একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ১৬ জুলাই ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
আহ্বান
১২৬. নিচের কোনটি ভিন্নার্থক শব্দ?
ক. দরজা খ. দাওয়া
গ. রোয়াক ঘ. বারান্দা
উত্তর :ক. দরজা
১২৭. 'চুকে যাওয়া' বলতে কী বোঝায়?
ক. চুপি চুপি যাওয়া
খ. চুলকানি হওয়া
গ. মিটে যাওয়া বা শেষ হওয়া
ঘ. চলে যাওয়া
উত্তর :গ. মিটে যাওয়া বা শেষ হওয়া
১২৮. 'ও আম কিসের?' এ বাক্যের অর্থ কী?
ক. আম কার কাছ থেকে আনা
খ. আম কেন দেওয়া হচ্ছে
গ. আম বিশুদ্ধ কিনা
ঘ. আম কোথায় পেয়েছে
উত্তর :খ. আম কেন দেওয়া হচ্ছে
১২৯. 'ধড়মড়' কোন ধরনের শব্দ?
ক. যৌগিক শব্দ
খ. দ্বিরুক্তি শব্দ
গ. বাগধারা জাতীয় শব্দ
ঘ. বিশেষণবাচক শব্দ
উত্তর :খ. দ্বিরুক্তি শব্দ
১৩০. উঠো না, ও কী? -বাক্যে কী প্রকাশ পেয়েছে?
ক. শাসন খ. ভালোবাসা
গ. উৎকণ্ঠা ঘ. শ্রদ্ধা
উত্তর :গ. উৎকণ্ঠা
১৩১. 'কনে থেকে এলে" বলতে কোনটি বোঝায়?
ক. কোথায় রাত কাটিয়ে এলে
খ. হঠাৎ আবির্ভাব হলে কেমন করে
গ. কীভাবে এলে
ঘ. কতদিন পর এলে
উত্তর : খ. হঠাৎ আবির্ভাব হলে কেমন করে
১৩২. 'অনুযোগ' শব্দের অর্থ কী?
ক. উপযোগ খ. বিরক্তি
গ. নালিশ ঘ. স্বীকারোক্তি
উত্তর :গ. নালিশ
১৩৩. 'চক্কোত্তি' মূলত কোন উপাধির সংক্ষিপ্ত রূপ?
ক. গঙ্গোপাধ্যায় খ. বন্দ্যোপাধ্যায়
গ. চক্রবর্তী ঘ. মুখোপাধ্যায়
উত্তর :গ. চক্রবর্তী
১৩৪. 'গোলাপোরা' শব্দের অর্থ কী?
ক. মাঠ ভরা
খ. উঠোন ভরা
গ. গোলা ভরা
ঘ. চালা ভরা
উত্তর :গ. গোলা ভরা
১৩৫. 'অন্ধের নড়ি'-এ বিষয়টির সমার্থক বাগধারা কোনটি?
ক. গোবর গনেশ খ. অন্ধের ষষ্ঠী
গ. ধর্মপুত্র যুধিষ্টির ঘ. আলালের ঘরের দুলাল
উত্তর :খ. অন্ধের ষষ্ঠী
১৩৬. 'দাওয়া' শব্দের অর্থ কী?
ক. দরজা খ. চৌকাঠ
গ. জানালা ঘ. বারান্দা
উত্তর :ঘ. বারান্দা
১৩৭. 'আহ্বান' গল্পটির রচয়িতা কে?
ক. শরৎ সমগ্র
খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি
গ. বঙ্কিম মানস
ঘ. রোকেয়া রচনাবলি
উত্তর :খ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলি
১৩৮. 'ময়লা ছেঁড়া কাপড়ের প্রান্ত' শব্দগুচ্ছে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. ভিখিরির বেশ খ. ময়লা-নোংরা বেশভূষা
গ. দারিদ্র্যের চরম দশা ঘ. ভিখিরির জীবনযাপন
উত্তর :গ. দারিদ্র্যের চরম দশা
১৩৯. 'আহ্বান' গল্পে বৃদ্ধার সব দিন কী জুটতো না?
ক. ভিক্ষা খ. চাল
গ. টাকা ঘ. ভাত
উত্তর :ঘ. ভাত
১৪০. বেলা বারোটার দিকে বুড়ির নাতজামাই কেন যেতে বলেছে?
ক. বুড়িকে দেখতে যাওয়ার জন্য
খ. কাফনের কাপড় নিয়ে যাওয়ার জন্য
গ. বুড়িকে মাটি দেয়ার জন্য
ঘ. বুড়ির জন্য কবর খুঁড়তে
উত্তর :গ. বুড়িকে মাটি দেয়ার জন্য
১৪১. 'আহ্বান' গল্পে 'আমার বড্ড কষ্ট'-'আহবান' গল্পের এ উক্তিটি কার?
ক. গণির খ. নসরের
গ. বৃদ্ধার ঘ. খুঁটির
উত্তর :গ. বৃদ্ধার
১৪২. 'মন পুড়ে যাওয়া' বলতে আহ্বান গল্পে কোনটি বোঝানো হয়েছে?
ক. খুশি হওয়া খ. কষ্ট পাওয়া
গ. মায়া লেগে যাওয়া ঘ. স্নেহ করা
উত্তর : খ. কষ্ট পাওয়া
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়