সাধারণ জ্ঞান

জানার আছে অনেক কিছু

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
হাইগ্রোমিটার
প্রশ্ন :সূর্য থেকে পৃথিবীতে শব্দ আসতে সময় লাগে- উত্তর:৮.৩২ মিনিট। প্রশ্ন :টেলিফোনের আবিষ্কারক- উত্তর:আলেকজান্ডার গ্রাহাম বেল। প্রশ্ন :ভূমিকম্প মাপার যন্ত্র- উত্তর:সিসমোগ্রাফ বা সিসমোমিটার। প্রশ্ন :বাতাসের আদ্রতা পরিমাপ যন্ত্র- উত্তর:হাইগ্রোমিটার। প্রশ্ন :পানিকে বরফে পরিণত করলে এর আয়তন- উত্তর:বাড়ে। প্রশ্ন :শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ- উত্তর:কম থাকে। প্রশ্ন :উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র- উত্তর:ট্যাকোমিটার। প্রশ্ন :আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক'কে বলে- উত্তর:কেলভিন। প্রশ্ন :জন্ডিস আক্রান্ত হয়- উত্তর:যকৃতে। প্রশ্ন :চুম্বকে পরিণত করা যায়- উত্তর:ইস্পাত। প্রশ্ন :ভারী পানির রাসায়নিক সংকেত- উত্তর:উ২ঙ প্রশ্ন :চা তাড়াতাড়ি ঠান্ডা হয়- উত্তর:কালো রঙের কাপে। প্রশ্ন :লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়- উত্তর:দস্তা। প্রশ্ন :ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল- উত্তর:পারদ। প্রশ্ন :শব্দের গতি সবচেয়ে বেশি- উত্তর:কঠিন মাধ্যমে। প্রশ্ন :লাল ও সবুজ রং মিশিয়ে পাওয়া যায়- উত্তর:হলুদ রং। প্রশ্ন :লোহার প্রধান আকরিক হলো- উত্তর:হেমাটাইট। প্রশ্ন :'জলাতঙ্ক' এর ভাইরাস হলো- উত্তরর্:যাবিস ভাইরাস। প্রশ্ন :সবুজ কাচ পাওয়া যায়- উত্তর:ক্রোমিয়াম থেকে। প্রশ্ন :আমিষের সহজলভ্য উৎস হলো- উত্তর:চীনাবাদাম। প্রশ্ন :সকল সম্পূরক উদ্ভিদ- উত্তর:স্বভোজী। প্রশ্ন :'গলগন্ড' রোগ হয়- উত্তর:আয়োডিনের অভাবে। প্রশ্ন :ভাইরাস একটি- উত্তর:অকোষীয় জীব। প্রশ্ন :দুধের রং সাদা হয়- উত্তর:কার্বোহাইড্রেটের জন্যে।