শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

জানার আছে অনেক কিছু

সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ০৮ জুলাই ২০২৪, ০০:০০
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার 'ওইগ-১৬২০'

প্রশ্ন:বাংলাদেশে ৩এ চালু হয়-

উত্তর:১৪ অক্টোবর, ২০১২ সালে।

প্রশ্ন:বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার-

উত্তর:'ওইগ-১৬২০'

প্রশ্ন:যা স্থাপিত হয়-

উত্তর:বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে, ১৯৬৪ সালে।

প্রশ্ন:কক্সবাজারের ঝিলংজাতে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়-

উত্তর:২১ মে ২০০৬ সালে।

প্রশ্ন:২০১৩ সালে দেশি পাটের জীবন রহস্য উন্মোচনে নেতৃত্ব দেন-

উত্তর:ড. মাকসুদুল আলম।

প্রশ্ন:বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথম বারের মতো 'জীবনরহস্য' উন্মোচন করেছেন-

উত্তর:মহিষের।

প্রশ্ন:১৯৮১ এপসন কোম্পানি সর্ব প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার নাম-

উত্তর:অসবর্ন-১

প্রশ্ন:বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত-

উত্তর:যুক্তরাষ্ট্রের আটলান্টায়।

প্রশ্ন:বাংলা সামাজিক মাধ্যম 'বেশত' চালু হয়-

উত্তর:২৮ ফেব্রম্নয়ারি, ২০১৩ সালে।

প্রশ্ন:বাংলাদেশের 'টেলিফোন শিল্পসংস্থা লিমিটেড (টেশিস)' কর্তৃক তৈরিকৃত প্রথম ল্যাপটপ-

উত্তর:দোয়েল।

প্রশ্ন :মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয়?

উত্তর :অবতল।

প্রশ্ন :কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায়?

উত্তর :পানি।

প্রশ্ন :শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন?

উত্তর :শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।

প্রশ্ন :বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না?

উত্তর :লাল, নীল, সবুজ।

প্রশ্ন :দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের?

উত্তর :বেগুনি।

প্রশ্ন :কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয়?

উত্তর :চিনি।

প্রশ্ন :পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যায়?

উত্তর :ঙ২

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে