প্রশ্ন :শব্দের বেগ কোন মাধ্যমে বেশি?
উত্তর :কঠিন মাধ্যমে।
প্রশ্ন :সবচেয়ে মূল্যবান ধাতু কি?
উত্তর :পস্নাটিনাম।
প্রশ্ন :সর্বত্র দিন রাত্রি সমান কবে?
উত্তর :২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।
প্রশ্ন :পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
উত্তর :পামির মালভূমিকে।
প্রশ্ন :পানির তলায় মাটি কাটার যন্ত্রের নাম কি?
উত্তর :ড্রেডলার।
প্রশ্ন :বৈদু্যতিক বিলের হিসাব কিভাবে করা হয়?
উত্তর :কিলোওয়াট ঘণ্টায়।
প্রশ্ন :কোন দেশকে সূর্যোদয়ের দেশ বলা হয়?
উত্তর :জাপানকে।
প্রশ্ন :বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি?
উত্তর :তিহানে-১।
প্রশ্ন :অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় কবে?
উত্তর :১৯৬৯ সালে।
প্রশ্ন :সবচেয়ে বড় ঘাস কি?
উত্তর :বাঁশ।
প্রশ্ন :কেচো শ্বাস-প্রশ্বাস চালায় কিসের সাহায্যে?
উত্তর :ত্বকের সাহায্যে।
প্রশ্ন :মেরুদন্ডের প্রতিটি অস্থিকে কি বলে?
উত্তর :কশেরুকা।
প্রশ্ন :বৃষ্টির ফোঁটা গোলাকার হয় কেন?
উত্তর :পৃষ্টটানের কারণে।
প্রশ্ন :তামা ও দস্তার মিশ্রণে কি উৎপন্ন হয়?
উত্তর :পিতল।
প্রশ্ন :চাঁদে শব্দ করলে শোনা যায় না কেন?
উত্তর :চাঁদে কোন বায়ুমন্ডল নেই বলে।
প্রশ্ন :চাঁদের সবচেয়ে বড় গর্তের নাম কি?
উত্তর :ক্লেভিয়াস।
প্রশ্ন :কাঁচা কলা কি দিয়ে পাকানো হয়?
উত্তর :ইলিথিন(ঈ২ঐ৪) দিয়ে।
প্রশ্ন :বৈদু্যতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?
উত্তর :টাংস্টেন।
প্রশ্ন :হাড় ও দাঁতকে মজবুত করে কি?
উত্তর :ফসফরাস।
প্রশ্ন :উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর :ট্যাকোমিটার।
প্রশ্ন :মানুষের চোখের দর্শনাভূতির স্থায়িত্বকাল কত?
উত্তর :০.১ সেকেন্ড।