একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

প্রকাশ | ১৪ জুলাই ২০২৪, ০০:০০

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
৭৩. বুড়ি কোথায় চলেছেন? ক. মেয়ে বাড়ি খ. ভিক্ষা করতে গ. বাজারে ঘ. নাত-জামাই বাড়ি উত্তর: গ. বাজারে ৭৪. 'কী বুড়ি ভালো আছ?'-কে বলেছিলেন? ক. লেখক খ. খুড়ো গ. গণি ঘ. জমির উত্তর: ক. লেখক ৭৫. বুড়ির বগলে কী ছিল? ক. থলে খ. চাটাই গ. কাঁথা ঘ. লাঠি উত্তর: ক. থলে ৭৬. কে বুড়িকে ভাত দেয় না? ক. ছেলে খ. মেয়ে গ. পড়শী ঘ. নাত-জামাই উত্তর: ঘ. নাত-জামাই ৭৭. 'এই যে বাবা, এসো'-কথাটি কে বলেছিল? ক. শুকুর মিয়া খ. আব্দুল গ. জ্ঞাতি খুড়ো ঘ. বুড়ি উত্তর: ঘ. বুড়ি ৭৮. ঘুঁটি গোয়ালিনী লেখককে কী দেয়? ক. দই খ. দুধ গ. ঘি ঘ. মাখন উত্তর: খ. দুধ ৭৯. বুড়ি লেখকের জন্য কীসের চাটাই বুনে রেখেছিল? ক. তালপাতার খ. বেতের গ. নারকেল পাতার ঘ. খেজুর পাতার উত্তর: ঘ. খেজুর পাতার ৮০. বাল্যকালে গল্প লেখকের কে মারা গিয়েছে? ক. মা-বাবা খ. মা-মাসি গ. মা-মামা ঘ. মা-পিসি উত্তর: ঘ. মা-পিসি ৮১. পরশু সর্দারের বউয়ের নাম কী? ক. কাদম্বরী খ. দিগম্বরী গ. হেমা ঘ. অড়াম্বরী উত্তর: খ. দিগম্বরী ৮২. বুড়ি লেখকের কাছে কী দাবি করেছিল? ক. টাকা খ. পরার কাপড় গ. আশ্রয় ঘ. কাফনের কাপড় উত্তর: ঘ. কাফনের কাপড় ৮৩. লেখক কোন মাসে পুনরায় গ্রামে আসলেন? ক. ভাদ্র খ. আশ্বিন গ. পৌষ ঘ. মাঘ উত্তর: খ. আশ্বিন ৮৪. আবদুল, শুকুর, নসর এরা লেখকের সম্পর্কে কী হয়? ক. প্রতিবেশী খ. সহপাঠী গ. চাচা ঘ. মামা উত্তর: খ. সহপাঠী ৮৫. বুড়ি কোন ঋতুতে মারা যায়? ক. বর্ষা খ. শরৎ গ. শীত ঘ. বসন্ত উত্তর: খ. শরৎ ৮৬. বুড়ি নিজে না এসে কেন তাকে পাঠাল? ক. অসুস্থতার জন্য খ. অভিমানে গ. হাঁটতে পারে না তাই ঘ. চোখে দেখে না তাই উত্তর: ক. অসুস্থতার জন্য ৮৭. বুড়িকে কে খেতে দেয়? ক. হাজরার বউ খ. নাতজামাই গ. জ্ঞাতি খুড়ো ঘ. লেখক উত্তর: ক. হাজরার বউ ৮৮. 'গ্রামের ছেলে গ্রামে বাস করবে'-এ উক্তিতে কী বোঝানো হয়েছে? ক. গ্রামের প্রতি অধিকার খ. গ্রামের প্রতি ভালোবাসা গ. গ্রামের প্রতি দায়িত্ব ঘ. গ্রামের প্রতি কাতরতা উত্তর: ক. গ্রামের প্রতি অধিকার ৮৯. লেখকের মনে কেন কষ্ট হলো? ক. স্নেহের দান অমর্যাদা করায় খ. বুড়িকে বকা দেয়ায় গ. বুড়িকে তাড়িয়ে দেওয়ায় ঘ. বুড়ি কষ্ট পেয়েছিল বলে উত্তর: ঘ. বুড়ি কষ্ট পেয়েছিল বলে ৯০. বুড়ি কেন ঘাবড়ে গেল? ক. দাম বলার জন্য খ. লেখকের রূঢ়তায় গ. লেখকের ভয়ে ঘ. টাকা দিতে চাওয়ায় উত্তর: খ. লেখকের রূঢ়তায় ৯১. আহ্বান' গল্পে কয়জন জোয়ান ছেলে কবর খুঁড়ছে? ক. দুজন খ. তিনজন গ. চারজন ঘ. পাঁচজন উত্তর: ক. দুজন ৯২. বুড়ি লেখকের জন্য এক ঘটি দুধ আনল কেন? ক. গোয়ালিনীর দুধে জল থাকায় খ. বিক্রি করতে গ. লেখককে খুশি করতে ঘ. লেখক চেয়েছিলেন বলে উত্তর: ক. গোয়ালিনীর দুধে জল থাকায় ৯৩. পরদিন লেখক কেন কলকাতায় চলে গেলেন? ক. টিকতে না পেরে খ. শরীর খারাপ হলে গ. ছুটি ফুরিয়ে যাওয়ায় ঘ. আত্মীয়দের ডাকে উত্তর: গ. ছুটি ফুরিয়ে যাওয়ায় ৯৪. 'আহ্বান' গল্পের বক্তব্য অনুযায়ী 'ঢ়ালাঘর' তৈরির মূল উপাদান কী? ক. ইট, সিমেন্ট খ. খড়, বাঁশ গ. কাঠ, টিন ঘ. পাট কাঠি, খড় উত্তর: খ. খড়, বাঁশ ৯৫. এসো, এসো, বেঁচে থাকো-এটি কোন ধরনের বাক্য? ক. বিবৃতিমূলক খ. অনুজ্ঞাসূচক গ. জ্ঞানমূলক ঘ. আবেগসূচক উত্তর: খ. অনুজ্ঞাসূচক ৯৬. 'আমার তো তেনার নাম করতে নেই বাবা'-কেন নাম করতে নেই? ক. স্বামী বলে খ. ভয়ে গ. মারা গেছে তাই ঘ. স্মরণ নেই বলে উত্তর: ক. স্বামী বলে ৯৭. 'আহ্বান' গল্পের কথক কে? ক. লেখক নিজেই খ. জমির করাতি গ. লেখকের বন্ধু ঘ. লেখকের পিতা উত্তর: ক. লেখক নিজেই ৯৮. অনেকদিন পর লেখকের কেন ভালো লাগছে? ক. গ্রামে এসে খ. লোকজন দেখে গ. বন্ধুদের দেখে ঘ. বুড়িকে দেখে উত্তর: ক. গ্রামে এসে ৯৯. তিনি কেন শহরের দূরে অবস্থান করতেন? ক. স্বাস্থ্যগত কারণে খ. সাহিত্য সাধনার জন্য গ. সংগীত সাধনার জন্য ঘ. শহরকে ঘৃণা করতেন উত্তর: খ. সাহিত্য সাধনার জন্য ১০০. বুড়ি কেন ডান হাত উঠিয়ে চোখের উপর ধরলেন? ক. চিনতে পেরে খ. রোদ ঠেকাতে গ. ভালো দেখতে না পেয়ে ঘ. অভ্যাসবসত উত্তর: গ. ভালো দেখতে না পেয়ে পরবর্তী অংশ আগামী সংখ্যায়