একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ২০ জুলাই ২০২৪, ০০:০০ | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ১৮:২৫
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
১৭৫. লেখকের জন্য বুড়ির দুধ আনার কারণ-
র. বিক্রির চিন্তা থেকে
রর. আন্তরিকতা থেকে
ররর. স্নেহকাতরতা থেকে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. রর ও ররর
১৭৬. 'বেঁচে থাকো, দীর্ঘজীবী হও'-চক্কোত্তি মশায়ের এ উক্তিতে প্রকাশ পেয়েছে-
র. আশীর্বাদ ও স্নেহ
রর. আশীর্বাদ ও অধিকার
ররর. আশীর্বাদ ও ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
১৭৭. 'আমার কি মরণ আছে রে বাবা'-এ কথার মধ্যে প্রকাশ পেয়েছে-
র. বৃদ্ধার মৃতু্যর ইচ্ছা
রর. বৃদ্ধার মনের হতাশা
ররর. বৃদ্ধার নিয়তি নির্ভরতা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : গ. রর ও ররর
১৭৮. 'আজ্ঞে সামান্য মাইনে পাই'-এ উক্তিতে প্রকাশ পেয়েছে-
র. অহংকার
রর. অর্থনৈতিক দুরবস্থা
ররর. অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. রর ও ররর
১৭৯. গ্রামে এসে লেখকের ভালো লাগল, কারণ-
র. গ্রামের মানুষের সরলতা
রর. গ্রামের মানুষের আন্তরিকতা
ররর. শহরের একঘেয়ে পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ক. র ও রর
১৮০. বৃদ্ধা স্বামীর নাম মুখে আনল না, কারণ-
র. এটি একটি প্রথা
রর. এটি একটি সংস্কার
ররর. এটি একটি বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮১ ও ১৮২ নং প্রশ্নের উত্তর দাও।
হাটের অদূরে চৌরাস্তার মাথায় তেমাথা ওয়ালায় লাঠি ধরে দাঁড়িয়ে ছিল। তার কাছে যেতেই শূন্যে হাত বাড়িয়ে বুড়ি বলে ও বাজান। আমাকে একটা দাও। ভাত থাব। পেটে বড় ক্ষুধা।
১৮১. উদ্দীপকের বুড়ির সাথে সাদৃশ্যপূর্ণ চরিত্র কোনটি?
ক. জমির করাতির বউ খ. হাজরা ব্যাটার বউ
গ. মুখুয্যে বাড়ির বউ ঘ. পরশু সর্দারের বউ
উত্তর : ক. জমির করাতির বউ
১৮২. উদ্দীপকের বৃদ্ধার মধ্য দিয়ে ফুটে উঠেছে 'আহ্বান' গল্পের বুড়ির-
র. দারিদ্র্যদীর্ণ অবস্থা
রর. সব হারানোর হাহাকার
ররর. এ পাড়া-ও পাড়া যাতায়াত
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও ররর ঘ. রর ও ররর
উত্তর :গ. র ও ররর
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮৩ থেকে ১৮৪ নং প্রশ্নের উত্তর দাও।
কয়েক বছর আগে মায়ের অসুখের কথা শুনে বাড়ি গিয়েছিলাম। প্রতিবেশী রেখা খালা রাত-দিন মায়ের সেবা করেন মা ভালো হন। আমি রেখা খালাকে কিছু টাকা দিতে চাইলাম। এতে খালা রাগ করে বলেন একী করো বাবা!
১৮৩. উদ্দীপকের ভিখারিনি কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
ক. পরশু সর্দারের বউ খ. হাজরা ব্যাটার বউ
গ. মুখুর্য্যে বাড়ির বউ ঘ. জমির করাতির বউ
উত্তর :ঘ. জমির করাতির বউ
১৮৪. উদ্দীপকের কথক যে চরিত্রের প্রতিনিধি-
র. লেখকের রর. আচরণে ররর. গোপালের
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. ররর ঘ. র ও ররর
উত্তর :ঘ. র ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১৮৫ ও ১৮৬ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
লক্ষণ গোয়ালা যে দুধ বিক্রি করে তা ১০০ শতাংশ বিশুদ্ধ। দুধে সে কখনও জল মেশায় না।
১৮৫. 'আহ্বান' গল্পের কোন চরিত্রটি উদ্দীপকের প্রসন্ন গোয়ালার বিপরীত?
ক. ঘুঁটি খ. বৃদ্ধা
গ. দিগম্বরী ঘ. সিদ্ধেশ্বরী
উত্তর :ক. ঘুঁটি
১৮৬. 'আহ্বান' গল্পের ঐ চরিত্রটি সম্পর্কে বলা যায়-
র. সে দুধে অর্ধেক জল মেশায়
রর. সে দুধে অল্প জল মেশায়
ররর. ব্যবসার ক্ষেত্রে সে অসৎ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ১৮৭ ও ১৮৮ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
হাবিব মরার সময় অরিনার হাতে হাত রেখে বলেছিল, পরঘাটে আমি তোমার জন্য অপেক্ষা করব। প্রতিদিন তুমি আমার কবর জিয়ারত করবে।
১৮৭. উদ্দীপকের ঘটনাটির সঙ্গে 'আহ্বান' গল্পের কোন বিষয়টির মিল রয়েছে?
ক. বৃদ্ধার অর্থ প্রাপ্তির ঘটনার
খ. বৃদ্ধার স্নেহ প্রদানের ঘটনার
গ. বৃদ্ধার কবর প্রাপ্তির ঘটনার
ঘ. বৃদ্ধার কাফন প্রত্যাশার ঘটনার
উত্তর :ঘ. বৃদ্ধার কাফন প্রত্যাশার ঘটনার
১৮৮. উক্ত মিলের আলোকে বৃদ্ধার মানসিক বৈশিষ্ট্য হলো-
র. মৃতু্যচিন্তা রর. স্নেহকাতরতা ররর. শেষ ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়