মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

পঞ্চম শ্রেণির বাংলা

  ১৬ জুলাই ২০২৪, ০০:০০
পঞ্চম শ্রেণির বাংলা

দুই তীরে

যুক্তবর্ণ বিভাজন ও বাক্যে প্রয়োগ

নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে তৈরি ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও।

ষ্ট, ন্দ্র, ন্ড, ল্প, ক্ষ, চ্ছ, ন্ধ, ন্দ, দ্র, স্ত।

উত্তর :

ষ্ট - ষ + ট = নষ্ট, ু খাবারগুলো নষ্ট হয়ে গেছে।

ন্দ্র ু ন + দ + র-ফলা ( ্র) = তন্দ্রা, খোকা তন্দ্রায় ঢুলছে।

ন্ড ু ণ + ড = প্রচন্ড, রাতুল প্রচন্ড ভয় পেয়েছে।

ল্প ু ল + প = গল্প, আমার গল্প শুনতে ভালো লাগে।

ক্ষ ু ক + ষ = ক্ষমা, ক্ষমা মহৎ কাজ।

চ্ছ ু চ + ছ = গচ্ছিত, মায়ের কাছে আমার কিছু টাকা গচ্ছিত আছে।

ন্ধ ু ন + ধ = বন্ধ, জানালাটা বন্ধ করে দাও।

ন্দ ু ন + দ = বন্দি, সারাক্ষণ ঘরে বন্দি থাকতে ভালো লাগে না।

দ্র ু দ + র-ফলা = ক্ষুদ্র, ক্ষুদ্র পিঁপড়াও সময়ের মূল্য জানে।

স্ত = স + ত = সমস্ত, বাবা সমস্ত কাজ একাই করলেন।

এককথায় প্রকাশ/ক্রিয়াপদের চলিতরূপ লিখন

ক্রিয়াপদের চলিত রূপ লেখো।

ফুটিয়াছে, যাইতেছে, বাঁধিল, মিলাইয়া, দিয়াছে

উত্তর :

\হসাধু রূপ চলিত রূপ

\হফুটিয়াছে ফুটেছে

\হযাইতেছে যাচ্ছে

\হবাঁধিল বাঁধল

\হমিলাইয়া মিলিয়ে

\হদিয়াছে দিয়েছে

\হবিপরীত/সমার্থক শব্দ লিখন

\হনিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো।

\হনদী, তট, বন, ঘর, জল।

\হউত্তর :

\হমূল শব্দ সমার্থক শব্দ

\হনদী তরঙ্গিণী, তটিনী

\হতট কূল, তীর

\হবন অরণ্য, জঙ্গল

\হঘর গৃহ, আবাসস্থল

\হজল পানি, বারি

\হনিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো।

\হমিল, বাঁকা, রোদ, ঘন, সুন্দর।

\হউত্তর :

\হমূল শব্দ - বিপরীত শব্দ

\হমিল - অমিল

\হবাঁকা - সোজা

\হরোদ - বৃষ্টি

\হঘন - পাতলা

\হসুন্দর - অসুন্দর

কবিতার চরণ সাজিয়ে লিখন এবং কবিতা, কবির নাম ও প্রশ্নোত্তর লিখন :

নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :

শরৎকাল যে নির্জনে

তটের চারিপাশ,

আমি ভালোবাসি আমার

যেথায় ফুটে কাশ

চকাচকির ঘর।

নদীর বালুচর,

ক) কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো।

খ) কবিতাংশটি কোন কবিতার অংশ?

গ) কবিতাটির কবির নাম কী?

ঘ) শরৎকালে নদীর বালুচরে কী কী ঘটে?

উত্তর :

ক) কবিতার লাইনগুলো নিচে পর পর সাজিয়ে লেখা হলো-

\হআমি ভালোবাসি আমার

\হনদীর বালুচর,

\হশরৎকাল যে নির্জনে

\হচকাচকির ঘর।

\হযেথায় ফোটে কাশ

\হতটের চারিপাশ,

খ) কবিতাংশটি 'দুই তীরে' কবিতার অংশ।

গ) কবিতাটির কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর।

ঘ) শরৎকালে নদীর বালুচরে :

\হ(১) চকাচকিরা নিরালায় ঘর বাঁধে।

\হ(২) তটের চারপাশজুড়ে কাশফুল ফোটে।

সুন্দরবনের প্রাণী

শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।

অপার, সম্ভার, রয়্যাল, ভয়ঙ্কর, অমূল্য, বিলুপ্ত।

অপার- অগাধ, অসীম।

সম্ভার- বিভিন্ন উপাদান, বিভিন্ন জিনিস।

রয়্যাল -রাজকীয়।

ভয়ঙ্কর - ভীষণ, ভীতিজনক।

অমূল্য - যার মূল্য নির্ধারণ করা যায় না।

বিলুপ্ত - যা লোপ পেয়েছে।

২. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।

ভয়ঙ্কর বিলুপ্ত অপার

রয়্যাল সম্ভার অমূল্য

ক. বাংলাদেশ সৌন্দর্যে ভরপুর।

খ. প্রকৃতির অপার সমুদ্রের নিচে রয়েছে।

গ. বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে বেঙ্গল টাইগার।

ঘ. বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার।

ঙ. রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের সম্পদ।

চ. শকুন বাংলাদেশে এখন প্রায় পাখি।

উত্তর : ক. অপার; খ. সম্ভার; গ. রয়্যাল; ঘ. ভয়ঙ্কর; ঙ. অমূল্য; চ. বিলুপ্ত।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে