পঞ্চম শ্রেণির বাংলা

প্রকাশ | ১৫ জুলাই ২০২৪, ০০:০০

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
দুই তীরে পাঠ্যবই বহির্ভূত যোগ্যতাভিত্তিক প্রশ্ন নিচের কবিতাংশটি প্রশ্নগুলোর উত্তর লেখো। আমারে চেনো না? আমি যে কানাই। ছোকানু আমার বোন। তোমার সঙ্গে বেড়াবো আমরা মেঘনা, পদ্মা, শোন। সব নাও, মাঝি, চকচকে সিকি এই আনি দুটো, তাও। লক্ষ্ণী তো, মোরে-আর ছোকানুরে নৌকায় তুলে নাও। শুয়ে-শুয়ে দেখি অবাক আকাশ, আকাশ মস্ত বড়ো, পৃথিবীর সব নীল রং বুঝি সেখানে করেছে জড়ো। সারাদিন গেল, সূর্য লুকালো জলের তলার ঘরে, সোনা হয়ে জ্বলে পদ্মার জল কালো হলো তার পরে সন্ধ্যার বুকে তারা ফুটে ওঠে- এবার নামাও পাল, গান ধরো, মাঝি; জলের শব্দ ঝুপঝুপ দেবে তাল। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১. ছোকানু কানাইয়ের কী হয়? ক. ভাই খ. বন্ধু গ. বোন ঘ. শিক্ষক উত্তর :গ. বোন ২. কোনটি 'সূর্য' শব্দের সমার্থক? ক. দিবাকর খ. শশী গ. যামিনী ঘ. দিবস উত্তর :ক. দিবাকর ৩. কানাই কখন মাঝিকে গান গাইতে বলে? ক. আকাশে মেঘ জমলে খ. সূর্য অস্ত গেলে গ. বৃষ্টি হলে ঘ. সূর্যের উদয় হলে উত্তর :খ. সূর্য অস্ত গেলে ৪. কানাই কী দেখে আশ্চর্য হয়? ক. ঘন নীল আকাশ খ. পদ্মা, মেঘনা, শোন গ. সূর্যের অস্ত যাওয়া ঘ. চকচকে নতুন সিকি উত্তর :ক. ঘন নীল আকাশ; ৫. কবিতাংশে মূলত প্রকাশিত হয়েছে- ক. নৌভ্রমণের বাসনা খ. শরতের আকাশের বর্ণনা গ. ভাইবোনের ভালোবাসা ঘ. নদীর সৌন্দর্যের কথা উত্তর :ক. নৌভ্রমণের বাসনা নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। শব্দ অর্থ লক্ষ্ণী শান্ত স্বভাব। মস্ত বিশাল। সিকি চার আনা বা ২৫ পয়সা মূল্যের মুদ্রা। অবাক বিস্মিত। জড়ো একত্রে স্তূপ দেওয়া। পাল বায়ু ভরে নৌকা চালানোর মাস্তুলে লাগানো কাপড়। ক) দাদু খড়গুলো করছেন। খ) তুলে দেওয়ায় নৌকার গতি বেড়ে গেল। গ) ছেলেদের সবাই ভালোবাসে। ঘ) হাতি এক প্রাণী। ঙ) সুমনের গানের গলা সবাইকে করে দিল। \হউত্তর : ক) জড়ো; খ) পাল; গ) লক্ষ্ণী; ঘ) মস্ত; ঙ) অবাক। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক) কানাই সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। উত্তর : কানাই সম্পর্কে পাঁচটি বাক্য : ১) কানাই পদ্মা, মেঘনা, শোন ইত্যাদি নদীতে বেড়াতে চায়। ২) কানাইয়ের বোনের নাম ছোকানু। ৩) কানাই মাঝিকে অনুরোধ করে তাকে আর ছোকানুকে নৌকায় তুলে নিতে। ৪) কানাই মাঝিকে চকচকে সিকি ও দুটো আনি দিতে চায়। ৫) কানাই গাঢ় নীল আকাশ দেখে আশ্চর্য হয়। খ) কানাই মাঝিকে কেন, কীভাবে নিতে অনুরোধ করে? পাঁচটি বাক্যে লেখো। উত্তর : কানাইয়ের মনে নৌকায় করে নানা নদীর সৌন্দর্য উপভোগ করার বাসনা। তাই সে মাঝিকে তার নৌকায় তুলে নেওয়ার অনুরোধ করে। মাঝিকে কানাই চকচকে দুটো আনি দিতে চায়। তাকে লক্ষ্ণী বলে সম্বোধন করে। এভাবে নৌকায় তুলে নিতে কানাই মাঝির কাছে অনুনয় করে। গ) সন্ধ্যায় কী কী ঘটল? চারটি বাক্যে লেখো। উত্তর :সন্ধ্যায় যা যা ঘটল- ১) সূর্য অস্ত গেল। ২) পদ্মার জলে সোনালি আলোর দু্যতি দেখা গেল। ৩) ধীরে ধীরে পদ্মার জল কালো রং ধারণ করল। ৪) আকাশের বুকে তারা জ্বলে উঠল। ঘ) কোনো এক সন্ধ্যায় নৌকা ভ্রমণের বর্ণনা পাঁচটি বাক্যে লেখো। উত্তর : নিচে পাঁচটি বাক্যে কোনো এক সন্ধ্যায় নৌকা ভ্রমণের বর্ণনা দেওয়া হলো- ১) ভাড়া করা নৌকা নিয়ে আমি, আমার ছোট ভাই ও বড় মামা এক সন্ধ্যায় ভ্রমণে বের হয়েছিলাম। ২) চাঁদের আলোয় চারদিক আলোকিত হয়েছিল। ৩) নদীর জলে চাঁদের আলো পড়ে এক অসাধারণ দৃশ্যের অবতারণা হয়েছিল। ৪) আমরা নাশতা করার জন্য সঙ্গে মুড়ি, চানাচুর নিয়েছিলাম। ৫) রাত ১০টায় আমরা আনন্দ ভ্রমণ শেষ করে বাড়ি ফিরেছিলাম। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়