৮২. কে এখন রমাসুন্দরীর স্বামীর সকল সম্পত্তির অধীশ্বর? ক. রমার শ্বশুর খ. রমার ননদ গ. রমার দেবর ঘ. রমার স্বামীর ভগ্নিপতি উত্তর:গ. রমার দেবর ৮৩. স্বামীর মৃতু্যর পর স্বর্ণার স্বামীর সকল সম্পত্তি দখল করেছে স্থানীয় প্রভাবশালী মাতবর আক্কাস- এখানে স্বর্ণা 'গৃহ' প্রবন্ধের কার প্রতিনিধি? ক. জমিলা খ. রমা গ. হসিনা ঘ. খাদিজা উত্তর:খ. রমা ৮৪. রমার দেবর রমাকে কী দানে কুণ্ঠিত? ক. জমিজমা খ. অর্থসম্পদ গ. পাকা বাড়ি ঘ. একমুঠো অন্ন ও আশ্রয় উত্তর:ঘ. একমুঠো অন্ন ও আশ্রয় ৮৫. রমার দেবর রমাকে একমুঠো অন্ন ও আশ্রয়দানে কুণ্ঠিত কেন? ক. হিংসার বশবর্তী হয়ে খ. জিঘাংসা চরিতার্থ করতে গ. তার নিজের অভাব থাকায় ঘ. নারীর প্রতি তুচ্ছ মনোভাবে উত্তর:ঘ. নারীর প্রতি তুচ্ছ মনোভাবে ৮৬. রমার স্বামীর সম্পদ থেকে রমাকে বঞ্চিত করার মাধ্যমে তার দেবরের কোন চরিত্র ফুটে উঠেছে? ক. মানবতাবাদী খ. আধিপত্যবাদী গ. সুবিধাবাদী ঘ. দ্বি-মুখী নীতি উত্তর:খ. আধিপত্যবাদী হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়