মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১১ জুলাই ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আহ্বান

৪. প্রতিমা ও গল্পের বুড়ি চরিত্রে প্রকাশ পেয়েছে-

র. স্নেহ রর. দায়িত্ববোধ ররর. নির্ভরতা

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. র ও রর ঘ. র, রর ও ররর

উত্তর:ক. র

৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৮৪৯ সালে খ. ১৮৯৪ সালে

গ. ১৯৫০ সালে ঘ. ১৯৯৪ সালে

উত্তর:খ. ১৮৯৪ সালে

৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ সালের কত তারিখে জন্ম নেন?

ক. ১২ সেপ্টেম্বর খ. ১৩ জুন

গ. ১২ অক্টোবর ঘ. ১২ নভেম্বর

উত্তর:ক. ১২ সেপ্টেম্বর

৭. লেখক চব্বিশ পরগণা জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন?

ক. কেতুপুর খ. কল্যাণপুর

গ. মুবারিনগর ঘ. মুরারিপুর

উত্তর: ঘ. মুরারিপুর

৮. লেখকের পৈতৃক নিবাস কোন গ্রামে?

ক. মেদিনীপুর খ. মুরারিপুর

গ. ব্যারাকপুর ঘ. তারাপুর

উত্তর:গ. ব্যারাকপুর

৯. বিভূতিভূষণ কত সালে ম্যাট্রিক পাস করেন?

ক. ১৮১৪ সালে খ. ১৯১৪ সালে

গ. ১৯২৪ সালে ঘ. ১৯২৫ সালে

উত্তর:খ. ১৯১৪ সালে

১০. তিনি কত সালে আইন পাস করেন?

ক. ১৯১৪ সালে খ. ১৯১৫ সালে

গ. ১৯১৬ সালে ঘ. ১৯৭০ সালে

উত্তর:গ. ১৯১৬ সালে

১১. তিনি কত সালে বিএ পাস করেন?

ক. ১৯১৪ সালে খ. ১৯১৫ সালে

গ. ১৯১৭ সালে ঘ. ১৯১৮ সালে

উত্তর: ঘ. ১৯১৮ সালে

১২. 'পথের পাঁচালী' উপন্যাসের লেখক কে?

ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

গ. বিভূতিভীষণ চট্টোপাধ্যায়

ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তর: ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৩. 'অপরাজিতা' কোন ধরনের সাহিত্যকর্ম?

ক. কাব্য খ. গল্প

গ. নাটক ঘ. উপন্যাস

উত্তর:ঘ. উপন্যাস

১৪. নিচের কোনটি বিভূতিভূষণের উপন্যাস নয়?

ক. পথের পাঁচালী খ. দৃষ্টি প্রদীপ

গ. আরণ্যক ঘ. ঘরে বাইরে

উত্তর:ঘ. ঘরে বাইরে

১৫. 'মেঘমলস্নার' লেখকের কোন ধরনের রচনা?

ক. কাব্যগ্রন্থ খ. প্রবন্ধ

গ. গানের বই ঘ. গল্পগ্রন্থ

উত্তর:ঘ. গল্পগ্রন্থ

১৬. 'দেবযান' নিচের কোন লেখকের রচনা?

ক. তারাপদ

খ. কাজী নজরুল ইসলাম

গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর:গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

১৭. কোন স্কুল থেকে বিভূতিভূষণ এন্ট্রাস পাস করেন?

ক. বনগ্রাম খ. চৌদ্দগ্রাম

গ. বনপাড়া ঘ. মুরারিপুর

উত্তর:ক. বনগ্রাম

১৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মৃতু্যবরণ করেন কত তারিখে?

ক. ১ আগস্ট খ. ১ সেপ্টেম্বর

গ. ১ অক্টোবর ঘ. ১ নভেম্বর

উত্তর:খ. ১ সেপ্টেম্বর

১৯. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৫০ খ. ১৯৫১

গ. ১৯৬০ ঘ. ১৯৬২

উত্তর:ক. ১৯৫০

২০. প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যে মহিমান্বিত বিভূতিভূষণের-

ক. নাট্যসাহিত্য খ. কবিতা

গ. কথাসাহিত্য ঘ. গান

উত্তর:গ. কথাসাহিত্য

২১. আঙ্গিকের দিক থেকে 'দৃষ্টিপ্রদীপ' গ্রন্থের সাথে সাদৃশ্য রয়েছে কোন গ্রন্থের?

ক. মৌরীফুল খ. যাত্রাবদল

গ. মেঘমলস্নার ঘ. আরণ্যক

উত্তর:ঘ. আরণ্যক

২২. 'মৌরিফুল' হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের-

ক. উপন্যাস খ. নাটক

গ. গল্পগ্রন্থ ঘ. প্রবন্ধ

উত্তর:গ. গল্পগ্রন্থ

২৩. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভারতের কোন প্রদেশে জন্মগ্রহণ করেন?

ক. মধ্য প্রদেশে খ. হিমাচলে

গ. উত্তর প্রদেশে ঘ. পশ্চিমবঙ্গে

উত্তর:ঘ. পশ্চিমবঙ্গে

২৪. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ভারতের কোন জেলায় জন্মগ্রহণ করেন?

ক. চব্বিশ পরগনা খ. উত্তর দিনাজপুর

গ. দক্ষিণ দিনাজপুর ঘ. পূর্ব মেদিনীপুর

উত্তর:ক. চব্বিশ পরগনা

২৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গভীর আবেগ ও নিবিড় ভালোবাসা দিয়ে কী দেখেছেন?

ক. মানুষের জীবনকে খ. মানুষের চিন্তাকে

গ. মানুষের প্রেমকে ঘ. মানুষের ধর্মকে

উত্তর:ক. মানুষের জীবনকে

২৬. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গদ্যের প্রকৃতি কেমন?

ক. রুপকময় খ. কাব্যময়

গ. বর্ণনাময় ঘ. বিশ্লেষণাত্মক

উত্তর:খ. কাব্যময়

২৭. কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস?

ক. পথের পাঁচালী খ. মেঘমলস্নার

গ. মৌরিফুল ঘ. যাত্রাবদল

উত্তর:ক. পথের পাঁচালী

২৮. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাল্য ও কৈশোরকাল কীভাবে কেটেছিল?

ক. অত্যন্ত স্বাচ্ছন্দ্যে খ. অত্যন্ত সাধারণভাবে

গ. অত্যন্ত আনন্দে ঘ. অত্যন্ত দারিদ্র্যে

উত্তর:ঘ. অত্যন্ত দারিদ্র্যে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে