জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৭ জুলাই ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জেনেরেটর
প্রশ্ন :নিউটন হলো- উত্তর:বলের একক। প্রশ্ন :একক সময়ে শব্দ যে দুরত্ব অতিক্রম করে তাকে বলে- উত্তর:শব্দের গতি। প্রশ্ন :শব্দ বিস্তারের জন্য প্রয়োজন হয়- উত্তর:বায়বীয় মাধ্যমের। প্রশ্ন :রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর যে রশ্মি নির্গত হয়- উত্তর:গামা রশ্মি। প্রশ্ন :উষ্ণতার একক পরিমাপ করা হয়- উত্তর:কেলভিন। প্রশ্ন :সূর্য রশ্মি কি গতিতে গমন করে? উত্তর:সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে। প্রশ্ন :সমুদ্র নীল দেখানোর কারণ হলো- উত্তর:আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণ। প্রশ্ন :জেনেরেটরে উৎপাদিত কারেন্টকে বৃদ্ধি করে- উত্তর:কয়েলে পেঁচ সংখ্যা বৃদ্ধি করে। প্রশ্ন :চুম্বকের আকর্ষণ বেশি- উত্তর:দুই মেরুতে। প্রশ্ন :প্যাসকেলের সূত্রটি প্রযোজ্য- উত্তর:তরল ও বায়বীয় পদার্থের ক্ষেত্রে। প্রশ্ন :দুটি স্বচ্ছ মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মির দিক পরিবর্তনের ঘটনাকে বলে- উত্তর:প্রতিসরণ। প্রশ্ন :২০ক্ক সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট- উত্তর: ৬৮ক্ক ঋ প্রশ্ন :স্যাকারিন প্রস্তুত করা হয়- উত্তর:টলুইন হতে। প্রশ্ন :যে ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে বলে- উত্তর:মৌলিক ধাতু। প্রশ্ন :লোহিত রক্ত কণিকা কীভাবে গঠিত হয়? উত্তর :কতকগুলো অস্থির লাল অস্থিমজ্জা থেকে লোহিত রক্ত কনিকা তৈরি হয়। প্রশ্ন :রক্তচাপ কয় ধরনের ও কী কী? উত্তর :রক্তচাপ দুই ধরনের- ১. সিস্টোলিক চাপ ও ২. ডায়াস্টোলিক চাপ। প্রশ্ন :একজন পূর্ণ বয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক চাপ এবং ডায়াস্টোলিক চাপ কত? উত্তর :একজন পূর্ণ বয়স্ক স্বাভাবিক মানুষের সিস্টোলিক চাপ ১২০ এবং ডায়াস্টোলিক চাপ ৮০। প্রশ্ন :স্ট্রোক কেন হয়? উত্তর :মস্তিষ্কের কোনো একটি ধমনিতে রক্ত সরবরাহ বন্ধ হলে স্ট্রোক হয়।