মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ১৪ জুলাই ২০২৪, ০০:০০
আর্কিমিডিস

প্রশ্ন : অস্থির বৃদ্ধির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন-

উত্তর: ক্যালসিয়াম।

প্রশ্ন : কচু খেলে গলা চুলকায় কারণ কচুতে থাকে-

উত্তর: ক্যালসিয়াম অক্সালেট।

প্রশ্ন : মোটামুটি সম্পূর্ণ বা আদর্শ খাদ্য বলা হয়-

উত্তর: দুধকে।

প্রশ্ন : অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন-

উত্তর: লুই পাস্তুর।

প্রশ্ন : এশিয়ার দক্ষিণভাগ দিয়ে গিয়েছে-

উত্তর: কর্কটক্রান্তি রেখা।

প্রশ্ন : বস্তুর আপেক্ষিক ভর আবিষ্কার করেন-

উত্তর: আর্কিমিডিস।

প্রশ্ন : প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-

উত্তর: ইভোলিউশন।

প্রশ্ন : গতিবিদ্যার জনক-

উত্তর: গ্যালিলিও।

প্রশ্ন : দুধে থাকে-

উত্তর: ল্যাকটিক এসিড।

প্রশ্ন : দূরত্বের সবচেয়ে বড় একক-

উত্তর: আলোকবর্ষ।

প্রশ্ন : এক আলোকবর্ষ =

উত্তর: ৯.৪৬১ দ্ধ ১০ কিমি।

প্রশ্ন : সিমেন্ট তৈরির কাঁচামাল-

উত্তর: জিপসাম।

প্রশ্ন : কৃত্রিম জিন আবিষ্কার করেন

উত্তর: হরগোবিন্দ খোরানা।

প্রশ্ন : সর্বাপেক্ষা হালকা গ্যাস-

উত্তর: হাইড্রোজেন।

প্রশ্ন : মহাজাগতিক রশ্মির আবিষ্কারক-

উত্তর: হেস।

প্রশ্ন : পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কারণ -

উত্তর: মধ্যাকর্ষণ বলের জন্য।

প্রশ্ন : সংকত ধাতু পিতলের উপাদান-

উত্তর: তামা ও দস্তা।

প্রশ্ন : আলটিমিটার-

উত্তর: উচ্চতা পরিমাপক যন্ত্র।

প্রশ্ন : বিদু্যৎ পরিবাহী নয়-

উত্তর: রাবার।

প্রশ্ন : ডায়নামো-

উত্তর: যান্ত্রিক শক্তিকে বিদু্যৎ শক্তিতে রূপান্তরের যন্ত্র।

প্রশ্ন : কাজের একক-

উত্তর: জুল।

প্রশ্ন : বৈদু্যতিক বাল্ব আবিষ্কার করেন-

উত্তর: টমাস আলভা এডিসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে