রোববার, ০৩ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১০ জুলাই ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

রেইনকোট

২৪। কার পরামর্শে সব শহীদ মিনার ধ্বংস করা হয়েছিল?

ক. ইসহাকের খ. প্রিন্সিপালের

গ. কর্নেলের ঘ. আকবর সাজিদের

সঠিক উত্তর : ঘ. আকবর সাজিদের

২৫। নুরুল হুদার স্ত্রীর নাম কী?

ক. নাসিমা খ. আসমা

গ. রহিমা ঘ. হালিমা

সঠিক উত্তর : খ. আসমা

২৬। আসমার উৎকণ্ঠার কারণ ছিল ্ত

র. স্বামীর হাঁপানি রোগ বেড়ে যাওয়ায়

রর. ভাইকে না পাওয়ায়

ররর. স্বামীকে হারানোয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

২৭। মিন্টু কোথায় মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিল?

ক. চট্টগ্রামে খ. ভারতে

গ. ঢাকায় ঘ. খুলনায়

সঠিক উত্তর : খ. ভারতে

২৮। ড. আফাজ আহমদ কোন প্রকৃতির লোক ছিল?

ক. হানাদার খ. স্বৈরাচার

গ. রাজাকার ঘ. দেশপ্রেমিক

সঠিক উত্তর : গ. রাজাকার

২৯। আকবর সাজিদ কোন বিষয়ের প্রফেসর?

ক. উর্দু খ. কেমিস্ট্রি

গ. বায়োলজি ঘ. জিওগ্রাফি

সঠিক উত্তর : ক. উর্দু

৩০। প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমদ ছিলেন ্ত

র দেশদ্রোহী রর. দালাল ররর. ঘাতক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ক. র ও রর

৩১। ক্রাক-ডাউনের রাতে এ দেশে কী হয়েছিল?

ক. আনন্দ-উলস্নাস খ. বিজয়োলস্নাস

গ. ধ্বংসযজ্ঞ ঘ. অত্যাচার

সঠিক উত্তর: গ. ধ্বংসযজ্ঞ

৩২। নুরুল হুদার রেইনকোটের ভেতরে আগুনের মতো গরম মনে হয়েছিল কেন?

ক. প্রচন্ড তাপে খ. স্মৃতি রোমন্থনে

গ. বিদু্যতের তাপে ঘ. মেজাজ গরমে

সঠিক উত্তর : খ. স্মৃতি রোমন্থনে

৩৩। প্রিন্সিপালের কামরায় বসা মিলিটারি ছিল ্ত

র. ভয়ংকর রর. সুদর্শন ররর. স্থূলকায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর

নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ ও ৩৫ নম্বর প্রশ্নের উত্তর দাও :

মিলিটারি ক্যাম্পে খুঁটিতে বেঁধে বেয়োনেটের খোঁচায় ক্ষতবিক্ষত করছিল আকমলের দেহ। মুক্তিফৌজের খোঁজে অসংখ্য প্রশ্নের উত্তর তার কাছে জানতে চাইছিল হানাদার বাহিনী। কিন্তু কোনো প্রশ্নের উত্তর দিতে সে রাজি নয়।

৩৪। উদ্দীপকের আকমলের সঙ্গে 'রেইনকোট' গল্পের কার সাদৃশ্য রয়েছে?

ক. মিন্টুর খ. আবদুস সাত্তার মৃধার

গ. নুরুল হুদার ঘ. আকবর সাজিদের

সঠিক উত্তর : গ. নুরুল হুদার

৩৫। উদ্দীপক ও 'রেইনকোট' গল্পে যে বিষয়টি ফুটে উঠেছে ্ত

র. হায়েনার তান্ডব

রর. মুক্তিযোদ্ধার আকুতি

ররর. দেশপ্রেমিকের প্রতিচ্ছবি

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর

৩৬। মিসক্রিয়ান্টরা কার ছদ্মবেশ ধারণ করেছিল?

ক. মজুরের খ. কুলির

গ. কৃষকের ঘ. মুক্তিফৌজের

সঠিক উত্তর :খ. কুলির

৩৭। 'বর্ষাকালেই তো জুৎ' ্ত এখানে কোন 'জুৎ'-এর কথা বলা হয়েছে?

ক. মালামাল নেওয়ার

খ. নৌকা চালানোর

গ. হানাদারদের পর্যুদস্ত করার

ঘ. যাতায়াতের

সঠিক উত্তর : গ. হানাদারদের পর্যুদস্ত করার

৩৮। রাশিয়ার কোন সময়ের জেনারেল উইনটারের কথা বলা হয়েছে?

ক. রুশ বিপস্নবের খ. শিল্প বিপস্নবের

গ. ফরাসি বিপস্নবের ঘ. দ্বিতীয় বিশ্বযুদ্ধের

সঠিক উত্তর :ক. রুশ বিপস্নবের

৩৯। চাবুকের আঘাত নুরুল হুদার কাছে মনে হয়েছে ্ত

র. স্রেফ উৎপাত

রর. প্রচন্ড যন্ত্রণার]

ররর. রেইনকোটের ওপর পড়া বৃষ্টির ফোঁটা

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর :খ. র ও ররর

৪০। নুরুল হুদার কাছে চাবুকের আঘাত তুচ্ছ মনে হওয়ার কারণ-

ক. দেশপ্রেম খ. অচেতনতা

গ. অসম্ভব সহ্যশক্তি ঘ. হালকা আঘাত

সঠিক উত্তর : ক. দেশপ্রেম

আহ্বান

১. 'আহ্বান' গল্পে লেখকের সহপাঠী কে ছিলেন?

ক. আবদুল খ. আবেদালি

গ. শুকুর মিঞা ঘ. নসর

উত্তর:খ. আবেদালি

২. বুড়ি কেন বারবার গোপালের কাছে যেতেন?

ক. পয়সা পাওয়ার লোভে

খ. স্নেহ ভালোবাসার টানে

গ. নিঃসঙ্গতা দূর করতে

ঘ. অতিথিপরায়ণ বলে

উত্তর:খ. স্নেহ ভালোবাসার টানে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও:

অকালে বিধবা হয়ে প্রতিমা আজ থেকে ৩০ বছর আগে এসেছিলেন সুদীপ্তদের বাড়িতে, সুদীপ্তর বয়স তখন তিন মাস। ব্যস্ত চিকিৎসক বাবা-মার অনুপস্থিতিতে প্রতিমার কাছেই সুদীপ্ত বেড়ে ওঠে। আজ সুদীপ্তও একজন চিকিৎসক। উচ্চশিক্ষার জন্য সে আমেরিকা চলে যাবে শুনে প্রতিমা তাকে বলেন- বাবা, যেখানে থাকিস আমার মৃতু্যর পর তুই মুখাগ্নি করতে আসিস।

৩. সুদীপ্ত 'আহ্বান' গল্পের কোন চরিত্রটির প্রতিনিধিত্ব করে?

ক. আব্দুলের খ. জমির করাতির

গ. আবেদালির ঘ. কথকের

উত্তর:ঘ. কথকের

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে