রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
  ২৫ জুলাই ২০২৪, ০০:০০
দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

১. মহাকাশের কী নেই?

ক. শুরু ও শেষ নেই খ. শুরু আছে শেষ নেই

গ. শুরু নেই শেষ আছে ঘ. শুরু ও শেষ আছে

উত্তর:ক. শুরু ও শেষ নেই

২. মহাকাশে অসংখ্য আলোক বিন্দুকে কী বলে?

ক. জ্যোতিষ্ক খ. ধূমকেতু

গ. উল্কাপিন্ড ঘ. গ্রহ

উত্তর:ক. জ্যোতিষ্ক

৩. গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, উল্কা, নীহারিকা, পালসার, কৃষ্ণবামন, কৃষ্ণগহ্বর প্রভৃতি নিয়ে গঠিত হয়েছে-

ক. ভূমন্ডল খ. মহাকাশ

গ. মহাবিশ্ব ঘ. মহাশূন্য

উত্তর:গ. মহাবিশ্ব

৪. আদি অন্তহীন এ আকাশকে বলে-

ক. পৃথিবী খ. নক্ষত্র

গ. মহাকাশ ঘ. জ্যোতিষ্ক

উত্তর:গ.মহাকাশ

৫. মহাকাশে রয়েছে অসংখ্য-

ক. জ্যোতিষ্ক খ. নক্ষত্র

গ. নীহারিকা ঘ. ছায়াপথ

উত্তর:ক. জ্যোতিষ্ক

৬. মহাবিশ্ব কী নিয়ে গঠিত হয়েছে?

ক. নক্ষত্রমন্ডলী খ. নীহারিকা

গ. জ্যোতিষ্কমন্ডলী ঘ. ছায়াপথ

উত্তর:জ্যোতিষ্কমন্ডলী

৭. জ্যোতিষ্ক হলো-

র. গ্রহ, উপগ্রহ ও নীহারিকা

রর. অসংখ্য ধূমকেতু ও উল্কা

ররর. গ্রহাণুপুঞ্জ

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

৮. সৌরজগতের গ্রহমন্ডলীর মধ্যে সংঘর্ষ হচ্ছে না কারণ-

র. ট্রাফিক ব্যবস্থা রয়েছে এজন্য

রর. এদের প্রত্যেকের মাঝখানে পর্যাপ্ত দূরত্ব রয়েছে

ররর. নির্দিষ্ট কক্ষপথে এরা আবর্তন করে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর: ঘ. র, রর ও ররর

৯. সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?

ক. ১০ কোটি কিলোমিটার

খ. ১২ কোটি কিলোমিটার

গ. ১৪ কোটি কিলোমিটার

ঘ. ১৫ কোটি কিলোমিটার

উত্তর:ঘ. ১৫ কোটি কিলোমিটার

১০. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত?

ক. প্রায় ৩৮ লক্ষ কোটি কিলোমিটার

খ. প্রায় ৩৭ লক্ষ কোটি কিলোমিটার

গ. প্রায় ৩৬ লক্ষ কোটি কিলোমিটার

ঘ. প্রায় ৩৫ লক্ষ কোটি কিলোমিটার

উত্তর: ক. প্রায় ৩৮ লক্ষ কোটি কিলোমিটার

১১. মহাবিশ্বে অসংখ্য মিটমিট করে আলো দেওয়া জ্যোতিষ্ককে কী বলা হয়?

ক. নক্ষত্র খ. গ্রহ

গ. উপগ্রহ ঘ. ধূমকেতু

উত্তর:ক. নক্ষত্র

১২. কোন জ্যোতিষ্কের আলো ও উত্তাপ আছে?

ক. গ্রহ খ. নক্ষত্র

গ. উপগ্রহ ঘ. ধূমকেতু

উত্তর:খ. নক্ষত্র

১৩. কোন ধরনের জ্যোতিষ্ককে নক্ষত্র বলা হয়?

ক. অত্যন্ত ক্ষুদ্র খ. যারা আলো দেয় না

গ. যারা আলো দেয় ঘ. অত্যন্ত বৃহৎ

উত্তর:গ. যারা আলো দেয়

১৪. গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?

ক. উল্কা খ. নক্ষত্র

গ. নীহারিকা ঘ. ছায়াপথ

উত্তর:ঘ. ছায়াপথ

১৫. নীহারিকাসমূহ কোন পদার্থে পূর্ণ?

ক. গ্যাসীয় খ. কঠিন

গ. তরল ঘ. পাথুরে

উত্তর:ক. গ্যাসীয়

১৬. নীহারিকার সমতলে অবস্থান করে-

ক. গ্যালাক্সি খ. ছায়াপথ

গ. উল্কা ঘ. আদমসুরত

উত্তর:খ. ছায়াপথ

১৭. অন্ধকার আকাশে উজ্জ্বল দীপ্ত দীর্ঘপথের মতো যে তারকারাজি দেখা যায় তাকে বলে-

ক. ছায়াপথ খ. নক্ষত্র

গ. সপ্তর্ষিমন্ডল ঘ. কালপুরুষ

উত্তর:ক. ছায়াপথ

১৮. বিজ্ঞানীরা কাকে বিরাট চক্রকার মন্ডল বলে অনুমান করেন?

ক. গ্যালাক্সি খ. ছায়াপথ

গ. নীহারিকা ঘ. উল্কা

উত্তর:খ. ছায়াপথ

১৯. পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টারাই এর দূরত্ব কত আলোকবর্ষ?

ক. প্রায় ২.২ খ. প্রায় ২.৪

গ. প্রায় ৪.২ ঘ. প্রায় ৪.৪

উত্তর:গ. প্রায় ৪.২

২০. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?

ক. ৮ মিনিট ১৯ সেকেন্ড খ. ১২ মিনিট

গ. ৫ মিনিট ১৯ সেকেন্ড ঘ. প্রায় ১৫ মিনিট

উত্তর:ক. ৮ মিনিট ১৯ সেকেন্ড

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে