দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ২০ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১৮:২৭

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
উত্তর: ক. মানুষের আচার-আচরণ, উৎসব-অনুষ্ঠান, রীতিনীতি, শিক্ষা, মূল্যবোধ, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি নিয়ে যে পরিবেশ গড়ে ওঠে তা হলো সামাজিক পরিবেশ। খ. প্রাকৃতিক ভূগোল ও মানব ভূগোলের দুটি পার্থক্য : ১. ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এতে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে প্রাকৃতিক ভূগোল বলে। অন্যদিকে ভূগোলের যে শাখায় পৃথিবীর বিভিন্ন পরিবেশে মানুষের বসবাস পদ্ধতি, জীবনযাত্রা নির্বাহের ধরন এবং তার কার্যকারণ অনুসন্ধান করা হয় তাকে মানব ভূগোল বলে। ২. প্রাকৃতিক ভূগোল ভূপ্রকৃতি, নদনদী, জলবায়ু, পাহাড়-পর্বত, হ্রদ, সাগর, গাছপালা, জীবজন্তু প্রভৃতি আলোচিত হয়। আর মানব ভূগোলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনসংখ্যার তারতম্যের কারণ, অভিগমন, মানববসতির ধরন, বিন্যাস, নগর ও নাগরিকতা প্রভৃতি আলোচিত হয়। গ. জনাব মনজুর মোর্শেদ নয়নকে ভূগোল বিষয়ে পড়াশোনার পক্ষে যুক্তি দেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভূগোল একটি সার্বিক ব্যাপক ও সমষ্টিগত বিষয়। মানুষ আজ অজানাকে জানতে ভূগোলের জ্ঞানকে কাজে লাগাচ্ছে প্রতিনিয়ত। আমরা যেখানে বাস করি সে স্থানের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে জ্ঞান থাকা আমাদের প্রয়োজন। আবার কোন ধরনের মাটি কোন জাতীয় ফসলের জন্য উপযোগী তা জানা গুরুত্বপূর্ণ। ভূঅভ্যন্তরীণ তত্ত্ব ও তথ্য জানা এবং তা প্রয়োগ করতে গেলে ভূগোলের জ্ঞান অনস্বীকার্য। এছাড়া জীবজগৎ সম্বন্ধে জ্ঞান অর্জন করতে ভূগোল বিষয়ের অবদান যথেষ্ট। মানুষের বিভিন্ন কার্যাবলি সম্পাদনের জন্য ভূগোল অতি প্রয়োজনীয় বিষয়। সর্বোপরি ভূগোল সমগ্র পৃথিবী এবং এর অধিবাসী নিয়ে আলোচনা করে। সাধারণত অন্যান্য বিষয় একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ কিন্তু ভূগোল বিভিন্ন বিষয়ের সমষ্টিগত রূপ হওয়ায় এর পরিসর বা পরিধি ব্যাপক ও বিস্তৃত। জনাব মনজুর মোর্শেদ এসব বিবেচনা করেই নয়নের ভূগোল বিষয়ে পড়াশোনার পক্ষে কথা বলেন। ঘ. জনাব মনজুর মোর্শেদ ভূগোল সম্পর্কে বলেন এটি প্রকৃতি ও পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয়। ভূগোলের সাথে পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রকৃতি ও পরিবেশকে বাদ দিয়ে এই পৃথিবীতে মানুষ বাঁচতে পারে না। ভূগোল ও পরিবেশ হলো সকল প্রকৃতি বিজ্ঞানের জননী। ভূগোল ও পরিবেশ পাঠে জানা যায় পৃথিবীর কোনো স্থানের প্রকৃতি ও পরিবেশ কেমন, কোথায় আছে পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি। ভূগোল ও পরিবেশ পাঠে পৃথিবীর জন্মলগ্ন থেকে কিভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করা যায়। এছাড়া জানা যায় পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য। ভূগোল ও পরিবেশ পাঠে আমরা কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে তা জানতে পারি। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাব জানতে ভূগোল ও পরিবেশ পাঠ করা প্রয়োজন। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষের অর্থনৈতিক জীবন কিভাবে গড়ে উঠেছে তাও ভূগোল ও পরিবেশ পাঠে জানা যায়। অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য ভূগোল ও পরিবেশ বিষয়ের জ্ঞান প্রয়োজন। এজন্যই জনাব মনজুর মোর্শেদ বলেন, ভূগোল প্রকৃতি ও পরিবেশের বিজ্ঞান। প্রশ্ন: এলিনার বাবা বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। বাবার চাকরির সুবাদে এলিনা বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে। বিশ্বের দেশগুলোর জনসংখ্যা, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে জানার তার প্রবল আগ্রহ সৃষ্টি হয়। এলিনা ভবিষ্যতে ভূগোল বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি নিতে চায়। ক. কোন ভূগোলবিদ ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন? খ. ভূগোলের প্রধান কাজ কী? গ. এলিনার আগ্রহের বিষয়াদি ভূগোলের যেসব শাখায় আলোচ্য তা ব্যক্ত কর। ঘ. ভূগোল পাঠে এলিনা উক্ত শাখা ব্যতীত মানব ভূগোলের আর কোন কোন বিষয় জানতে পারবে? পাঠ্যপুস্তকের আলোকে আলোচনা কর। উত্তর: ক. ভূগোলবিদ কার্ল রিটার ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন। খ. পৃথিবীকে কেন্দ্র করেই মানুষ তার যাবতীয় কার্য সম্পাদন করে। পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদনদী, সাগর, খনিজ সম্পদ তার জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশে ঘটায় নানান রকম পরিবর্তন। মানুষ ও পরিবেশের মধ্যে এই মিথষ্ক্রিয়ার একটি সম্বন্ধ আছে। এই সম্বন্ধের মূলে আছে কার্যকারণের খেলা। ভূগোলের প্রধান কাজ হলো এই কার্যকারণ উদ্ঘাটন করা। গ. পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের মধ্য দিয়ে জনসংখ্যা, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে এলিনার মনে জানার প্রবল আগ্রহ সৃষ্টি হয়। এলিনার আগ্রহের এ বিষয়াদি যথাক্রমে জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল ও অর্থনৈতিক ভূগোলে আলোচ্য। যথা : ১. জনসংখ্যা ভূগোল : জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি, তার কার্যকারণ, সামাজিক ও অর্থনৈতিক জীবনের ওপর এর প্রভাব জনসংখ্যা ভূগোলের আলোচ্য বিষয়। ২. রাজনৈতিক ভূগোল : রাজনৈতিক বিবর্তন, রাজনৈতিক বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় রাজনৈতিক ভূগোলের প্রধান বিষয়। ৩. অর্থনৈতিক ভূগোল : প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সাথে মানিয়ে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ যেসব অর্থনৈতিক কাজ করে তা অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয়। ঘ. এলিনা ভূগোল পাঠে মানব ভূগোলের উপরিউক্ত বিষয়গুলো ছাড়াও আরও অনেক বিষয় জানতে পারবে। যথা- ১. আঞ্চলিক ভূগোল : অঞ্চলভেদে পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবনধারণ প্রণালি বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী। আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়