দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ

প্রকাশ | ১১ জুলাই ২০২৪, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংক্ষেপে জেনে রাখি ভূগোলের সংজ্ঞা : যে শাস্ত্র স্থান ও কালের প্রেক্ষিতে পৃথিবীর জল, স্থল, পাহাড়, পর্বত, মৃত্তিকা, জলবায়ু, উদ্ভিদ, প্রাণী প্রভৃতি এবং এগুলো মানুষের কার্যক্রমকে কীভাবে নিয়ন্ত্রণ করছে এবং পরিবর্তিত হচ্ছে তার ব্যাখ্যা প্রদান করে তাকে ভূগোল বলে। ভূগোল কথাটির উৎপত্তি : প্রাচীন গ্রিক পন্ডিত ইরাটসথেনিস সর্বপ্রথম 'এবড়মৎধঢ়যু' শব্দটি ব্যবহার করেন। 'এবড়' ও 'মৎধঢ়যু' শব্দ দুটি মিলে হয়েছে 'এবড়মৎধঢ়যু'। 'এবড়' শব্দটির অর্থ 'ভূ' বা পৃথিবী এবং 'মৎধঢ়যু' শব্দের অর্থ 'বর্ণনা'। সুতরাং 'এবড়মৎধঢ়যু' শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা। ভূগোলের ধারণা : ভূগোল একদিকে প্রকৃতির বিজ্ঞান অন্যদিকে পরিবেশ ও সমাজের বিজ্ঞান। প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো ভূগোলের আলোচ্য বিষয়। অধ্যাপক ম্যাকনি (চৎড়ভবংংড়ৎ ঊ. অ. গধপহবব) মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। অধ্যাপক ডাডলি স্ট্যাম্পের (উঁফষবু ঝঃধসঢ়) মতে, পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। অধ্যাপক কার্ল রিটার (চৎড়ভবংংড়ৎ ঈধৎষ জরঃঃবৎ) ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান। পরিবেশের ধারণা : সাধারণ অর্থে কোনো স্থানের পারিপার্শ্বিক অবস্থাকে সেই স্থানের পরিবেশ বলে। কোনো স্থানের মানুষের উপজীবিকা ও অর্থনৈতিক জীবন প্রণালির ওপর পরিবেশের প্রভাব সুস্পষ্টরূপে বিদ্যমান। পরিবেশ প্রধানত দুই প্রকার। যথা : ১. ভৌত বা প্রাকৃতিক পরিবেশ এবং ২. সামাজিক পরিবেশ। ভূগোলের পরিধি : আধুনিক বিশ্বে একটি গতিশীল বিষয় হিসেবে ভূগোলের স্থান নির্ধারিত হয়েছে। প্রতি মুহূর্তে এর উপাদানগুলোর বৈশিষ্ট্য, প্রকৃতি ও কার্যাবলি পরিবর্তিত হচ্ছে। তাছাড়া জ্ঞান-বিজ্ঞানের পরিধি বৃদ্ধির সাথে সাথে আধুনিক ভূগোল নানা শাখাপ্রশাখায় বিভক্ত হচ্ছে। আধুনিক ভূগোলবিদরা ভূগোলকে প্রধান ২টি শাখায় ভাগ করেছেন। যথা : ক. প্রাকৃতিক ভূগোল ও খ. মানব ভূগোল। ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব : ভূগোল হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে পৃথিবী ও পৃথিবীর মানুষ সম্পর্কে আলোচনা করা হয়। আবার বর্তমান বিশ্বে বহুল আলোচিত বিষয় হচ্ছে পরিবেশ। মানুষের উপজীবিকা ও অর্থনৈতিক জীবন প্রণালির ওপর পরিবেশের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব অপরিসীম। জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর ??ণ্ট প্রশ্ন : ইরাটসথেনিস কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর : ইরাটসথেনিস গ্রিস দেশের অধিবাসী ছিলেন। প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি ভূগোলের কী সংজ্ঞা দিয়েছে? উত্তর : যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি ১৯৬৫ সালে ভূগোলের একটি সংজ্ঞা দিয়েছে। এর মতে, পৃথিবীপৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপব্যবস্থাগুলো কীভাবে সংগঠিত এবং এসব প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে তার ব্যাখ্যা খোঁজে ভূগোল। প্রশ্ন :পরিবেশ বিজ্ঞানী আর্মস পরিবেশের সংজ্ঞা দিতে গিয়ে কী বলেছেন? উত্তর : পরিবেশ বিজ্ঞানী আর্মস পরিবেশের সংজ্ঞা দিতে দিয়ে বলেছেন, জীবসম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। প্রশ্ন :ভূগোলের প্রধান কাজ কী? উত্তর : ভূগোলের প্রধান কাজ হলো মানুষ ও পরিবেশের মধ্যে যে মিথক্রিয়ার সম্বন্ধ আছে তার কার্যকারণ উদঘাটন করা। প্রশ্ন :পরিবেশ নিয়ে ঈ. ঈ চধৎশ এর সংজ্ঞাটি লিখ। উত্তর : পরিবেশ নিয়ে ঈ. ঈ চধৎশ বলেছেন, পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফল বোঝায়। প্রশ্ন :প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? উত্তর : প্রকৃতির জড় ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ বলে। প্রশ্ন :ভূগোলের সঙ্গে কী অঙ্গাঙ্গিভাবে জড়িত? উত্তর: ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রশ্ন :প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা কোন বিষয়ের অন্তর্ভুক্ত? উত্তর : প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা ভূগোলের অন্তর্ভুক্ত। প্রশ্ন :মাটি, পানি ও বায়ু পরিবেশের কোন ধরনের উপাদান? উত্তর : মাটি, পানি ও বায়ু পরিবেশের জড় উপাদান। প্রশ্ন :মানুষের আচার-আচরণ, উৎসব-অনুষ্ঠান ও রীতিনীতি কোন পরিবেশের উদাহরণ? উত্তর : মানুষের আচার-আচরণ, উৎসব-অনুষ্ঠান ও রীতিনীতি সামাজিক পরিবেশের উদাহরণ। প্রশ্ন :প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কী কী? উত্তর : প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো হলো- মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য ক্ষুদ্র প্রাণী। প্রশ্ন :কয়েকটি অর্থনৈতিক কাজের উদাহরণ দাও। উত্তর : কয়েকটি অর্থনৈতিক কাজের উদাহরণ- কৃষিকাজ, পশুপালন, বনজসম্পদ ও খনিজ সম্পদ সংগ্রহ, ব্যবসা-বাণিজ্য পরিচালনা ইত্যাদি। প্রশ্ন :পরিবেশের উপাদান কয়টি কী কী? উত্তর : পরিবেশের উপাদান দুটি। যেমন : জড় উপাদান ও জীব উপাদান। প্রশ্ন :জীব পরিবেশ কাকে বলে? উত্তর : জীবদের নিয়ে গড়া পরিবেশকে জীব পরিবেশ বলে। প্রশ্ন :পরিবেশের জীব উপাদান কোনগুলো? উত্তর : গাছপালা, পশুপাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো পরিবেশের জীব উপাদান। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়