চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) কেইস সলভিং কম্পিটিশন 'ফেইস দ্য কেইস ৪.০'র চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। চুয়েটের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের উদ্যোগে ৫ জুলাই এই কম্পিটিশনের চূড়ান্ত পর্বের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর জামাল উদ্দীন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ শাহজাহান অনারারি সেক্রেটারি, আইইবি উপস্থিত ছিলেন। এছাড়াও, উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক ডক্টর রেজাউল করিম, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর নূর মোহাম্মদ এবং আর অ্যান্ড ডি গিগাটেক লিমিটেডের প্রধান ফয়সাল আহমেদ খান।
প্রতিযোগিতায় ৩৫টি বিশ্ববিদ্যালয় থেকে ৩৩২টি দলের মোট ৯৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে পূর্বের দুই রাউন্ডে নির্বাচিত মোট ১২টি দল অংশগ্রহণ করে।
সুষ্ঠু এবং সুবিচারের মধ্য দিয়ে বিচারকরা তিনটি টিমকে বিজয়ী ঘোষণা করেন। 'ফেইস দ্য কেইস ৪.০'র চ্যাম্পিয়ন দল হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল (বিইউপি)-এর টিম 'আনাস ফ্রম ভেনাস'। এই টিমের তিন সদস্য হলেন- শাহরিয়ার ইসলাম রুপো, রুবাইয়াত সামাদ, মাহাদি হাসান সাজিদ।
১ম রানার্স আপ হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম 'দি এনালাইটিক্যাল আলকেমিস্ট'। এই টিমের সদস্যরা হলেন- আবদুলস্নাহ আল সিয়াম, শাফকাত নওয়াজ চৌধুরী। দ্বিতীয় রানার্স আপ হয় আর্মি আইবিএ-এর টিম 'কোডব্রেকার্স'। টিম 'কোড ব্রেকার্স'-এর সদস্যরা হলেন- মঞ্জুর মোর্শেদ আলিফ, সাদমান সুমন আকাশ, অরিত্রী গায়েন চৈতি।
উলেস্নখ্য, 'ফেইস দ্য কেস' জাতীয় পর্যায়ে কেস সলভিং কম্পিটিশন। যার মূল উদ্দেশ্য সমসাময়িক সমস্যার বাস্তবসম্মত ও টেকসই সমাধান প্রদান করা।