শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলা

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২৬ জুলাই ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলা

মূল শব্দ - বিপরীত শব্দ

বন্ধু - শত্রম্ন

বুদ্ধিমান - বোকা

ভরা - খালি

মৃতু্য - জন্ম

মূর্খ - জ্ঞানী

মুক্ত - বন্ধ

মৌন - মুখর

যশ - অপযশ

যুদ্ধ - শান্তি

শত্রম্ন - মিত্র

সরব - নীরব

শুকনো - ভেজা

সুন্দর - অসুন্দর

সন্ধ্যা - সকাল

স্বপ্ন - বাস্তব

সুনাম - দুর্নাম

সাফল্য - ব্যর্থতা

সুশৃঙ্খল - বিশৃঙ্খল

সাধু - ভন্ড

সরল - কঠিন

সুখ - দুঃখ

সুবুদ্ধি - কুবুদ্ধি

স্বাধীন - পরাধীন

স্বাদ - বিস্বাদ

স্বাধীনতা - পরাধীনতা

সংখ্যাগরিষ্ঠ - সংখ্যালঘিষ্ঠ

সমার্থক শব্দ

অন্ধকার - তিমির, তমসা, আঁধার।

আধুনিক - বর্তমান কালের, সাম্প্রতিক, নব্য।

আকাশ - গগন, আসমান, অম্বর, নভঃ।

গৃহ - ঘর, আবাস, বাড়ি, নিবাস।

গাছ - বৃক্ষ, শাখী, মহীরূহ, তরু।

ধরণী - ধরিত্রী, ধরা, বসুধা, বসুন্ধরা, জগৎ, ভুবন, পৃথিবী।

নদী - তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিণী, নির্ঝরিণী।

পাহাড় - পর্বত, শৈল, গিরি।

বৃষ্টি - বর্ষণ, বারিধারা, ধারাপাত।

বায়ু - বাতাস, অনিল, পবন, সমীরণ।

মাটি - মৃত্তিকা, ভূমি, জমি।

রাত্রি - রাত, রজনী, নিশা, যামিনী, শর্বরী।

শিক্ষক - গুরু, ওস্তাদ, পন্ডিতজি।

সিন্ধু - সাগর, সমুদ্র, দরিয়া।

সূর্য - তপন, রবি, দিবাকর, প্রভাকর।

হাত - হস্ত, পাণি, কর, বাহু

ইঙ্গিত - ইশারা, সংকেত।

হরিণ - মৃগ, কুরঙ্গ।

যুদ্ধ - লড়াই, সংগ্রাম, সমর, রণ, বিগ্রহ।

পত্র - চিঠি, লিপি।

স্বাদ - আস্বাদ, রস গ্রহণ, রসনা।

ফুসরত - অবসর, অবকাশ, ছুটি।

জল - পানি, বারি, নীর, সলিল।

চমৎকার - ভালো, চমকপ্রদ, বিস্ময়কর, মনোহর।

গ্রাম - পাড়াগাঁ, পলস্নী।

শান্ত - শিষ্ট, ধীর, স্থির, নম্র, বিনয়ী।

বন - জঙ্গল, বনানী, কানন, অটবী।

কথা - বচন, বুলি, ভাষা, উক্তি।

বৃক্ষ - গাছ, শাখী, মহীরূহ, ভর

পক্ষী- পাখি, বিহগ, খগ, খেচর, বিহঙ্গ

লোকালয়- জনপদ, বসতি

রাজস্ব - খাজনা, রাজকর

উদগ্রীব - ব্যগ্র, খুব আগ্রহী

শক্তিশালী - শক্তি আছে এমন, বলবান

ইচ্ছা - খুশি, মর্জি, অভিলাষ, বাসনা

আম - আম্র, চূত

বৃষ্টি - বর্ষণ, বারিধারা, ধারাপাত

খবর - সংবাদ, বার্তা, সন্দেশ, তথ্য, সমাচার

তফাত - পার্থক্য, ব্যবধান, দূরত্ব

নোংরা- আবর্জনা, ময়লা, জঞ্জাল

জল- পানি, বারি

তেষ্টা- পিপাসা, তৃষ্ণা

যুক্তবর্ণগুলো বিভাজন করে বাক্য প্রয়োগ করো :

ক্ল= ক+ল (আরিফ ক্লাসে দুষ্টমি করে।)

ক্ত= ক+ত (হাত কেটে রক্ত পড়ছে।)

ক্ব= ক+ব (ফলটি বেশ পরিপক্ব।)

ক্ষ= ক+ ষ (ছেলেটিকে ক্ষমা করে দিন।)

ক্স= ক+ স (রহিম কক্সবাজার যাবে।)

ঙ্ক= ঙ+ক (ছেলেটি অঙ্কে কাঁচা।)

ঙ্গ= ঙ+গ (কামাল বাবার সঙ্গে বাড়ি যাচ্ছে।)

চ্ছ্ব= চ+ছ+ব (তারা খেলায় জিতে উচ্ছ্বাস প্রকাশ করছে।)

জ্ঞ= জ+ ঞ (বিজ্ঞান আমাদের জীবন সহজ করেছে।)

ঞ্চ= ঞ+ চ (ফরিদের বাড়ি রাজশাহী অঞ্চলে।)

ঞ্ছ= ঞ+ছ (সবার নিয়ম মানা বাঞ্ছনীয়।)

ঞ্জ= ঞ+জ (গঞ্জে হাট বসেছে।)

ট্ট= ট+ট (তার বাড়ি চট্টগ্রামে।)

ণ্ট= ণ+ট (ছুটির ঘণ্টা বাজলো।)

ত্থ= ত+থ (স্বৈরাচারীর বিরুদ্ধে গণঅভু্যত্থান গড়ে উঠেছে।)

ত্ন= ত+ন (শিশুদের যত্ন নিতে হবে।)

ত্ব= ত+ব (একটা গুরুত্বপূর্ণ কথা আছে।)

ত্র= ত+র (ছাত্ররা মাঠে খেলছে।)

দ্দ= দ+দ (শিক্ষক সবার উদ্দেশ্যে কিছু কথা বলছেন।)

দ্ধ= দ+ধ (বিশুদ্ধ পানি পান করতে হবে।)

দ্ব= দ+ব (দ্বিতীয় শ্রেণির ভর্তি চলছে।)

দ্ভ= দ+ ভ (সকলের সাথে সদ্ভাব বজায় রাখবে।)

দ্ম= দ+ম (পদ্মা নদীর ইলিশ ভারী মজা।)

দ্র= দ+র (দরিদ্রকে দান করো।)

ধ্ব= ধ+ব (সব ধ্বংস হয়ে গেছে।)

ন্ট= ন+ট (তারা রেস্টুরেন্টে গেল।)

ন্ড= ন+ড (ঠান্ডা জলে নাইতে ভালো।)

ন্ত= ন+ত (সবাই শান্ত হয়ে থাকো।)

ন্ত্র= ন+ত+র (আমন্ত্রিত অতিথিরা এসে গেছে।)

ন্দ=ন+দ (সবাই খুব আনন্দিত।)

ন্দ্র=ন+দ+র (শিলায়দহে প্রতি বছর রবীন্দ্রমেলা উদযাপিত হয়।)

ন্ধ= ন+ধ (কাল থেকে স্কুল বন্ধ।)

ন্ন= ন+ন (গরিবকে অন্ন দাও।)

প্ত= প+ত (সে কাজটি রপ্ত করেছে।)

প্র= প+র (গাছেরও প্রাণ আছে।)

ব্র= ব+র (নিয়মিত দু'বার দাঁত ব্রাশ করতে হবে।)

ভ্র= ভ+র (ভ্রমর বাগানে ঘুরে বেড়াছে।)

ম্ন= ম+ন (নিম্নচাপের কারণে ঘূর্ণিঝড় হতে পারে।)

ম্প=ম+প (জাপান ভূমিকম্প প্রবণ এলাকা।)

ম্ব= ম+ব (লোকটি সহায় সম্বলহীন।)

ল্প= ল+প (দাদি মজার মজার গল্প বলে।)

ল্ম= ল+ম (গোলাপ গুল্মজাতীয় উদ্ভিদ।)

শ্ব= শ+ব (সে তাকে বিশ্বাস করল।)

শ্ম= শ+ম (শ্মশানে মড়া পোড়ানো হয়।)

ষ্ক= ষ+ক (ঘরটি অনেক পরিষ্কার।)

ষ্ট= ষ+ট (কষ্ট করে কাজটি করো।)

ষ্ট্র= ষ+ট+র (বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র।)

ষ্ণ= ষ+ণ (ছেলেটির তৃষ্ণা লেগেছে।)

ষ্ম= ষ+ম (গ্রীষ্মকালে অনেক গরম পড়ে।)

স্ত= স+ত (বাজারে চাল খুব সস্তা।)

স্ত্র= স+ত+র (তলোয়ার একটি ভয়ানক অস্ত্র।)

স্থ= স+থ (সে অসুস্থবোধ করছে।)

স্ন= স+ন (পুকুরে গিয়ে স্নান করে এসো।)

স্ব= স+ব (আমরা স্বাধীন জাতি।)

স্ম= স+ম (আজ একটি স্মরণীয় দিন।)

হ্ন= হ+ণ (অপরাহ্নে বেড়াতে যাবো।)

হ্ন= হ+ন (সঠিক চিহ্ন বসাও।)

হ্ম= হ+ম (লোকটি ব্রাহ্মণ।)

হ্য= হ+য (অসহ্য গরম পড়ছে।)

হ্র= হ+র (দ্রব্যমূল্য হ্রাস পেয়েছে।)

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে