চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) 'অ্যাডভান্সড এক্সেল' শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তরুণ শিক্ষার্থীদের আগামী দিনের কর্মক্ষেত্রে আরও দক্ষ করে গড়ে তুলতে এই কর্মশালার আয়োজন করা হয়। নগরীর জামাল খান ক্যাম্পাসের মাল্টিমিডিয়া ল্যাবে সিআইইউ ইনট্রিনসিক ফাইন্যান্স ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই কর্মশালার আয়োজন করে।
এতে অতিথি ছিলেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সিস্টেম এনালিস্ট আবদুলস্নাহ বিন হুসেইন মেহেদী। এই সময় ভবিষ্যৎ ক্যারিয়ারে 'অ্যাডভান্সড এক্সেল'-এ পেশাগত দক্ষতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি প্রাথমিক এক্সেলের গুরুত্বের সঙ্গে রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, ডেটা এন্ট্রি, এক্সেল প্রোগ্রাম, ওয়ার্কশিট, ফর্মুলা, ফাংশন, চার্টসহ সংশ্লিষ্ট নানান বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরেন। পরে কর্মশালা শেষে 'অ্যাডভান্সড এক্সেল' নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিস্টেম এনালিস্ট মেহেদী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি জয়দেব দেবনাথ, সাধারণ সম্পাদক ওয়াফিক ফায়রাস আলম, যুগ্ম সচিব প্রীতম পল অরূপ প্রমুখ।