শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৭ জুলাই ২০২৪, ০০:০০
একাদশ শ্রেণির বাংলা প্রথমপত্র

অপরিচিতা

৬. কোথায় বসবাসের কাল রবীন্দ্রনাথের ছোটগল্প রচনার স্বর্ণযুগ?

ক. শান্তিনিকেতন খ. জোড়াসাঁকো

গ. শাহজাদপুর ঘ. শিলাইদহ

উত্তর : ঘ. শিলাইদহ

৭. 'কাজী নজরুল ইসলাম ছোটগল্পের পাশাপাশি উপন্যাসও লিখেছেন।' কাজী নজরুল ইসলামের সাথে কার সাদৃশ্য রয়েছে?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর খ. শামসুর রাহমান

গ. প্রমথ চৌধুরী ঘ. বুদ্ধদেব বসু

উত্তর : ক. রবীন্দ্রনাথ ঠাকুর

৮. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকে যেসব ছোটগল্প লিখেছেন সেখানে কী প্রাধান্য পেয়েছে?

ক. প্রকৃতি খ. ভাবকল্পনা

গ. বিরহ ঘ. বাস্তবতা

উত্তর : ঘ. বাস্তবতা

৯. 'শেষের কবিতা' কী?

ক. কবিতা খ. ছোটগল্প

গ. নাটক ঘ. উপন্যাস

উত্তর : ঘ. উপন্যাস

১০. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃতু্যবরণ করেন?

ক. ১৯৪০ খ. ১৯৪১

গ. ১৯৪৩ ঘ. ১৯৪৫

উত্তর : ক. ১৯৪০

১১. অনুপম কার হাতে মানুষ?

ক. মা'র খ. বাবার

গ. মামার ঘ. ধাত্রীর

উত্তর : ক. মা'র

১২. অনুপমের মা কেমন ঘরের মেয়ে?

ক. বামুনের খ. গরিবের

গ. কায়েতের ঘ. ধনীর

উত্তর : খ. গরিবের

১৩. কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে?

ক. কার্তিক খ. অনুপমকে

গ. হরিশ ঘ. মামা

উত্তর : খ. অনুপমকে

১৪. অনুপমের থেকে তার মামা বড়জোর কত বছরের বড়?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. ছয়

উত্তর : গ. চার

১৫. কন্যার পিতামাত্রেই কী স্বীকার করবেন?

ক. গল্পকথক খুবই সুদর্শন

খ. গল্পকথক খুবই বিনয়ী

গ. গল্পকথক একজন সুনাগরিক

ঘ. গল্পকথক একজন সৎপাত্র

উত্তর : ঘ. গল্পকথক একজন সৎপাত্র

১৬. অনুপম নিতান্তই ভালো মানুষ কেন?

ক. ধূমপানের অভ্যাস না থাকায়

খ. ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে

গ. মন্দলোকদের সাথে না মেশায়

ঘ. ভালো বংশে জন্মগ্রহণ করায়

উত্তর : খ. ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই বলে

১৭. কেমন ঘর থেকে অনুপমের সম্বন্ধ এসেছিল?

ক. খান্দানি ঘর খ. বনেদি ঘর

গ. অনেক বড় ঘর ঘ. অনেক ছোট ঘর

উত্তর : গ. অনেক বড় ঘর

১৮. 'অপরিচিতা' গল্পে উলেস্নখকৃত বিবাহ সম্বন্ধে কার একটা বিশেষ মত ছিল?

ক. অনুপমের খ. মা'র

গ. মামার ঘ. কল্যাণীর

উত্তর : গ. মামার

১৯. অনুপমের বন্ধুর নাম কী?

ক. হিরণ খ. হরিশ

গ. নরেশ ঘ. পরেশ

উত্তর : খ. হরিশ

২০. হরিশ কোথায় কাজ করে?

ক. মালদহে খ. বীরভূমে

গ. কানপুরে ঘ. ভোজপুরে

উত্তর : গ. কানপুরে

২১. হরিশ ছুটিতে কোথায় এসেছিল?

ক. মালদহে খ. কানপুরে

গ. আসানশোলে ঘ. কলকাতায়

উত্তর : ঘ. কলকাতায়

২২. অনুপমের 'মন উতলা' বলতে কী বোঝানো হয়েছে?

ক. উদ্বেগ খ. উৎকণ্ঠা

গ. শঙ্কা ঘ. আকুলতা

উত্তর : ঘ. আকুলতা

২৩. 'অপরিচিতা' গল্পে অনুপম 'এই অবকাশ' বলতে কোন সময়ে বোঝানো হয়েছে?

ক. এমএ পাসের পরের সময়

খ. কলেজের ছুটির সময়

গ. বিয়ের সিদ্ধান্ত হওয়ার পরের সময়

ঘ. বিয়ের আয়োজনের পূর্বের সময়

উত্তর : ক. এমএ পাসের পরের সময়

২৪. কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?

ক. গ্রীষ্মের খ. বর্ষার

গ. শীতের ঘ. বসন্তের

উত্তর : ঘ. বসন্তের

২৫. হরিশ কোন বিষয়ে অদ্বিতীয় ছিল?

ক. ঘটকালিতে খ. তাস পেটাতে

গ. আসর জমাতে ঘ. গুল মারতে

উত্তর : গ. আসর জমাতে

২৬. কার মন ছিল তৃষ্ণার্ত?

ক. হরিশের খ. অনুপমের

গ. মামার ঘ. মা'র

উত্তর : খ. অনুপমের

২৭. মামা কাকে পেলে ছাড়তে চান না?

ক. অনুপমকে খ. হরিশকে

গ. কল্যাণীকে ঘ. কল্যাণীর বাবাকে

উত্তর : ঘ. কল্যাণীর বাবাকে

২৮. কথাটা কার বৈঠকে উঠল?

ক. বাবার খ. মা'র

গ. হরিশের ঘ. মামার

উত্তর : ঘ. মামার

২৯. মামার কাছে মেয়ের চেয়ে মেয়ের বাপের দেশত্যাগ করে পশ্চিমে গিয়ে বাস করার কারণ কী?

ক. গুরুতর খ. গুরুত্বপূর্ণ

গ. জরুরি ঘ. সাংঘাতিক

উত্তর : ক. গুরুতর

৩০. 'অপরিচিতা' গল্পে উলেস্নখকৃত কার পেছনে মেয়ের বাপের লক্ষ্ণীর ঘটটি উপুড় করে দিতে দ্বিধা হবে না?

ক. দেশে সুন্দরী কন্যা নিয়ে বাস করা দায়

খ. আর্থিক দৈন্যে দেশে সমাজ রক্ষা করে চলা দায়

গ. পশ্চিমে বেশির ভাগ পুণ্যভূমি অবস্থিত

ঘ. মেয়ের বয়স বেশি হয়ে যাওয়ায়

উত্তর : গ. পশ্চিমে বেশির ভাগ পুণ্যভূমি অবস্থিত

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে