একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ১৭ জুলাই ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
আহ্বান
১৪৩. 'আহ্বান' গল্পে খুড়ো মশায় বুড়িকে কী বুঝিয়ে দিয়েছিলেন?
ক. চক্কোত্তির পরিচয় খ. লেখকের পরিচয়
গ. আবদুলের পরিচয় ঘ. নসরের পরিচয়
উত্তর :খ. লেখকের পরিচয়
১৪৪. 'আহ্বান' গল্পে কোন বিষয়টি নেই?
ক. ধনী-দরিদ্রের বৈষম্য
খ. অসহায় দরিদ্র জীবন
গ. কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি
ঘ. সামাজিক রীতিনীতির সংকীর্ণতা
উত্তর:ঘ. সামাজিক রীতিনীতির সংকীর্ণতা
১৪৫. অসুস্থ বুড়িকে দেখতে গিয়ে লেখক কোন কাজটি করেন?
ক. বুড়ির জন্য কমলা নিয়ে যান
খ. বুড়ির জন্য ডাক্তার ডেকে আনেন
গ. ফল ও পথ্য কেনার জন্য কিছু টাকা দিয়ে আসেন
ঘ. কাফনের কাপড় কিনে দেন
উত্তর :গ. ফল ও পথ্য কেনার জন্য কিছু টাকা দিয়ে আসেন
১৪৬. 'আহ্বান' গল্পে বুড়ির নাতজামাই বুড়িকে কী দেয় না?
ক. কাপড় খ. ভাত
গ. জমি ঘ. ঘর
উত্তর :খ. ভাত
১৪৭. 'আহ্বান' গল্পে চোখে একটু কম দেখত কে?
ক. বৃদ্ধা খ. লেখক
গ. খুড়ো ঘ. গণি
উত্তর :ক. বৃদ্ধা
১৪৮. 'আহ্বান' গল্পটি কোন দৃষ্টিকোণ থেকে রচিত?
ক. বুড়ি চরিত্রের দৃষ্টিকোণ
খ. সর্বজ্ঞ দৃষ্টিকোণ
গ. উত্তম চরিত্রের দৃষ্টিকোণ
ঘ. মধ্যম চরিত্রের দৃষ্টিকোণ
উত্তর :গ. উত্তম চরিত্রের দৃষ্টিকোণ
১৪৯. 'আহ্বান' গল্পের মূল বিষয় কী?
ক. সাম্প্রদায়িক দাঙ্গা
খ. মানবিকতার অবক্ষয়
গ. উদার মানবিকতা
ঘ. গ্রামীণ জীবনের প্রতি আকর্ষণ
উত্তর :গ. উদার মানবিকতা
১৫০. 'এ বাড়ি সে বাড়ি করে'-বাক্যে প্রকাশ পেয়েছে-
র. জীবিকার উপায়
রর. দরিদ্রতা
ররর. অসহায়ত্ব
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
উত্তর:ঘ. র, রর ও ররর
১৫১. 'কী লোকের পরিবার আমি'-বাক্যটিতে প্রকাশ পেয়েছে বুড়ির-
র. আত্মসম্মান
রর. স্বামীর প্রতি শ্রদ্ধা
ররর. অহংকার
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
উত্তর: গ. র ও রর
১৫২. মানুষের প্রীতির বাঁধন গড়ে ওঠে-
র. স্নেহ-মমতায়
রর. হৃদয়ের বন্ধনে
ররর. আন্তরিকতায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর : ঘ. র, রর ও ররর
১৫৩. 'অ গোপাল আমার'-বাক্যটিতে ফুটে উঠেছে-
র. মমতা রর. মাতৃস্নেহ ররর. ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
১৫৪. সেবার বুড়ির বাড়িতে লেখকের যে কারণে যাওয়া হলো না-
র. নানা ব্যস্ততা
রর. আগ্রহের ঘাটতি
ররর. বন্ধুদের সাথে সময় কাটানো
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. র ও রর
১৫৫. হাজরা ব্যাটার বৌয়ের সাথে বুড়ির সাদৃশ্য রয়েছে-
র. অসহায়ত্বে
রর. দরিদ্রতায়
ররর. সামাজিক পীড়নে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. র ও রর
১৫৬. বুড়িকে দেখে লেখকের দাঁড়িয়ে যাওয়ার কারণ-
র. অন্নপূর্ণার মতো মনে হয়
রর. নারী রূপের অপূর্ব পরিণতি দেখে
ররর. মায়া হওয়ায়
নিচের কোনটি সঠিক?
ক. র খ. ররর
গ. র ও রর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. ররর
১৫৭. 'আহ্বান' গল্পের উপজীব্য-
র. নাগরিক জীবন
রর. মানুষের সরলতা
ররর. সহজ জীবনধারা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :গ. রর ও ররর
১৫৮. 'আহ্বান' গল্পে উলিস্নখিত বুড়ির স্বামী বেঁচে থাকাকালে-
র. তাদের অভাব ছিল না
রর. পুকুরভরা মাছ ছিল
ররর. তাদের গোলাভরা ধান ছিল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়