৩৩. করিম যে প্রতিষ্ঠানটিতে কাজ করে তার নাম কী?
ক. প্রশিকা খ. আশা
গ. ব্র্যাক ঘ. স্বনির্ভর বাংলাদেশ
সঠিক উত্তর : গ. ব্র্যাক
৩৪. করিম যে সংস্থাটিতে কাজ করে সেটি ঋণ দান ছাড়া ও অন্য যে ক্ষেত্রে কাজ করে তা হলো-
র. দারিদ্র্য বিমোচন
রর. স্বাস্থ্য উন্নয়ন
ররর. শিক্ষা ও সামাজিক উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
৩৫. কোনটি একটি দেশের মানুষকে পরনির্ভরশীল করে রাখে?
ক. এনজিও খ. বিশ্বব্যাংক
গ. দারিদ্র্য ঘ. বৈদেশিক সাহায্য
সঠিক উত্তর : গ. দারিদ্র্য
৩৬. বাংলাদেশে কোন পদ্ধতিতে দারিদ্র্য পরিমাপ করা হয়?
ক. আয় পদ্ধতি খ. ব্যয় পদ্ধতি
গ. শুমারি পদ্ধতি ঘ. উৎপাদন পদ্ধতি
সঠিক উত্তর : খ. ব্যয় পদ্ধতি
৩৭. দারিদ্র্যের হার কোন এলাকায় অধিক হারে হ্রাস পেয়েছে?
ক. শহর এলাকা খ.পলস্নী এলাকা
গ. ধনী এলাকা ঘ. গরিব এলাকা
সঠিক উত্তর :খ. পলস্নী এলাকা
৩৮. গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণে কোন খাতটি ভূমিকা রাখে?
ক. টেস্ট রিলিফ খ. ভিজিডি
গ. আরডি ঘ. ভিজিএফ
সঠিক উত্তর :ক. টেস্ট রিলিফ
৩৯. কোনটি গ্রামের দারিদ্র্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
ক. স্বনির্ভর বাংলাদেশ
খ. বু্যরো বাংলাদেশ
গ. নারী অবকাঠামো উন্নয়ন কর্মসূচি
ঘ. শক্তি ফাউন্ডেশন
সঠিক উত্তর : গ. নারী অবকাঠামো উন্নয়ন কর্মসূচি
৪০. দারিদ্র্য বিমোচনে নতুন প্রকল্প হলো-
র. শস্য বীজ উন্নয়ন
রর. সামাজিক বনায়ন
ররর. টেস্ট রিলিফ
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
বাংলাদেশের সরকারের অর্থব্যবস্থা
১. বাংলাদেশের মূল্য সংযোজন কর কত অর্থ বছর থেকে চালু হয়েছে?
ক. ১৯৮৫-৮৬ খ. ১৯৯০-৯১
গ. ১৯৯১-৯২ ঘ. ১৯৯২-৯৩
সঠিক উত্তর : গ. ১৯৯১-৯২
২. ঠঅঞ-এর পুরো নাম কী?
ক. ঠধষঁব ধহফ ঞধী খ. ঠধষঁব ড়ভ ঞধী
গ. ঠধষঁব ধপপবঢ়ঃ ঞধী
ঘ. ঠধষঁব ধফফবফ ঞধী
সঠিক উত্তর : ঘ. ঠধষঁব ধফফবফ ঞধী
৩. সরকার জনগণের নিকট থেকে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে তাকে কী বলে?
ক. ফি খ. কর
গ. শুল্ক ঘ. জরিমানা
সঠিক উত্তর : খ. কর
৪. ফারুক সাহেব গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক পদে চাকরি করেন। তিনি বার্ষিক প্রায় ৬,০০,০০০ লাখ টাকা আয় করেন। ফারুক সাহেবের জন্য কী প্রযোজ্য?
ক. আয়কর খ. মূল্য সংযোজন কর
গ. দেশের উন্নয়ন করা ঘ. সমাজসেবা
সঠিক উত্তর : ক. আয়কর
৫. রাস্তায় যানবাহন চালানোর জন্য কী করতে হয়?
ক. অনুমতি নিতে হয়
খ. নিবন্ধন করতে হয়
গ. ভালোভাবে চেক করতে হয়
ঘ. ট্রাফিক কন্ট্রোলারে ঘুষ দিতে হয়
সঠিক উত্তর : খ. নিবন্ধন করতে হয়
৬. বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস কোনটি?
ক. আয়কর খ. আবগারি শুল্ক
গ. ভূমি রাজস্ব ঘ. ফি
সঠিক উত্তর : ক. আয়কর
৭. কেয়া লন্ড্রি সাবান উৎপাদন ও বিক্রয়ের ফলে কোম্পানি সরকারকে যে কর দেয়, সেটি-
র. ভ্যাট রর. আবগারি শুল্ক ররর. উৎপাদন কর
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
৮. আধুনিক কল্যাণকামী রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত-
র. সামগ্রিক উন্নয়নের স্বার্থে ব্যয়
রর. অনুন্নয়নমূলক খাতের ব্যয় হ্রাস
ররর. উন্নয়নমূলক খাতের ব্যয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
৯. কর রাজস্বের উলেস্নখযোগ্য খাত হলো-
র. মূল্য সংযোজন কর
রর. আয়কর
ররর. পুলিশ প্রশাসন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়