বাংলাদেশের অর্থনীতি
১৯. বিনিয়োগ বৃদ্ধি হলে-
র. খাদ্য ঘাটতি কমে
রর. শ্রমিক বেকার হয়
ররর. কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : গ. র ও ররর
২০. বাংলাদেশে পুঁজি গঠনের হার কম হওয়ার কারণ-
র. সঞ্চয় কম
রর. মাথাপিছু আয় কম
ররর. শিল্পকারখানা কম
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর
খ. রর ও ররর
গ. র ও ররর
ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর:
ফাহিম একটি সরকারি পাটকলে কাজ শুরু করেছেন। বিগত কয়েক বছর যাবত উক্ত কলটি লোকসানের সম্মুখীন হওয়ায় সরকার একটি বেসরকারি কোম্পানির নিকট তা হস্তান্তর করেন। সরকারিভাবে পরিচালিত আরও কিছু প্রতিষ্ঠানকে সরকার বেসরকারি করেছে।
২১. ফাহিমের কর্মরত প্রতিষ্ঠানটির মতো সরকার আরও কতটি প্রতিষ্ঠানকে বেসরকারি করেছে?
ক. ৫৫টি খ. ২১টি
গ. ৭৬টি ঘ. ৮২টি
সঠিক উত্তর : ক. ৫৫টি
২২. উক্ত পাটকলটির মতো হস্তান্তর হয়-
র. শেয়ার বিক্রির মাধ্যমে
রর. সরাসরি বিক্রির মাধ্যমে
ররর. বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ক. র ও রর
২৩. মৎস্য সম্পদ কোন খাতের অন্তর্গত?
ক. কৃষি খাত খ. শিল্প খাত
গ.ব্যবসা খাত ঘ. প্রাণিসম্পদ
সঠিক উত্তর : ক. কৃষি খাত
২৪. কৃষি খাতের উপখাত কয়টি?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. পনেরোটি
সঠিক উত্তর : খ. চারটি
২৫. একটি দেশের মোট ভূ-ভাগের কত ভাগ এলাকাজুড়ে বনাঞ্চল থাকা উচিত?
ক. ১২ খ. ১৭
গ. ২৩ ঘ. ২৫
সঠিক উত্তর : ঘ. ২৫
২৬. বাংলাদেশের মানুষ আসবাবপত্র ও জ্বালানি তৈরির উপকরণ কোন খাত থেকে পেয়ে থাকে?
ক. বনজ খ. কৃষিজ
গ. শিল্প ঘ. খনিজ
সঠিক উত্তর : ক. বনজ
২৭. বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
ক. মৎস্য খ. কৃষি
গ. শিল্প ঘ. স্বাস্থ্য ও সেবা
সঠিক উত্তর : খ. কৃষি
২৮. বাংলাদেশের অর্থনীতিতে কৃষি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ-
র. বেশিরভাগ লোক কৃষিনির্ভর
রর. কৃষি শিল্পের কাঁচামাল জোগায়
ররর. জাতীয় উৎপাদনে কৃষির অবদান বেশি
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
২৯. বিদু্যৎ, গ্যাস ও পানি সম্পদ কোন খাতের অন্তর্গত?
ক. উৎপাদন খাত খ. শিল্প খাত
গ. সেবা খাত ঘ. ব্যবসা খাত
সঠিক উত্তর : খ. শিল্প খাত
৩০. ক্ষুদ্র শিল্পের উৎপাদিত দ্রব্য কোনটি?
ক. কাগজ খ. বেতের ঝুড়ি
গ. সাবান ঘ. মাটির হাঁড়ি
সঠিক উত্তর : গ. সাবান
৩১. জাতীয় আয়ের খাত হচ্ছে-
র. কৃষি খাত
রর. শিল্প খাত
ররর. সেবা খাত
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. রর ও ররর
গ. র ও ররর ঘ. র, রর ও ররর
সঠিক উত্তর : ঘ. র, রর ও ররর
৩২. বাংলাদেশর শিল্প খাতকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
ক. ২টি
খ. ৩টি
গ. ৪টি
ঘ. ৫টি
সঠিক উত্তর : ক. ২টি
৩৩. আদমজী ইপিজেড কোন জেলায় অবস্থিত?
ক. ঢাকা
খ. নারায়ণগঞ্জ
গ. কুমিলস্না
ঘ. গাজীপুর
সঠিক উত্তর : খ. নারায়ণগঞ্জ
৩৪. হোটেল ও রেস্তোরাঁ কোন খাতের অন্তর্গত?
ক. সেবা খ. শিল্প
গ. বিপণন ঘ. সামাজিক
সঠিক উত্তর : ক. সেবা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়