দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
৪৯. একটি গ্রহের নগ্নীভবন এবং ক্ষয়ীভবনে ভূমিরূপের পরিবর্তন আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায়? ক. আঞ্চলিক ভূগোল খ. সংখ্যাতাত্ত্বিক ভূগোল গ. ভূমিরূপবিদ্যা ঘ. মৃত্তিকা ভূগোল উত্তর :গ. ভূমিরূপবিদ্যা ৫০. পৃথিবীর বায়ুমন্ডলের দীর্ঘমেয়াদি আবহাওয়ার ধরন এবং এর পরিপ্রেক্ষিতে পৃথিবীর প্রভাব আলোচনা হয় ভূগোলের কোন শাখায়? ক. জীব ভূগোল খ. জলবায়ুবিদ্যা গ. ভূমিরূপবিদ্যা ঘ. মৃত্তিকা ভূগোল উত্তর :খ. জলবায়ুবিদ্যা ৫১. পৃথিবীপৃষ্ঠের প্রাণিজগৎ এবং উদ্ভিদের বণ্টন ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? ক. মানব ভূগোল খ. আঞ্চলিক ভূগোল গ. জীব ভূগোল ঘ. অর্থনৈতিক ভূগোল উত্তর :গ. জীব ভূগোল ৫২. অশ্মমন্ডলের উপরিভাগের মৃত্তিকা এবং এর বণ্টন ও বিন্যাস আলোচনা করে ভূগোলের কোন শাখা? ক. পরিবহন ভূগোল খ. সংখ্যাতাত্ত্বিক ভূগোল গ. ভূমিরূপবিদ্যা ঘ. মৃত্তিকা ভূগোল উত্তর :ঘ. মৃত্তিকা ভূগোল ৫৩. মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি? ক. মহাবিশ্বের গঠন প্রণালি খ. জীবনযাত্রা নির্বাহ প্রণালি গ. ব্যবসা-বাণিজ্যের বিবর্তন ঘ. জনসংখ্যা বৃদ্ধির গতি-প্রকৃতি উত্তর :খ. জীবনযাত্রা নির্বাহ প্রণালি ৫৪. পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাত্রা ও কার্যকারণ অনুসন্ধান করে ভূগোলের কোন শাখা? ক. জনসংখ্যা ভূগোল খ.ভূমিরূপবিদ্যা গ. সংখ্যাতাত্ত্বিক ভূগোল ঘ. মানব ভূগোল উত্তর :ঘ. মানব ভূগোল ৫৫. ভূগোলের কোন শাখায় মানুষের বেঁচে থাকার জন্য অর্থনৈতিক কাজের বিষয় আলোচিত হয়? ক মানব ভূগোল খ সংখ্যাতাত্ত্বিক ভূগোল গ পরিবহণ ভূগোল ঘ অর্থনৈতিক ভূগোল উত্তর :ঘ. অর্থনৈতিক ভূগোল ৫৬. বনজসম্পদ ও খনিজসম্পদ ভূগোলের কোন শাখায় আলোচিত হয়? ক. প্রাকৃতিক ভূগোল খ. অর্থনৈতিক ভূগোল গ. আঞ্চলিক ভূগোল ঘ. পরিবহন ভূগোল উত্তর : খ অর্থনৈতিক ভূগোল ৫৭. ভূগোলের কোন শাখায় আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা হয়? ক. আঞ্চলিক ভূগোল খ. রাজনৈতিক ভূগোল গ. প্রাকৃতিক ভূগোল ঘ. মৃত্তিকা ভূগোল উত্তর : ক. আঞ্চলিক ভূগোল ৫৮. ভূগোলের কোন শাখায় রাজনৈতিক বিবর্তন, বিভাগ ও পরিসীমা এবং বিভাগের মধ্যস্থিত ভৌগোলিক বিষয় আলোচিত হয়? ক. আঞ্চলিক ভূগোল খ. রাজনৈতিক ভূগোল গ. নগর ভূগোল ঘ. প্রাকৃতিক ভূগোল উত্তর :খ রাজনৈতিক ভূগোল ৫৯. ভূগোলের কোন শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়? ক. সংখ্যাতাত্ত্বিক ভূগোল খ. মৃত্তিকা ভূগোল গ. আঞ্চলিক ভূগোল ঘ. পরিবহন ভূগোল উত্তর:ক. সংখ্যাতাত্ত্বিক ভূগোল ৬০. মানুষ ও পণ্যের একস্থান থেকে অন্যস্থানে স্থানান্তর আলোচনা করে কোন শাখা? ক. সংখ্যাতাত্ত্বিক ভূগোল খ. পরিবহন ভূগোল গ. মৃত্তিকা ভূগোল ঘ. জীব ভূগোল উত্তর :খ পরিবহন ভূগোল ৬১. একটি নগরীর বস্তি বিষয় ভূগোলের কোন শাখায় চর্চা করা হয়? ক. নগর ভূগোলে খ. জীব ভূগোলে গ. অর্থনৈতিক ভূগোলে ঘ. আঞ্চলিক ভূগোলে উত্তর:ক. নগর ভূগোলে ৬২. দুর্যোগ ব্যবস্থাপনার আলোচ্য বিষয় কোনটি? ক সমুদ্রপৃষ্ঠের উত্থান ও অবনমন খ দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস গ সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ ঘ সমুদ্রপথে যোগাযোগ উত্তর : খ দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস ৬৩. দুর্যোগ থেকে পরিবেশ ও সমুদ্র রক্ষার কৌশল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত? ক. সমুদ্রবিদ্যা খ. নগর ভূগোল গ. দুর্যোগ ব্যবস্থাপনা ঘ. পরিবহন ভূগোল উত্তর :গ. দুর্যোগ ব্যবস্থাপনা ৬৪. ভূগোলকে পরিবেশ বিজ্ঞান বলার কারণ কী? ক. ভূগোল পাঠে পরিবেশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান পাওয়া যায় খ. ভূগোল পরিবেশ প্রকৌশল নিয়ে আলোচনা করে গ. ভূগোল পরিবেশ সম্পর্কে জানতে উৎসাহ দেয় ঘ. পরিবেশের অভ্যন্তরীণ বিষয় ভূগোলে চিত্রিত আছে উত্তর :ক. ভূগোল পাঠে পরিবেশ সম্পর্কে যথেষ্ট জ্ঞান পাওয়া যায় ৬৫. জড় পরিবেশ এবং জীব পরিবেশ মিলে কী গঠিত হয়েছে? ক. মানুষের তৈরি পরিবেশ খ. গ্রামীণ পরিবেশ গ. সামাজিক পরিবেশ ঘ. প্রাকৃতিক পরিবেশ উত্তর :ঘ. প্রাকৃতিক পরিবেশ ৬৬. আমাদের চারপাশের পরিবেশ যা মানুষ তৈরি করতে পারে না, তাকে কোন ধরনের পরিবেশ বলা হয়? ক. মানুষের পরিবেশ খ. প্রাকৃতিক পরিবেশ গ. বাস্তুসংস্থান বিদ্যা ঘ. সামাজিক পরিবেশ উত্তর :খ. প্রাকৃতিক পরিবেশ ৬৭. মানুষের তৈরি পরিবেশকে কী বলা হয়? ক. ভৌত পরিবেশ খ. প্রাকৃতিক পরিবেশ গ. সামাজিক পরিবেশ ঘ. ভৌগোলিক পরিবেশ উত্তর: গ. সামাজিক পরিবেশ ৬৮. সামাজিক পরিবেশের উপাদান কোনটি? ক. পাহাড় খ. পর্বত গ. সাগর ঘ. শিক্ষা প্রতিষ্ঠান উত্তর :ঘ. শিক্ষা প্রতিষ্ঠান ৬৯. পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে কী গড়ে উঠেছে? ক. সামাজিক পরিবেশ খ. সজীব পরিবেশ গ. মনুষ্য পরিবেশ ঘ. জড় পরিবেশ উত্তর : ঘ. জড় পরিবেশ ৭০. মানুষের আচার-আচরণ, রীতিনীতি, মূল্যবোধ ইত্যাদি কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ক. ভৌগোলিক পরিবেশ খ. সামাজিক পরিবেশ গ. প্রাকৃতিক পরিবেশ ঘ. পারিবারিক পরিবেশ উত্তর :খ. সামাজিক পরিবেশ ৭১. চাকমা সমাজের আচার-আচরণ, শিক্ষা, উৎসব, অনুষ্ঠান নানা বিষয়ের বিভিন্ন দিকগুলো কোন পরিবেশের অন্তর্ভুক্ত? ক. প্রাকৃতিক পরিবেশের খ. সামাজিক পরিবেশের গ. রাজনৈতিক পরিবেশের ঘ. ভৌত পরিবেশের উত্তর :খ. সামাজিক পরিবেশের ৭২. পৃথিবীর জন্মলগ্ন থেকে জীবজগতের উদ্ভব কীভাবে হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করা যায় কোন শাস্ত্র পাঠে? ক. ইতিহাস খ. ভূগোল ও পরিবেশ গ. সমাজবিজ্ঞান ঘ. প্রাণিবিজ্ঞান উত্তর :খ. ভূগোল ও পরিবেশ ৭৩. কোন শাস্ত্র পাঠে পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য জানা যায়? ক. ভূগোল ও পরিবেশ খ. সামাজিক বিজ্ঞান গ. রাষ্ট্রবিজ্ঞান ঘ. জীববিজ্ঞান উত্তর :ক. ভূগোল ও পরিবেশ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়