দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয় হাইমচর, চাঁদপুর
১১. ভূগোলের আলোচ্য বিষয় কী কী? ক. প্রকৃতি, পরিবেশ ও সমাজ খ. জীবের জন্ম ও বৃদ্ধি গ. জৈব রাসায়নিক প্রক্রিয়া ঘ. মানুষের খাদ্যাভ্যাস ও জীবনধারা উত্তর : ক. প্রকৃতি, পরিবেশ ও সমাজ ১২. 'পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল'- উক্তিটি কার? ক. এরিস্টটল খ. টলেমি গ. রিচার্ড হার্টশোন ঘ. কার্ল রিটার উত্তর : গ. রিচার্ড হার্টশোন ১৩. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে? ক. ১৯৫৫ খ. ১৯৬৫ গ. ১৯৭৫ ঘ. ১৯৮৫ উত্তর : খ. ১৯৬৫ ১৪. 'ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান' উক্তিটি কে করেছেন? ক. রিচার্ড হার্টশোন খ. ডাডলি স্ট্যাম্প গ. হামবোল্ট ঘ. ম্যাকনি উত্তর : গ. হামবোল্ট ১৫. প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয়- ক. ভৌগোলিক অবস্থান খ. পরিবেশ গ. প্রকৃতি ঘ. সংস্কৃতি উত্তর : খ. পরিবেশ ১৬. পরিবেশের প্রধান উপাদান কয়টি? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি উত্তর : ক. দুটি ১৭. কোনটি জীব ভূগোলের অন্তর্ভুক্ত? ক. ব্যবসা-বাণিজ্য পরিচালনা খ. উদ্ভিদ ও জীবজন্তু গ. অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ঘ. শহরের ক্রমবিকাশ উত্তর : খ. উদ্ভিদ ও জীবজন্তু ১৮. ভূগোলের সাথে পরিবেশ কিভাবে জড়িত? ক. অঙ্গাঙ্গিভাবে খ. বিপরীতভাবে গ. উল্টোভাবে ঘ. আলতোভাবে উত্তর : ক. অঙ্গাঙ্গিভাবে ১৯. ভূগোলের পরিধি বর্তমানে অনেক বিস্তৃত হয়েছে। এর যথার্থ কারণ হলো- র. বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ রর. নতুন নতুন আবিষ্কার ররর. চিন্তা ধারণার বিকাশ নিচের কোনটি সঠিক? ক. র খ. রর গ. ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও : পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ যেমন মানুষকে প্রভাবিত করছে তেমনি মানুষ তার প্রয়োজনে পরিবেশকে পরিবর্তন করছে। ফলে একটি মিথষ্ক্রিয়ার সম্পর্ক গড়ে উঠেছে। ২০. মানুষ ও পরিবেশের মধ্যে আলোচ্য মিথষ্ক্রিয়ার সম্পর্কের মূলে কী আছে? ক. নিয়মকানুন খ. বৈষম্য গ. কার্যকারণের খেলা ঘ. সম্পর্ক উত্তর : গ. কার্যকারণের খেলা ২১. অনুচ্ছেদে আলোচিত পরিবেশের উপাদান হলো- র. জলবায়ু রর. প্রাণী ররর. নদনদী নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও : করিম সাহেব নিজ প্রচেষ্টায় একটি কটন মিল স্থাপন করেন রাজশাহী শহরের পাশে। ফলে সেখানে বহুলোকের কর্মসংস্থান হয়। মিলে শ্রমিক যাতে ভালোভাবে উৎপাদনমুখী কাজকর্ম করতে পারে সেজন্য বিভিন্ন সুযোগ তিনি প্রদান করেছেন। ২২. করিম সাহেবের কর্মকান্ডটি কোন ভূগোলের অন্তর্ভুক্ত? ক. অর্থনৈতিক ভূগোল খ. জনসংখ্যা ভূগোল গ. জীব ভূগোল ঘ. নগর ভূগোল উত্তর : ক. অর্থনৈতিক ভূগোল ২৩. উৎপাদনমুখী কাজকর্মের জন্য তিনি গুরুত্ব দিয়েছেন- র. সামাজিক পরিবেশের ওপর রর. শিল্প পরিবেশের ররর. শ্রমিক কাঠামোর নিচের কোনটি সঠিক? ক. র খ. র ও রর গ. র ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : খ. র ও রর ২৪. মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনাকে কী বলা হয়? ক. প্রকৃতি বিজ্ঞান খ. নৃতত্ত্ব বিজ্ঞান গ. পরিবেশ বিজ্ঞান ঘ. ভূগোল উত্তর: ঘ. ভূগোল ২৫. ইংরেজি কোন শব্দ থেকে ভূগোল শব্দটি এসেছে? ক. এবড়ষড়মু খ. এবড়মৎধঢ়যু গ. তড়ড়ষড়মু ঘ. ঐরংঃড়ৎু উত্তর : খ. এবড়মৎধঢ়যু ২৬. ইরাটসথেনিস কোন দেশের ভূগোলবিদ ছিলেন? ক. যুক্তরাজ্যের খ. রাশিয়ার গ. জার্মানির ঘ. গ্রিসের উত্তর : ঘ. গ্রিসের ২৭. প্রাচীন গ্রিসের ভূগোলবিদ কে ছিলেন? ক. অ্যাকারমেন খ. রিচার্ড হার্টশোন গ. ইরাটসথেনিস ঘ. হামবোল্ট উত্তর : গ. ইরাটসথেনিস ২৮. এবড় শব্দের অর্থ কী? ক. ভূ খ. জল গ. স্থল ঘ. বায়ু উত্তর : ক. ভূ ২৯. 'মৎধঢ়যু' শব্দের অর্থ কী? ক. গোল খ. বর্ণনা গ. পরিবেশ ঘ. সমাজ উত্তর : খ. বর্ণনা ৩০. মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনাকে ভূগোল হিসেবে কে আখ্যায়িত করেছেন? ক. রিচার্ড হার্টশোন খ. আর্মস গ. হামবোল্ট ঘ. ম্যাকনি উত্তর : ঘ. ম্যাকনি ৩১. অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কিসের বর্ণনাকে ভূগোল বলেছেন? ক. পৃথিবী ও এর অধিবাসীদের খ. পৃথিবী ও জলজ প্রাণীদের গ. পৃথিবী ও জড় পদার্থের ঘ. পৃথিবী ও এর জীবজগতের উত্তর : ক. পৃথিবী ও এর অধিবাসীদের পরবর্তী অংশ আগামী সংখ্যায়