আহ্বান
১০১. লেখক দুধের দাম দিতে চাইল কেন?
ক. বৃদ্ধা দাম চেয়েছিল তাই
খ. দুধ আনা কষ্ট ছিল তাই
গ. দুধ খুব ভালো ছিল তাই
ঘ. বৃদ্ধা খুব দরিদ্র ছিল তাই
উত্তর :ঘ. বৃদ্ধা খুব দরিদ্র ছিল তাই
১০২. চক্রবর্তী উপাধির সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. বাটুজ্যে খ. চড়ুয্যে
গ.চক্কোত্তি ঘ.চক্কাত্তি
উত্তর :গ.চক্কোত্তি
১০৩. 'দেশে ঘরবাড়ি নেই অনেকদিন থেকেই-বাক্যটিতে কী প্রকাশ পেয়েছে?
ক.আর্থিক অনটন খ.ভবঘুরে অবস্থা
গ.দীর্ঘদিন গ্রামে না থাকা ঘ.সংসারে অভিজ্ঞ না থাকা
উত্তর :গ.দীর্ঘদিন গ্রামে না থাকা
১০৪. বুড়ির বাড়িতে লেখকের যাওয়া হলো না কেন?
ক.লেখক অসুস্থ ছিল তাই
খ.লেখক ব্যস্ত ছিল তাই
গ.লেখক গ্রামে ছিল না তাই
ঘ.লেখক যেতে চায় নি তাই
উত্তর :খ.লেখক ব্যস্ত ছিল তাই
১০৫. 'কেন বাবা, পয়সা কেন?'-বুড়ির এ বক্তব্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. অল্প পয়সা দেখে খ. বিক্রয় করবে না তাই
গ.লেখকের প্রতি স্নেহ ঘ.আতিথেয়তা
উত্তর :গ. লেখকের প্রতি স্নেহ
১০৬. লেখক বুড়িকে কিছু পয়সা দিয়েছিল কেন?
ক. দাম মেটানোর জন্য খ. ভালোবাসার জন্য
গ.অভাব মেটানোর জন্য ঘ. ঋণশোধ করার জন্য
উত্তর :গ. অভাব মেটানোর জন্য
১০৭. 'আহ্বান' গল্পলেখক বড় আমবাগানের মধ্য দিয়ে কোথায় যাচ্ছিলেন?
ক. নদীর দিকে খ. ডাক্তারের কাছে
গ. খুড়োর কাছে ঘ. বাজারের দিকে
উত্তর:ঘ.বাজারের দিকে
১০৮. 'গোলাপোরা ধান, গোয়ালপোরা গরু' বলতে কোন সময়ের কথা বোঝানো হয়েছে?
ক. যখন দেশে মানুষ কম ছিল
খ. যখন অনেক অভাব ছিল
গ. যখন দেশে কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি ছিল
ঘ.যখন দেশে কোনো অভাব ছিল না
উত্তর :ঘ. যখন দেশে কোনো অভাব ছিল না
১০৯. 'গাছের আম বেশ কড়া মিষ্টি' বলতে কী বোঝায়?
ক. গাছে ধরলে আম মিষ্টি হয়
খ. নিজের এবং চেনাজানা গাছের ভালো জাতের আম মিষ্টি হয়
গ. গাছে না ধরলে আম মিষ্টি হয় না
ঘ. বাজার থেকে কেনা আম, গাছের নয় বলে মিষ্টি হয় না
উত্তর :খ. নিজের এবং চেনাজানা গাছের ভালো জাতের আম মিষ্টি হয়
১১০. 'আহ্বান করে এনেছে' বলতে কী বোঝায়?
ক. লেখকের বাবার বন্ধু কর্তৃক লেখককে পৈতৃক বাড়িতে আনা
খ. নিমন্ত্রণ দিয়ে বাড়িঘর দেখাতে নিয়ে আসা
গ. বুড়ির আত্মার অদৃশ্য ডাকে লেখকের গ্রামে ফিরে আসা
ঘ. বুড়ির অসুস্থতার পর মধ্যবয়সী স্ত্রীলোক কর্তৃক লেখককে ডেকে আনা
উত্তর :গ. বুড়ির আত্মার অদৃশ্য ডাকে লেখকের গ্রামে ফিরে আসা
১১১. 'মলিন বালিশ' বলতে কী বোঝায়?
ক. মরা মানুষের বালিশ খ.পুরনো বালিশ
গ. দুঃখী বালিশ ঘ. ছেঁড়া বালিশ
উত্তর :খ. পুরনো বালিশ
১১২. 'আহ্বান' গল্পের আলোকে মানুষের প্রকৃত সুখ কীসে আসে?
ক. ধন-দৌলতের প্রাচুর্য খ. সঙ্গীতচর্চায়
গ. জ্ঞানে-গুণে ঘ.আন্তরিকতায়
উত্তর :ঘ. আন্তরিকতায়
১১৩. 'মন পুড়ে যাওয়া বলতে 'আহ্বান' গল্পে কোনটি বোঝানো হয়েছে?
ক. খুশি হওয়া খ. কষ্ট পাওয়া
গ. মায়া লেগে যাওয়া ঘ. স্নেহ করা
উত্তর :খ.কষ্ট পাওয়া
১১৪. 'দিলাম এক কোদাল মাটি।'- উক্তিটি কার?
ক. বুড়ির খ. বুড়ির পাতানো মেয়ের
গ. চক্কোত্তি মশায়ের ঘ. লেখকের
উত্তর :ঘ. লেখকের
১১৫. 'ফুকড়ো' শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
ক. তৎসম খ. তদ্ভব
গ. দেশি ঘ. বিদেশি
উত্তর :খ. তদ্ভব
১১৬. 'ঘটকালি' শব্দটি ব্যাকরণের কোন নিয়মে পড়ে?
ক. প্রত্যয় খ. বাগধারা
গ. সন্ধি ঘ. সমাস
উত্তর :ক. প্রত্যয়
১১৭. 'আহ্বান' গল্পটির উৎস কী?
ক. গল্পগ্রন্থ খ. গল্পগুচ্ছ
গ. বিভূতিভূষণের রচনাবলি ঘ. বিভূতিভূষণের গল্পসমগ্র
উত্তর : গ. বিভূতিভূষণের রচনাবলি
১১৮. 'আহ্বান' গল্পে ব্যবহৃত কোন শব্দটি পূজারি ব্রাহ্মণের উপাধি নির্দেশ করে?
ক. বাড়ুয্যে খ. ঘুঁটি
গ. চক্কোত্তি ঘ. মুখুজ্যে
উত্তর :গ. চক্কোত্তি
১১৯. 'নড়ি' শব্দের অর্থ কী?
ক. নাড়ু খ. বাঁশ
গ. লাঠি ঘ. নড়বড়ে
উত্তর :গ. লাঠি
১২০. 'আহ্বান' গল্পে ব্যবহৃত দ্বিরুক্তি শব্দ কোনটি?
ক. ঘচ্ঘচ্ খ. খচ্খচ্
গ. টিপ্টিপ্ ঘ. ঠক্ঠক্
উত্তর :ঘ. ঠক্ঠক্
১২১. 'লাঠি' শব্দটির কোন প্রতিশব্দ 'আহ্বান' গল্পে ব্যবহৃত হয়েছে?
ক. দন্ড খ. নড়ি
গ. চিকন কাঠ ঘ. বাঁশ
উত্তর :খ. নড়ি
১২২. 'অন্ধের নড়ি' বাগধারাটির সঠিক অর্থ কী?
ক. অন্ধ লোকের নড়ি
খ. যে নড়ি অন্ধ
গ. অসহায়ের একমাত্র অবলম্বন
ঘ. সহায়ক লাঠি
উত্তর :গ. অসহায়ের একমাত্র অবলম্বন
১২৩. 'গোয়ালপোরা গরু' বলতে কী বোঝায়?
ক. গোয়াল পালানো গরু
খ. গোয়াল ভরা গরু
গ. গোয়ালশূন্য গরু
ঘ. গোয়ালে পুড়েছে যে
উত্তর : খ. গোয়াল ভরা গরু
১২৪. 'গোলাপোরা ধান'-এখানে 'পোরা' অর্থ কী?
ক. পুড়ে যাওয়া খ.থেকে
গ. ভরা ঘ. রাখা
উত্তর :গ. ভরা
১২৫. করাত দিয়ে কাঠ কেটে যারা জীবিকা নির্বাহ করে, তাদের এককথায় কী বলে?
ক. কাঠুরে খ. করাতি
গ. কাঠমিস্ত্রি ঘ. কাঠিয়াল
উত্তর :খ. করাতি
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়