দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ
প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
৩২. পৃথিবীর অধিবাসী সম্পর্কে বর্ণনা আমরা কী পাঠ করে জানতে পারি?
ক. রাষ্ট্রবিজ্ঞান খ. সামাজিক বিজ্ঞান
গ. সমাজবিজ্ঞান ঘ. ভূগোল
উত্তর :ঘ. ভূগোল
৩৩. ভূগোলকে প্রকৃতির বিজ্ঞানের সাথে আর কী বিজ্ঞান বলা হয়?
ক. প্রকৃতি ও পরিবেশের বিজ্ঞান
খ. ভূগোল ও সমাজের বিজ্ঞান
গ. পরিবেশ ও সমাজের বিজ্ঞান
ঘ. ভূগোল ও পরিবেশের বিজ্ঞান
উত্তর :গ. পরিবেশ ও সমাজের বিজ্ঞান
৩৪. ভূগোলকে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান বলা হয় কেন?
ক. প্রকৃতি সম্পর্কে বিশেষ ধারণা দেয়
খ. প্রকৃতির আচরণ নিরীক্ষা করে
গ. প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করে
ঘ. প্রকৃতির গঠনপ্রণালি আলোচনা করে
উত্তর :ক. প্রকৃতি সম্পর্কে বিশেষ ধারণা দেয়
৩৫. সিলেটের পাহাড়ি এলাকা ভ্রমণ শেষে রায়হান তার বন্ধু সাকিলের কাছে সেখানকার গাছপালা, কীটপতঙ্গ, পশুপাখি সম্পর্কে অনেক তথ্য জানায়। এখানে পরিবেশের কোন উপাদানের কথা বলা হয়েছে?
ক. জড় উপাদান খ. সাংস্কৃতিক উপাদান
গ. জীব উপাদান ঘ. অর্থনৈতিক উপাদান
উত্তর :গ. জীব উপাদান
৩৬. গ্রামে এখন দালানকোঠা, পাকা সড়ক, উন্নত স্যানিটেশন ও আধুনিক স্বাস্থ্য ব্যবস্থা লক্ষ করা যায়। এ ধরনের কর্মকান্ডে মানুষ ও পরিবেশের কোন ধরনের সম্বন্ধ প্রকাশ পায়?
ক. পারস্পরিক ক্রিয়ার খ. অর্থনৈতিক ক্রিয়াকলাপের
গ. মিথষ্ক্রিয়ার ঘ. যোগাযোগের
উত্তর :গ. মিথষ্ক্রিয়ার
৩৭. মানুষ ও পরিবেশের মধ্যে মিথুষক্রিয়ার সম্পর্কের মূলে কী আছে?
ক. নিয়মকানুন খ. বৈষম্য
গ. কার্যকারণের খেলা ঘ. পারস্পরিক সম্পর্ক
উত্তর :গ. কার্যকারণের খেলা
৩৮. পৃথিবীর পরিবেশের মধ্যে থেকে মানুষের বেঁচে থাকার সংগ্রাম সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনা কোন বিষয়ের অন্তর্গত?
ক. পরিবেশ খ. ভূগোল
গ. সামাজিকতা ঘ. রাজনীতি
উত্তর :খ. ভূগোল
৩৯. জীব বলতে কী বোঝায়?
ক. যাদের জীবন ও মৃতু্য আছে
খ. যারা অসার ও অচল থাকে
গ. যাদের জীবন আছে কিন্তু মৃতু্য নেই
ঘ. যাদের জন্মও নেই মৃতু্যও নেই
উত্তর : ক. যাদের জীবন ও মৃতু্য আছে
৪০. কুয়াকাটা সমুদ্র সৈকতে গেলে সেখানকার প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হতে হয়। এখানে পরিবেশের কোন উপাদানের কথা বলা হয়েছে?
ক. জড় উপাদান খ. জীব উপাদান
গ. সামাজিক উপাদান ঘ. অর্থনৈতিক উপাদান
উত্তর :ক জড় উপাদান
৪১. ভূগোলের বিষয়বস্তু হলো-
র. পরিবেশে মানুষের কর্মকান্ড
রর. পরিবেশে মানুষের আয় উপার্জন
ররর. পরিবেশে মানুষের বেঁচে থাকার সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
৪২. ভূগোল বিশ্লেষণ করে-
র. প্রকৃতি, মানুষ ও সমাজ
রর. অর্থনীতি ও সংস্কৃতি
ররর. জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক অবস্থা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :খ. র ও ররর
৪৩. প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়-
র. বায়ু, মাটি, পানি নিয়ে
রর. পাহাড়, নদী, সাগর নিয়ে
ররর. গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ নিয়ে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও :
মি. লুৎফর চৌধুরী সপরিবারে বান্দরবানে বেড়াতে এসে পাহাড়, পর্বত, গাছপালা দেখে মুগ্ধ হলেন। অথচ তার জন্মস্থান যশোরে এসব দেখা যায় না।
৪৪. অনুচ্ছেদে মি. লুৎফর চৌধুরী বান্দরবানের সাথে তার জন্মস্থানের কোন বিষয়ের পার্থক্য লক্ষ করলেন?
ক. জীব পরিবেশের খ. জড় পরিবেশের
গ. সামাজিক পরিবেশের ঘ. প্রাকৃতিক পরিবেশের
উত্তর :ঘ. প্রাকৃতিক পরিবেশের
৪৫. এ দুই স্থানের পরিবেশগত বৈচিত্র্যের কারণে লক্ষ করা যায়-
র. মানুষের আলাদা আচার-আচরণ
রর. উৎসব অনুষ্ঠানে ভিন্নতা
ররর. সামাজিক রীতিনীতিতে পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর :ঘ. র, রর ও ররর
৪৬. ভূগোলের কোন শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে?
ক. মানব ভূগোল খ. রাজনৈতিক ভূগোল
গ. প্রাকৃতিক ভূগোল ঘ. মৃত্তিকা ভূগোল
উত্তর :গ. প্রাকৃতিক ভূগোল
৪৭. পৃথিবীর বায়ুমন্ডল, বারিমন্ডল ও জলবায়ু ভূগোলের কোন শাখায় আলোচিত হয়?
ক . প্রাকৃতিক ভূগোল খ. মানব ভূগোল
গ. আঞ্চলিক ভূগোল ঘ. ঐতিহাসিক ভূগোল
উত্তর :ক. প্রাকৃতিক ভূগোল
৪৮. আনজানা লাইব্রেরিতে একটি বইয়ে পৃথিবীর ভূমিরূপ, বায়ুমন্ডল, জলবায়ু ইত্যাদির সচিত্র বিবরণ লক্ষ করে। এ বইটি ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
ক. জলবায়ু বিদ্যা খ. ভূমিরূপ বিদ্যা
গ. প্রাকৃতিক ভূগোল ঘ. জনসংখ্যা ভূগোল
উত্তর :গ. প্রাকৃতিক ভূগোল
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়