ববিতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

প্রকাশ | ১১ জুলাই ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে প্রায় দুই হাজার গাছ লাগানোর কর্মসূচি উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তত্ত্বাবধায়নে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় শিক্ষক সমিতির সভাপতি শেরে বাংলা হলের প্রভোস্ট ও সিন্ডিকেট সদস্য ডক্টর মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ডক্টর শফিউল আলম, জীববিজ্ঞান অনুষদের ডিন ডক্টর সুব্রত কুমার দাস, প্রক্টর ডক্টর আব্দুল কাইউম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ডক্টর তারেক মাহমুদ আবীর, শেখ হাসিনা হলের প্রভোস্ট ডক্টর ইসরাত জাহান এবং শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু হলের সাবেক প্রভোস্ট আরিফ হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকরা, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।