মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১৭ জুলাই ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আহ্বান

১৪৩. 'আহ্বান' গল্পে খুড়ো মশায় বুড়িকে কী বুঝিয়ে দিয়েছিলেন?

ক. চক্কোত্তির পরিচয় খ. লেখকের পরিচয়

গ. আবদুলের পরিচয় ঘ. নসরের পরিচয়

উত্তর :খ. লেখকের পরিচয়

১৪৪. 'আহ্বান' গল্পে কোন বিষয়টি নেই?

ক. ধনী-দরিদ্রের বৈষম্য

খ. অসহায় দরিদ্র জীবন

গ. কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি

ঘ. সামাজিক রীতিনীতির সংকীর্ণতা

উত্তর:ঘ. সামাজিক রীতিনীতির সংকীর্ণতা

১৪৫. অসুস্থ বুড়িকে দেখতে গিয়ে লেখক কোন কাজটি করেন?

ক. বুড়ির জন্য কমলা নিয়ে যান

খ. বুড়ির জন্য ডাক্তার ডেকে আনেন

গ. ফল ও পথ্য কেনার জন্য কিছু টাকা দিয়ে আসেন

ঘ. কাফনের কাপড় কিনে দেন

উত্তর :গ. ফল ও পথ্য কেনার জন্য কিছু টাকা দিয়ে আসেন

১৪৬. 'আহ্বান' গল্পে বুড়ির নাতজামাই বুড়িকে কী দেয় না?

ক. কাপড় খ. ভাত

গ. জমি ঘ. ঘর

উত্তর :খ. ভাত

১৪৭. 'আহ্বান' গল্পে চোখে একটু কম দেখত কে?

ক. বৃদ্ধা খ. লেখক

গ. খুড়ো ঘ. গণি

উত্তর :ক. বৃদ্ধা

১৪৮. 'আহ্বান' গল্পটি কোন দৃষ্টিকোণ থেকে রচিত?

ক. বুড়ি চরিত্রের দৃষ্টিকোণ

খ. সর্বজ্ঞ দৃষ্টিকোণ

গ. উত্তম চরিত্রের দৃষ্টিকোণ

ঘ. মধ্যম চরিত্রের দৃষ্টিকোণ

উত্তর :গ. উত্তম চরিত্রের দৃষ্টিকোণ

১৪৯. 'আহ্বান' গল্পের মূল বিষয় কী?

ক. সাম্প্রদায়িক দাঙ্গা

খ. মানবিকতার অবক্ষয়

গ. উদার মানবিকতা

ঘ. গ্রামীণ জীবনের প্রতি আকর্ষণ

উত্তর :গ. উদার মানবিকতা

১৫০. 'এ বাড়ি সে বাড়ি করে'-বাক্যে প্রকাশ পেয়েছে-

র. জীবিকার উপায়

রর. দরিদ্রতা

ররর. অসহায়ত্ব

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

উত্তর:ঘ. র, রর ও ররর

১৫১. 'কী লোকের পরিবার আমি'-বাক্যটিতে প্রকাশ পেয়েছে বুড়ির-

র. আত্মসম্মান

রর. স্বামীর প্রতি শ্রদ্ধা

ররর. অহংকার

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

উত্তর: গ. র ও রর

১৫২. মানুষের প্রীতির বাঁধন গড়ে ওঠে-

র. স্নেহ-মমতায়

রর. হৃদয়ের বন্ধনে

ররর. আন্তরিকতায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর : ঘ. র, রর ও ররর

১৫৩. 'অ গোপাল আমার'-বাক্যটিতে ফুটে উঠেছে-

র. মমতা রর. মাতৃস্নেহ ররর. ভালোবাসা

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

উত্তর :ঘ. র, রর ও ররর

১৫৪. সেবার বুড়ির বাড়িতে লেখকের যে কারণে যাওয়া হলো না-

র. নানা ব্যস্ততা

রর. আগ্রহের ঘাটতি

ররর. বন্ধুদের সাথে সময় কাটানো

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

উত্তর :গ. র ও রর

১৫৫. হাজরা ব্যাটার বৌয়ের সাথে বুড়ির সাদৃশ্য রয়েছে-

র. অসহায়ত্বে

রর. দরিদ্রতায়

ররর. সামাজিক পীড়নে

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

উত্তর :গ. র ও রর

১৫৬. বুড়িকে দেখে লেখকের দাঁড়িয়ে যাওয়ার কারণ-

র. অন্নপূর্ণার মতো মনে হয়

রর. নারী রূপের অপূর্ব পরিণতি দেখে

ররর. মায়া হওয়ায়

নিচের কোনটি সঠিক?

ক. র খ. ররর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. ররর

১৫৭. 'আহ্বান' গল্পের উপজীব্য-

র. নাগরিক জীবন

রর. মানুষের সরলতা

ররর. সহজ জীবনধারা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :গ. রর ও ররর

১৫৮. 'আহ্বান' গল্পে উলিস্নখিত বুড়ির স্বামী বেঁচে থাকাকালে-

র. তাদের অভাব ছিল না

রর. পুকুরভরা মাছ ছিল

ররর. তাদের গোলাভরা ধান ছিল

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

উত্তর :খ. র ও ররর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে