একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ২৪ জুলাই ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
গৃহ ২২. 'গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না' -এখানে গৃহসুখ মিষ্টি বোধ হওয়া বলতে কী বোঝানো হয়েছে? ক. গৃহের গুরুত্ব খ. ঘরে থাকার আনন্দ গ. ঘরের প্রতি টান ঘ. নিজ ঘরে স্বাধীনতা ও স্বস্তি উত্তর :ঘ. নিজ ঘরে স্বাধীনতা ও স্বস্তি ২৩. 'সংসারক্ষেত্র' বলতে কী বোঝানো হয়েছে? ক. গৃহকম খ. কমস্থল গ. পরিবার ঘ. সংসারের মোহ উত্তর :খ. কমস্থল ২৪. দিনশেষে বাড়ি ফিরলে পুরুষদের অবস্থা কেমন হয়? ক. ক্লান্ত হয়ে বিশ্রামে যায় খ. যেন হাঁফ ছেড়ে বাঁচে গ. মেজাজ খিটখিটে থাকে ঘ. স্ত্রীদের সাথে ঝগড়া করে উত্তর : খ. যেন হাঁফ ছেড়ে বাঁচে ২৫. পুরুষেরা কখন গৃহে ফিরে আসার জন্য উৎসুক হয়? ক. সন্ধ্যাবেলা খ. দুপুরে গ. রাতে ঘ. অপরাহ্নে উত্তর :ঘ. অপরাহ্নে ২৬. 'গৃহ' প্রবন্ধে 'হাঁফ ছেড়ে বাঁচা' বলতে বোঝানো হয়েছে- ক. ক্লান্তি থেকে মুক্তি পাওয়া খ. কারাগার থেকে মুক্ত হওয়া গ. নতুন জীবনের স্বাদ পাওয়া ঘ. সংসারের ঝামেলা থেকে নিষ্কৃতি পাওয়া উত্তর :ক. ক্লান্তি থেকে মুক্তি পাওয়া ২৭. কোন অবস্থার প্রতি দ্রষ্টিপাত করো 'গৃহ' রচনার রচয়িতা ভারত নারীদের 'গৃহসুখে বঞ্চিতা' বলেছেন? ক. সামাজিক খ. রাজনৈতিক গ. অর্থনৈতিক ঘ. পারিবারিক উত্তর :ক. সামাজিক ২৮. 'গৃহ' রচনায় কাদের 'গৃহসুখে বঞ্চিতা' বলা হয়েছে? ক. নারীকুলকে খ. বঙ্গ নারীদের গ. অধিকাংশ নারীকে ঘ. গৃহবধূদের উত্তর : গ. অধিকাংশ নারীকে ২৯. ভারত নারীরা 'গৃহসুখে বঞ্চিতা' হওয়ার কারণ কী? ক. তারা দুর্বল খ. তারা পরাধীন গ. তারা অবলা ঘ. তারা ভীতু ও নির্জীব উত্তর :খ. তারা পরাধীন ৩০. অভিভাবকের বাড়িতে যাদের অধিকার নাই, সেই সব নারীর কাছে গৃহ কীসের তুল্য বোধ হয়? ক. অন্তঃপুর খ. যমালয় গ. কারাগার ঘ. শান্তি-নিকেতন উত্তর :গ. কারাগার ৩১. পারিবারিক জীবনে যে সুখী নয়, যে নিজেকে পরিবারের একজন বলে গণ্য করতে পারে না, তার নিকট গৃহ কেমন বোধ হতে পারে না? ক. অন্তঃপুর খ. নিরাপদ গ. কারাগার ঘ. শান্তি-নিকেতন উত্তর : ঘ. শান্তি-নিকেতন ৩২. 'গৃহ' প্রবন্ধে কুমারী, সধবা, বিধবা- সকল শ্রেণির অবলার অবস্থা কেমন বলা হয়েছে? ক. শান্তিময় খ. শোচনীয় গ. মর্মান্তিক ঘ. নির্যাতিতা উত্তর :খ. শোচনীয় ৩৩. অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে কারা অত্যন্ত ব্যথিত হবেন? ক. ভগ্নীগণ খ. পত্নীগণ গ. পুত্রবধূগণ ঘ. ভ্রাতৃগণ উত্তর :ঘ. ভ্রাতৃগণ ৩৪. 'গৃহ' রচনায় অন্তঃপুরের পর্দা উঠিয়ে ভেতরের দৃশ্য দেখালে ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হবেন কেন? ক. শোকে খ. দুঃখে গ. স্বরূপ উন্মোচনের অপমানে ঘ. আবেগের আতিশয্যে উত্তর :গ. স্বরূপ উন্মোচনের অপমানে ৩৫. 'গৃহ' প্রবন্ধের প্রাবন্ধিক একবার কোন স্থানের নিকটবর্তী শহরে বেড়াতে গিয়েছিলেন? ক. শেরপুর খ. গাজীপুর গ. জামালপুর ঘ. দিনাজপুর উত্তর :গ. জামালপুর ৩৬. কোন বাড়ির স্ত্রীলোকদের দেখতে 'গৃহ' রচনার লেখকের আগ্রহ হয়? ক. কলিমের বাড়ির খ. বড় আমলার বাড়ির গ. হাশেমের বাড়ির ঘ. শরাফত উকিলের বাড়ির উত্তর :ঘ. শরাফত উকিলের বাড়ির ৩৭. 'ড. নুরুল হক দীর্ঘ বছর পর তার জ্ঞাতিদের দেখতে গ্রামের বাড়ি গিয়েছিলেন।' ড. নুরুল হকের সঙ্গে 'গৃহ' প্রবন্ধের কোন চরিত্রের মিল করা যায়? ক. খদিজা খ. কলিম গ. শরাফত উকিল ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন উত্তর :ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন ৩৮. শরাফত উকিলের বাড়ির মহিলারা অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিণী হলেও তারা ছিলেন- ক. স্বল্পজ্ঞানী খ. বিচক্ষণ গ. সুদর্শনা ঘ. বাকপটু উত্তর :ক. স্বল্পজ্ঞানী ৩৯. শরাফত উকিলের বাড়িতে লেখকদের অভ্যর্থনা কেমন ছিল? ক. যথোচিত খ. অযাচিত গ. উপেক্ষিত ঘ. অনাড়ম্বর উত্তর :ক. যথোচিত ৪০. শরাফত উকিলের পত্নীর নাম কী? ক. হসিনা খ. জমিলা গ. রমাসুন্দরী ঘ. খদিজা উত্তর :ক. হসিনা হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়