রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলা

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ২৫ জুলাই ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলা

১. শব্দের অর্থ লেখো।

দুর্গ - প্রাচীর

দুর্ভেদ্য যা কষ্টে ভেদ করা যায়

শায়েস্তা - শাস্তি

বাঁশের কেলস্না - বাঁশ দিয়ে তৈরি কেলস্না

ওস্তাদ - শিক্ষক

বনেদি - সম্ভ্রান্ত

ডনকুস্তি - বুকডন দিয়ে শরীরচর্চা।

২. প্রশ্নগুলোর উত্তর লেখো :

ক. তিতুমীরের প্রকৃত নাম কী? তার তৈরি দুর্গের নাম কী ছিল?

উত্তর : তিতুমীরের প্রকৃত নাম সৈয়দ মীর নাসির আলী। তার তৈরি দুর্গের নাম ছিল 'বাঁশের কেলস্না'।

খ. তিতুমীরের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল কেন? চারটি বাক্যে লেখো।

উত্তর : ইংরেজরা এই দেশের মানুষকে নানাভাবে শোষণ ও নির্যাতন করত। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তিতুমীর মানুষের দুরবস্থা দেখে ইংরেজদের হাত থেকে দেশকে স্বাধীন করার চিন্তা করেন। সেই চিন্তা থেকে মানুষকে সংঘবদ্ধ করে বিদ্রোহ করেন। সেজন্য ইংরেজদের সঙ্গে তিতুমীরের যুদ্ধ হয়েছিল।

গ. শরীর সুগঠিত করার জন্য তুমি কী করবে? চারটি বাক্যে লেখো।

উত্তর : শরীর সুগঠিত করার জন্য নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রতিদিন সকালে উঠে হাঁটাহাঁটি করলে ও দৌড়ালে শরীর সুস্থ থাকে। তা ছাড়া খাবার খাওয়ার ক্ষেত্রে সচেতন থাকা জরুরি। স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিয়ম মতো খাওয়ার সঙ্গে সঙ্গে এটাও লক্ষ্য রাখতে হবে যেন অতিরিক্ত খেয়ে শরীর ভারী ও মোটা না হয়।

প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও।

মওলানা ভাসানী এক ভাষণে বলেছেন, 'আমি খেটে খাওয়া মানুষের কথা বলি। এই মানুষ কাজ করে ক্ষেতে-খামারে, কাজ করে কল-কারখানায়। এরা কৃষক, এরা শ্রমিক। আর এরাই জমিদার, মহাজন, মালিকের জুলুমের শিকার হয়।' মূলত সারা জীবন তিনি এই নিপীড়িত মানুষের জন্যই সংগ্রাম করেছেন। ১৯৪৭ সালে ভারত ভাগের পর তিনি আসাম থেকে পূর্ববাংলায় চলে আসেন। তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। পরে সংগঠনের নাম হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। তিনি টাঙ্গাইলের কাগমারিতে বাস করা শুরু করেন। ১৯৫২ সালের রাষ্ট্রভাষা আন্দোলনে জড়িত থাকার কারণে তিনি আবার গ্রেপ্তার হন। ১৯৫৪ সালের সাধারণ নির্বাচনে তিনি শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে যুক্তফ্রন্ট গঠন করেন। ১৯৫৭ সালে ভাসানী টাঙ্গাইলের কাগমারীতে এক বিশাল আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন আহ্বান করেন। এ সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনার চিত্র তুলে ধরে।

১. শব্দের অর্থ লেখো।

নিপীড়িত - নির্যাতিত

জুলুম - অত্যাচার

সংগ্রাম - যুদ্ধ

আহ্বান - আমন্ত্রণ

বিশাল - অনেক বড়

সম্মেলন - জনসমাবেশ

২. প্রশ্নগুলোর উত্তর লেখো :

ক. মওলানা ভাসানী সারাজীবন কাদের জন্য সংগ্রাম করেছেন?

উত্তর : মওলানা ভাসানী খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে চেয়েছিলন। তাই তাদের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন।

খ. মওলানা ভাসানী তার ভাষণে কাদের কথা বলেছেন এবং কী বলেছেন?

উত্তর : মওলানা ভাসানী তার ভাষণে খেটে খাওয়া মানুষের কথা বলেছেন। খেটে খাওয়া এই শ্রমজীবী মানুষ সমাজের একটি বৃহৎ অংশ। সমাজের উন্নয়নে অবদান রাখা এই মানুষই মহাজন মালিকদের দ্বারা নিপীড়িত হয়। তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতেই ভাসানী তাদের পক্ষে কথা বলেছেন।

গ. কখন কাগমারী সম্মেলন হয়? এ সম্মেলন সম্পর্কে তিনটি বাক্য লেখো।

উত্তর : ১৯৫৭ সালে কাগমারী সম্মেলন হয়। মওলানা ভাসানী টাঙ্গাইলের কাগমারীতে আন্তর্জাতিক সাংস্কৃতিক যে সম্মেলন করেছিলেন সেটিই কাগমারী সম্মেলন। এ সম্মেলনে দেশ-বিদেশের বহু খ্যাতিমান মানুষ যোগ দিয়েছিলেন। এ সম্মেলনে তিনি পূর্ব পাকিস্তানের মানুষের বঞ্চনার চিত্র তুলে ধরেন।

বিপরীত শব্দ

মূল শব্দ - বিপরীত শব্দ

অগ্র - পশ্চাৎ

অধম - উত্তম

অসীম - সসীম

অসম্মান - সম্মান

অন্ধকার - আলো

অনুরাগ - বিরাগ

অস্থির - স্থির

অস্থায়ী - স্থায়ী

অসুন্দর - সুন্দর

আকর্ষণ - বিকর্ষণ

আলো - অন্ধকার

আরম্ভ - শেষ

আকাশ - পাতাল

আনন্দ - নিরানন্দ

উজান - ভাটি

উন্নত - অবনত

উদার - অনুদার

উপকারী - অপকারী

কঠোর - কোমল

কৃতজ্ঞ - অকৃতজ্ঞ

কল্যাণ - অকল্যাণ

কালো - সাদা

কান্না - হাসি

খ্যাতি - অখ্যাতি

খালি - ভরাট

গ্রহণ - বর্জন

ঘন - তরল

ঘুমন্ত - জাগ্রত

চেনা - অচেনা

চিরকাল - ক্ষণকাল

চঞ্চল - শান্ত

জয় - পরাজয়

জোয়ার - ভাটা

জীবন - মরণ

জ্বলা - নেভা

তেতো - মিঠা

তারিফ - বদনাম

দেশ - বিদেশ

দম্ভ - সৌম্য

দুর্বিনীত - বিনত

দোস্ত - দুশমন

দয়াবান - নিষ্ঠুর

ধনী - দরিদ্র

ধ্বংস - সৃষ্টি

নকল - আসল

নিষ্ঠুর - সদয়

নিরস্ত্র - সশস্ত্র

নীরব - সরব

নারী - পুরুষ

নতুন - পুরাতন

পূর্ব - পশ্চিম

প্রবীণ - নবীন

প্রত্যক্ষ - পরোক্ষ

প্রকাশ - গোপন

পতি - পত্নী

বিপদ - আপদ

বিশ্বাস - অবিশ্বাস

বিষাদ - হর্ষ

বিশ্রাম - পরিশ্রম

ব্যর্থ - সাফল্য

বিদেশ - স্বদেশ

বীর - ভীতু

বর - কনে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে