মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগের ২১ বছর পূর্তি উপলক্ষে 'বিভাগ দিবস-২০২৪' পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে ৭ জুলাই দিবসটি পালিত হয়। দিনব্যাপী বর্ণাঢ্য এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডক্টর মুহাম্মদ আব্দুছ ছবুর খান।
ইংরেজি বিভাগের প্রধান আহমদ মাহবুব-উল-আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স আ্যান্ড টেকনোলজির ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ডক্টর নারগিস সুলতানা চৌধুরী, স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের ডিন ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ডক্টর মোহাম্মদ ওবায়দুলস্নাহ ও রেজিস্ট্রার ডক্টর মো. মোয়াজ্জম হোসেন। অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। এরপর সহকারী অধ্যাপক মোহাম্মদ নাজমুল হক শিকদার শিবলু ও প্রভাষক মীর যারিন তাসনীমের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক প্রভাষক সৈয়দা তারতিলা সানজিদা।
ইংরেজি বিভাগ আয়োজিত ভিডিও কন্টেন্ট প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রথম ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়।