বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৪ জুলাই ২০২৪, ০০:০০
জানার আছে অনেক কিছু

প্রশ্ন:জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?

উত্তর:মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

প্রশ্ন:জাতিসংঘের নামকরণ করেন কে?

উত্তর:মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।

প্রশ্ন:জাতিসংঘের নামকরণ করা হয় কবে?

উত্তর:১ জানুয়ারি, ১৯৪২ সালে।

প্রশ্ন:জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?

উত্তর:মহাসচিব।

প্রশ্ন:জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

উত্তর:নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন: জাতিসংঘের ইউরোপীয় কার্যালয় কোথায়?

উত্তর:জেনেভা, সুইজারল্যান্ড।

প্রশ্ন:জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন?

উত্তর:জন ডি রকফেলার জুনিয়র।

প্রশ্ন:জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি কে?

উত্তর:ডবিস্নউ হ্যারিসন।

প্রশ্ন:জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে?

উত্তর:২৬ জুন, ১৯৪৫ সালে।

প্রশ্ন:জাতিসংঘের সনদের রচয়িতা কে?

উত্তর:আর্চিবাল্ড ম্যাকলেইশ (অৎপযরনধষফ গধপষবরংয)।

প্রশ্ন:প্রতি বছর জাতিসংঘ দিবস পালিত হয় কবে?

উত্তর:২৪ অক্টোবর।

প্রশ্ন:জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য?

উত্তর:সাধারণ পরিষদের।

প্রশ্ন:জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে?

উত্তর:সভাপতি।

প্রশ্ন:জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?

উত্তর:লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।

প্রশ্ন:নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রের মোট সংখ্যা কত?

উত্তর:১৫টি।

প্রশ্ন:নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র কয়টি?

উত্তর:৫টি (চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন:নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদর দপ্তর ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়?

উত্তর:২ বার।

প্রশ্ন: নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়?

উত্তর:৯টি (৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে