জানার আছে অনেক কিছু

ঘাস কাটার যন্ত্র লন মেয়ার

প্রকাশ | ১০ জুলাই ২০২৪, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন :কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? উত্তর :কালো। প্রশ্ন :বিদু্যৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে? উত্তর :রোধ বাড়বে। প্রশ্ন :বৈদু্যতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? উত্তর :টাংস্টেন। প্রশ্ন :কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায়? উত্তর :সময়ের সাথে বেগ বৃদ্ধির হার। প্রশ্ন :ছাতার কাপড়ের রং সাধারণত কালো হয় কেন? উত্তর :কালো রং তাপ শোষণ করে বলে। প্রশ্ন :দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর :তাপমাত্রা স্কেল ও বস্তুর প্রকৃতি। প্রশ্ন :বধির লোকদের কানে শোনার যন্ত্রের নাম কি? উত্তর :ইয়ার ট্রাম্পেট। প্রশ্ন :পানামার বিমান সংস্থার নাম কি? উত্তর :কোপা। প্রশ্ন :ঘাস কাটার যন্ত্রের নাম কি? উত্তর :লন মেয়ার। প্রশ্ন :বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি? উত্তর :নীল তিমি। প্রশ্ন :কম্পিউটার সিস্টেম প্রসেসর কে কি বলা হয়? উত্তর :ব্রেইন। প্রশ্ন :পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ুধারণ ক্ষমতা কত? উত্তর :৬ লিটার। প্রশ্ন :আকাশ নীল দেখায় কেন? উত্তর : নীল আলোর বিক্ষেপণ বেশি বলে। প্রশ্ন :লিথিয়াম কি ধরণের ধাতু? উত্তর :সবচেয়ে হালকা ধাতু। প্রশ্ন :ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি? উত্তর :সিসমোগ্রাফ। প্রশ্ন :স্বর্ণের খাত বের করতে কোন এসিড ব্যবহার করা হয়? উত্তর :নাইট্রিক এসিড। প্রশ্ন :রঙ্গিন টেলিভিশন কত সালে আবিষ্কার হয়? উত্তর :১৯২৮ সাল। প্রশ্ন :রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বাহির হয়? উত্তর :গামা রশ্মি। প্রশ্ন :রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে? উত্তর :ফ্রেয়ন। প্রশ্ন :সমুদ্রের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে? উত্তর :ফ্যাদোমিটার।