একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র
প্রকাশ | ০৮ জুলাই ২০২৪, ০০:০০
আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
অপরিচিতা
৩১. পশ্চিমে মেয়ের বাবা কী অবস্থায় থাকেন?
ক. রাজার হালে
খ. জমিদারের মতো
গ. প্রজার মতো
ঘ. গরিব গৃহস্থের মতো
উত্তর : ঘ. গরিব গৃহস্থের মতো
৩২. 'অপরিচিতা' গল্পে উলেস্নখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষ্ণীর ঘটটি উপুড় করে দিতে দ্বিধা হবে না?
ক. জামাইয়ের
খ. মেয়ের
গ. অনুপমের
ঘ. মেয়ের শাশুড়ির
উত্তর :ঘ. মেয়ের শাশুড়ির
৩৩. বরের হাট মহার্ঘ কেন?
ক. যোগ্য বরের অভাবে
খ. যৌতুকের কারণে
গ. স্থান-কাল-পাত্রের বাছবিচারে
ঘ. মেয়ের বয়সের কারণে
উত্তর : খ. যৌতুকের কারণে
৩৪. অনুপমের মামার মন নরম হলো কেন?
ক. মেয়ের রূপ সৌন্দর্যে
খ. মেয়ের বংশের কৌলিন্যে
গ. মেয়ের বাবার আতিথেয়তায়
ঘ. মেয়ের বাবার অর্থের লোভে
উত্তর : ঘ. মেয়ের বাবার অর্থের লোভে
৩৫. 'অপরিচিতা' গল্পে 'বিবাহের ভূমিকা-অংশটা' বলতে কী বোঝানো হয়েছে?
ক. মেয়ের রূপ সৌন্দর্যে
খ. মেয়ের বংশের কৌলিন্যে
গ. মেয়ের বাবার আতিথেয়তায়
ঘ. মেয়ের বাবার অর্থের লোভে
উত্তর :ক. মেয়ের রূপ সৌন্দর্যে
৩৬. কলকাতার বাইরে বাকি পৃথিবীটাকে মামা কীসের অন্তর্গত বলে মনে করেন?
ক. আন্দামান দ্বীপ
খ. লঙ্কা দ্বীপ
গ. সুবর্ণদ্বীপ
ঘ. নিঝুম দ্বীপ
উত্তর :ক. আন্দামান দ্বীপ
৩৭. 'অপরিচিতা' গল্পের কথকের মনের মধ্যে কী ইচ্ছা ছিল?
ক. কানপুরে যাওয়ার
খ. কোননগর ঘুরে আসার
গ. যৌতুক ছাড়াই বিয়ে করার
ঘ. লুকিয়ে বিয়ে করার
উত্তর :গ. যৌতুক ছাড়াই বিয়ে করার
৩৮. অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন?
ক. বিষয়টি আপত্তীকর বলে
খ. কুলিন বংশে এটি চলে না
গ. মামার এতে ঘোরতর আপত্তি ছিল
ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
উত্তর : ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
৩৯. বিনুদাদা ফিরে এসে মেয়ে সম্পর্কে কী বললেন?
ক. মেয়ে চমৎকার সুন্দরী
খ. মেয়েটা খুবই মিষ্টি
গ. খাঁটি সোনা বটে
ঘ. হীরের টুকরো একটা
উত্তর : গ. খাঁটি সোনা বটে
৪০. বিনুদার ভাষাটা কেমন?
ক. বড় নীরস খ. অত্যন্ত আঁট
গ. নিতান্ত সাদামাটা ঘ. চলনসই
উত্তর : খ. অত্যন্ত আঁট
৪১. বিয়ে উপলক্ষে কন্যাপক্ষকে কোথায় আসতে হলো?
ক. কলকাতায় খ. কানপুরে
গ. বোলপুরে ঘ. শিয়ালদহে
উত্তর : ক. কলকাতায়
৪২. 'অপরিচিতা' গল্পের কন্যার পিতার নাম কী?
ক. বিশ্বনাথ ঘোষ খ. শম্ভুনাথ সেন
গ. আদ্যিনাথ বৈদ্য ঘ. বিশ্বম্ভর দাস
উত্তর :ঘ. বিশ্বম্ভর দাস
৪৩. বিয়ের কত দিন পূর্বে কন্যার পিতা পাত্রকে দেখেন?
ক. এক দিন খ. দুই দিন
গ. তিন দিন ঘ. চার দিন
উত্তর :গ. তিন দিন
৪৪. 'অপরিচিতা' গল্পের কন্যার পিতার বয়স কত?
ক. চলিস্নশের কিছু এপারে বা ওপারে
খ. পয়তালিস্নশের কিছু এপারে বা ওপারে
গ. পঞ্চাশের কিছু এপারে বা ওপারে
ঘ. পঞ্চানশের কিছু এপারে বা ওপারে
উত্তর : ক. চলিস্নশের কিছু এপারে বা ওপারে
৪৫. পাত্র দেখে কন্যার বাপ খুশি কিনা তা বোঝা শক্ত ছিল। কারণ-
ক. তিনি ছিলেন খুবই অন্যমনস্ক
খ. তিনি ছিলেন খুবই চুপচাপ
গ. তিনি ছিলেন খুবই চাপা স্বভাবের
ঘ. তিনি ছিলেন খুবই গম্ভীর
উত্তর : খ. তিনি ছিলেন খুবই চুপচাপ
৪৬. কী কারণে মামার মুখ অনর্গল ছুটিতেছিল?
ক. অভ্যাসবশে
খ. মুদ্রাদোষে
গ. ধন-মানের বাগাড়ম্বরে
ঘ. যৌতুকের লোভে
উত্তর :গ. ধন-মানের বাগাড়ম্বরে
৪৭. শম্ভুনাথ বাবু কোন প্রসঙ্গের আলোচনায় একেবারেই যোগ দিলেন না?
ক. যৌতুকের
খ. কৌলিন্যের
গ. ভালো-মন্দের
ঘ. ধন-মানের
উত্তর :ঘ. ধন-মানের
৪৮. 'শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন।' -এই ঘটনার মাধ্যমে নিচের কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. মামার বড়লোকি
খ. পাত্রপক্ষের আভিজাত্য
গ. পাত্রপক্ষের প্রতি অবজ্ঞা
ঘ. সৌজন্যতাবোধের অভাব
উত্তর : ক. মামার বড়লোকি
৪৯. 'অপরিচিতা' গল্পে 'পণ' বলতে কী বোঝানো হয়েছিল?
ক. অঙ্গীকার
খ. সংকল্প
গ. শর্ত
ঘ. প্রতিজ্ঞা
উত্তর :ঘ. প্রতিজ্ঞা
৫০. পণ সম্বন্ধে দুই পক্ষে কেমন কথা ঠিক হয়েছিল?
ক. পাকাপাকি
খ. বাঁধাধরা
গ. কড়াকড়ি
ঘ. মোটামুটি
উত্তর :ক. পাকাপাকি