জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্কলারশিপসহ এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির আবেদন শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিক আবেদন অনলাইনে চলবে ১৮ আগস্ট রাত ১২টা পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি ২২ আগস্টের মধ্যে সংগ্রহ করতে হবে। আবেদনকারীদের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রাথমিক আবেদনপত্রের জন্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (িি.িহঁ.ধপ.নফ/ ধফসরংংরড়হং)গধংঃবৎ'ং/গঅঝ/অফ. গইঅ/গ.চযরষ./চএউ রহ খওঝ ঞধন থেকে অঢ়ঢ়ষু ঘড়ি (গচযরষ খবধফরহম :ড় চযউ) অপশনে ক্লিক করতে হবে এবং ওয়েবসাইটে প্রদর্শিত তথ্য ছকে প্রার্থীকে সতর্কতার সঙ্গে সব তথ্য নির্ভুলভাবে এন্ট্রি দিতে হবে ও সব তথ্য জানা যাবে।
এ ছাড়া, প্রার্থীকে সব পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি ও গবেষণা তত্ত্বাবধায়ক কর্তৃক স্বাক্ষরিত গবেষণা প্রস্তাবনার (জবংবধৎপয চৎড়ঢ়ড়ংধষ) সারসংক্ষেপ স্ক্যান করে আপলোড করতে হবে। এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছু গবেষকদের লিখিত পরীক্ষা ৩১ আগস্ট (পিজিডি ভবন, ১০২, ইসলাম টাওয়ার, শুক্রাবাদ, ধানমন্ডি, ঢাকা-১২০৭)-এ অনুষ্ঠিত হবে।